নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
খোকনসোনা যখন আমায়
বাবা বলে ডাকে,
এই প্রাণটা আমার যায় জুড়িয়ে
প্রশান্তির এক স্বর্গীয় পরশ যেন বুকে লাগে
বুকে আমার বেদনা তখন যেন
দূর আকাশের বুকে লুকিয়ে থাকা চাঁদ
ঘোর অমাবস্যা রাতে,
খোকনসোনার বায়না ছিলো—
একটি খেলনা গাড়ি,
আমি তখন পণ করেছি তা মেটাবো তাড়াতাড়ি
আমরা দু'জন তখনই বেড়িয়ে গেলাম
খোকার পরনে ছিল তখন লাল পিরান
ওকে নিয়ে আশঙ্কাতেই থাকি
নজর লাগে যদি ওর চাঁদ অবয়বে,
খেলনা কিনে ফিরবো যখন বাড়ি
দেখি আচমকা বেইলী রোডে
দমকা হাওয়া বইছে যেন এলোপাথাড়ি
সঙ্গে ছিল ধূলো
আমার বুকে খোকার মুখ লুকিয়ে নিলাম
সামনে ছিল কনফেকশনারি শপ
সেখানেই আশ্রয় নিয়েছিলাম,
স্বভাবত অপ্রতিরোধ্য আমি
সালমানের নিরাপত্তার কথা ভেবে
আমি থেমে গেলাম— সহসা ঝড় থামেনি
খোকন তখন আমার বুকে মুখ লুকিয়ে
যেন একটা ভীরু পাখি,
আমরা যেন অপার মমতায় চোখে চোখ রাখি
আমরা যেন পরস্পর খুব ভরসা রাখি
ঝড় থেমে গেছে — বৃষ্টি ও আর নেই
আমরা বাসায় ফিরে আসি— আমরা দু'জন হাসি
আমাদের দু'জনার মাঝে খুব ভালোবাসাবাসি।
০৫ ই মার্চ, ২০২০ দুপুর ১:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কবিতাটি আমি এক লাইনের বেশি আবৃত্তি করতে পারি নি। আমার কন্ঠ স্তব্ধ হয়ে যায় কমেন্ট লিখতে গিয়েও তিন ফোটা অশ্রু গড়িয়ে পড়েছে । এটা কি দুঃখের কোন কবিতা ?? এটা আবেগের। আবেগাপ্লুত হওয়ার কবিতা ।
২| ০৫ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪০
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।
৩| ০৫ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
কবিতার জাদুকর সেলিমে আনোয়ার ভাই,
বাবা যদি সাথে থাকেন “বাজারের সব খেলনা আমার
বাবা যদি সাথে থাকেন “ঈদের সবচেয়ে বড় গরুটি আমার
বাবা যদি সাথে থাকেন “আম খাবো জাম খাবো লিচু খাবো
বাবা যদি সাথে থাকেন “ নদীতে গোসল করতে যাবো
বাবা যদি সাথে থাকেন “পাহাড়ে পর্বতে চড়বো
বাবা যদি সাথে থাকেন “একদিন সাদা পজেরো কিনবো
বাবা যদি সাথে থাকেন “ আমি হবো রাজপুত্র
বাবা যদি সাথে থাকেন “ - - - -
বাবা সন্তানের ভালোবাসা সম্রাট বাবর তার পুত্র হুমায়ূন কে দিয়ে প্রমাণ রেখে গেছেন ইতিহাসে।
৪| ০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৪৪
শের শায়রী বলেছেন: নিঃসন্দেহে ভালো লাগার মত বিষয় এবং বরাবরের মত লেখার গাথুনি। ভালো লাগা প্রিয় কবি।
৫| ০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৪৯
নেওয়াজ আলি বলেছেন: সুশোভন, সুশ্রী লেখা ।
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০২০ সকাল ১১:৫৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
সন্তানের জন্য মাতাপিতা হচ্ছেন ভালোবাসা, সাহসিকতা, সকল চাওয়া পাওয়া, জীবনের আশ্রয় - - -