|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
যাবো না তো থাকবো আমি বসে
__________________________
যাবো না তো থাকবো আমি বসে
তোমায় নিয়ে দুই চরণ কবিতা লিখার 
তাগিদ আমার আছে,
কল্পনার বিলাসিতায় ভাসিয়ে দিয়ে গা
স্বপ্নজাল বুনে তাইরে নাইরে না
স্পর্ধা আমারো তো আছে
থাকবো তাই চোখের আড়াল হয়ে।
জানি শুধু
আমার একটা কলম আছে
ব্যথা তাড়াবার যাদুর মলম আছে
তুমি
যতো পারো দিও
অবজ্ঞা আর অবহেলা 
এই ক্ষত বিক্ষত হৃদয়ে
অনুভূতি মরে গেছে শকুন আর শিয়ালের
খাদ্য হয়ে মৃত মাছের চোখেরই মতো
ভালোবাসা যেন শীতের ঝরা পাতা
আর আমায় পারবে না
ক্ষতবিক্ষত এই হৃদয়ে জ্বালা আছে যতো
ধ্রুবতারার মতো  চিরন্তন শাশ্বত
জানি প্রেম তারে বলে
প্রেম নয়তো অসঙ্গত।
প্রেম নয়তো শুধু দেহ যা
গজ ফিতা দিয়ে হয় মাপা
সময় কিংবা বয়সের ফ্রেমে বেঁধে দেয়া
জানি ওসব পাশবিকতা পশুরও ওসব থাকে
মানুষ তো  নয় পশু
যে ওজন দরে বিক্রি হয়ে যাবে
প্রেমের পরিণতি কী ? 
তোমার তো জানা  আছে নাকী?
তখনই তা হয় 
শুধু মনের সাথে মন মিলে গেলে
প্রেম তারেই বলে।
বাকি সব কেবলই অযাচিত কালক্ষেপণ
অপলক চেয়ে থেকে
হৃদয়টা মরে গেলে।
 ১২ টি
    	১২ টি    	 +৪/-০
    	+৪/-০  ১০ ই মার্চ, ২০২০  দুপুর ১২:৫৯
১০ ই মার্চ, ২০২০  দুপুর ১২:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা । 
কবিতা আমি লিখিনা ।
২|  ০৯ ই মার্চ, ২০২০  রাত ৯:৩৩
০৯ ই মার্চ, ২০২০  রাত ৯:৩৩
(লাইলাবানু) বলেছেন: সুন্দর ।
  ১০ ই মার্চ, ২০২০  দুপুর ১২:৫৯
১০ ই মার্চ, ২০২০  দুপুর ১২:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।
৩|  ০৯ ই মার্চ, ২০২০  রাত ৯:৩৬
০৯ ই মার্চ, ২০২০  রাত ৯:৩৬
ইসিয়াক বলেছেন: চমৎকার ।
  ১০ ই মার্চ, ২০২০  দুপুর ১:০০
১০ ই মার্চ, ২০২০  দুপুর ১:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।
৪|  ০৯ ই মার্চ, ২০২০  রাত ১০:২৪
০৯ ই মার্চ, ২০২০  রাত ১০:২৪
রাজীব নুর বলেছেন: চমৎকার কবতা।
  ১০ ই মার্চ, ২০২০  দুপুর ১:০০
১০ ই মার্চ, ২০২০  দুপুর ১:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।
৫|  ১০ ই মার্চ, ২০২০  রাত ১২:১২
১০ ই মার্চ, ২০২০  রাত ১২:১২
ব্লগ মাস্টার বলেছেন: অসাধারন ।
  ১০ ই মার্চ, ২০২০  দুপুর ১:০০
১০ ই মার্চ, ২০২০  দুপুর ১:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।
৬|  ১০ ই মার্চ, ২০২০  দুপুর ১:১৩
১০ ই মার্চ, ২০২০  দুপুর ১:১৩
মুক্তা নীল বলেছেন: 
প্রিয় কবির কবিতা অনেকদিন পর পড়লাম সেই সাথে বিষাদময় ভালোলাগা কিছু রেখে গেলাম।
  ১০ ই মার্চ, ২০২০  দুপুর ১:২৫
১০ ই মার্চ, ২০২০  দুপুর ১:২৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০২০  রাত ৯:২৮
০৯ ই মার্চ, ২০২০  রাত ৯:২৮
শের শায়রী বলেছেন: বাহ কবি! মুগ্ধ পাঠ।