নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
একটি কবিতা লিখবো বলে
সুপ্রিয় প্রতীক্ষা, তুমি সঙ্গী আমার হলে
তবু বলাতো হলো
অবলা এই মনে যত কথা ছিলো
কাগজে কলমে লিখে লিখে
শুধু মনের মতো একখানি .
আজও লিখাতো হলো না
হবে হবে বলে
লিখেছি তো ঢের— তবে কী শুধু
লিখাটাই দায় হলো? —এই জীবনের
জানি না লিখবো কত আর?
তুমিই বলো না— ছল করো না
এতো কিছুর পরও কেন
ওগো তোমার তৃষ্ণা মেটেনা
লিখে লিখে আমি আর কতো বড় হবো
ভাবতে ভয় লাগে —আবার ভাবি
তবে করছো কী— প্রায়শ্চিত্ত
আমার কলম লিখেই চলে
তুমিই বলো— হায় কেন থামে না?
স্রষ্টার হুকুম ছাড়া নাকি
গাছের ঐ পাতাও নড়ে না!
একি তবে তাঁর অনুমোদন— এই হৃদয়ের অনুরণন
তোমার কাগজে লিখবে শুধু
আমার এই কলম —আজীবন!
তুমিই বলো না।
তোমারও তো শায় আছে
নিন্দুকেরাও বলবে দেখো
একটি পাতায় কেবল দুইটি পৃষ্ঠাই আছে
সোনার মেয়ে মনে পড়ে কিনা?
১০ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।
২| ১০ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৫৯
ফয়সাল রকি বলেছেন: ভালো।
১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।
৩| ১০ ই মার্চ, ২০২০ রাত ১০:২৩
নেওয়াজ আলি বলেছেন: সুপাঠ্য, শ্রুতিমধুর লেখা ।
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।
৪| ১০ ই মার্চ, ২০২০ রাত ১০:৩৫
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,
সোনার মেয়ের কিছু মনে পড়েছে কিনা জানিনে তবে আমার একটি গান মনে পড়ে গেলো --
"ওগো সোনার মেয়ে যাও গো শুনে
মৃদু কাঁকনের রিনিঝিনি বাজিয়ে
এসো কোমল পদভরে আমার কপোলে
মৃদু পরশ বুলিয়ে শুধু যাও গো বলে......................."
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: আহমেদ জী এস
অসাধারণ ।
অশেষ কৃতজ্ঞতা আপনার উপস্থিতিতে ।
৫| ১০ ই মার্চ, ২০২০ রাত ১০:৫৫
মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর আবেগময় কবিতা
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।
৬| ১০ ই মার্চ, ২০২০ রাত ১০:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: ফাগুনের এই আগুন পূর্ণিমায়
চন্দ্রগ্রস্ত আমার এই মন
দেখিগো শুধু তোমায় মুদিয়া দুটি আঁখি,
ভালোবাসার জোছনা রাতে
যেন তুমি আমি একসাথে
নিরবে নিভৃতে আনন্দে উছলিয়া উঠি ।
তোমার ঐ দীঘল কালো চুলে
গিয়াছি যেন আমি তুমি ছাড়া সকলি ভুলে ,
এমন মধুর ফাগুন চন্দ্রিমা রাত
ধ্রুবতারা যেন লুকিয়ে চাঁদের বুকে
এ যে ভরা পূর্ণিমা চাঁদ এমন মধুর ক্ষণে
ভালবাসি শুধু তোমাকে ভুলে যেও না সোনা
ওগো মোর নিরুপমা এমন মায়াবী রূপালী রাতে।
আবারো কবিতা হোক ,
রবীন্দ্রগানে তোমার ঐ দুটি ঠোঁট
আবারো গেয়ে ওঠুক, বাসন্তী কোকিলের সুরে
মৃদু বায়।
প্রিয়তমা রেখো না আর দূরে আমায়,
প্রেমের সমাধি থেকে দৈবমন্ত্রবলে
আবারো প্রেম হোক
বিনি সুতার মালা গাঁথা হোক
শুধু তুমি -আমি মিলে।
৭| ১১ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: প্রত্যুত্তরে বিলম্ব হওয়ায় দুঃখ প্রকাশ করছি।
©somewhere in net ltd.
১| ১০ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।