নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ফাগুনের এই আগুন পূর্ণিমায়
ফাগুনের এই আগুন পূর্ণিমায়
চন্দ্রগ্রস্ত আমার এই মন
দেখিগো শুধু তোমায় মুদিয়া দুটি আঁখি,
ভালোবাসার জোছনা রাতে
যেন তুমি আমি একসাথে
নিরবে নিভৃতে আনন্দে উছলিয়া উঠি ।
তোমার ঐ দীঘল কালো চুলে
গিয়াছি যেন আমি তুমি ছাড়া সকলি ভুলে ,
এমন মধুর ফাগুন চন্দ্রিমা রাত
ধ্রুবতারা যেন লুকিয়ে চাঁদের বুকে
এ যে ভরা পূর্ণিমা চাঁদ এমন মধুর ক্ষণে
ভালবাসি শুধু তোমাকে ভুলে যেও না সোনা
ওগো মোর নিরুপমা এমন মায়াবী রূপালী রাতে।
আবারো কবিতা হোক ,
রবীন্দ্রগানে তোমার ঐ দুটি ঠোঁট
আবারো গেয়ে ওঠুক, বাসন্তী কোকিলের সুরে
মৃদু বায়।
প্রিয়তমা রেখো না আর দূরে আমায়,
প্রেমের সমাধি থেকে দৈবমন্ত্রবলে
আবারো প্রেম হোক
বিনি সুতার মালা গাঁথা হোক
শুধু তুমি -আমি মিলে।
ডাক পাতিকাক
_______________
করবো কী বলো? মন প্রসন্ন করো
তুমি ছাড়া ছন্নছাড়া মন
এই জীবনটা এলোমেলো।
তাইতো তোমায় খুঁজি আমি দু'নয়ন মুদি
স্বপ্নে তোমায় দেখি আমি দু'চোখ খুলি
ঘুম ভেঙে যায় মন ভেঙ্গে যায়
তুমি যে সাথে নাই!
আমি কবিতা লিখি
কবিতা লিখে আমি তোমায় ডাকি
আমি পাগলপ্রায়,
নির্জনে একাকি মনটা তোমায় শুধু চায়
তুমি ছাড়া অসীম শূন্যতা
এই জীবনে কোন সুখ নাই।
এই জীবনে তুমি যেন একটি ধ্রুবতারা
তুমি ছাড়া দিক হারিয়ে আমি যে অসহায়
আমি দু'চোখ ধূয়ে নিই অশ্রু জলে
আমি আবারো তাকাই অসীমের ঐ আকাশটায়
আমি তোমায় খুঁজি যদি খুঁজে পাই!
সেই ভাবনায় আমি দু'চোখ মুদি
অপার ভালোবাসায়।
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
২| ১১ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
৩| ১১ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: প্রকৃতির নানা রঙে সাজের সঙ্গে সঙ্গে যেন দোলা লেগেছে কবির মনেও। কাব্যে ভালোলাগা।
শুভকামনা জানবেন।
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য
৪| ১১ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৪১
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষা। সহজ সরল সুন্দর কবিতা।
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য
৫| ১১ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৫৭
নেওয়াজ আলি বলেছেন: মনোমুগ্ধকর লিখনশৈলি ।
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য
৬| ১১ ই মার্চ, ২০২০ বিকাল ৪:০৫
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর অনুভব কবি দা
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য
৭| ১১ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পূর্ণিমাও আগুন হয় তা জানা ছিলোনা।
ফাগুনে পলাশ বনে আগুন জ্বলে তাই
বলে পূর্ণিমাতেও সে দহন করে ভাবতেই
আতংকে পুড়ে যাচ্ছি। আর যাবোন ফাগুনের
পূর্ণিমা দেখতে।
কবিতা সুন্দর হয়েছে কিন্তু ভয় পাইয়ে দিলেন!!
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: ফাগুনের আগুণের উত্তাপে প্রিয়তমা যেন বিগলিত উৎপল অততাপ আর কিছুতে নেই ।
৮| ১১ ই মার্চ, ২০২০ রাত ৯:৪০
আসোয়াদ লোদি বলেছেন: ফাগুনে ফোটালেন রোম্যান্টিক ফুল।
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: বসন্তে ফুল ফুটবে তাকে কে রুখবে???
©somewhere in net ltd.
১| ১১ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৩৬
চাঁদগাজী বলেছেন:
ফাগুনে প্রকৃতি সেজেজে নতুন জীবনের জন্য, বাতাস কানে কানে কি যেন বলে যায়