নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সত্য ও আসবে তো !!!

১২ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪২



সত্য
_______
সত্য বিক্রি করে দিয়ে
কোন বাণিজ্য নয়,
মিথ্যের বেসাতি করে
নেবো না নেবো না
হয় যদি তা —সোনার হিমালয়।

সত্যহীন পৃথিবী আমার সেতো নয়।

আমি নই আর কারো প্রিয়
কন্যা তুমি জেনে রাখিও,
চাইনা হতে আর মিথ্যে পাতাবাহার,
নেবো না নেবো না মিথ্যের বিনিময়ে
কেউ যদি এনে দেয়— সোনার এক পাহাড়।

ইতিহাসের মিথ্যে পাতা
হয় যেন শীতের পাতাঝরা কাব্য,
তুমি ঠিক ততটুকুই নাব্য
যতটুকু জল আমার চা—ই
চোখেরই পাতায়।
আমি নৌকো তুমি নদী— ‌হাঁটুভাঙা জল,
জীবন চলার পথে
এর চেয়ে বড় সত্য— আর কিছু নাই।



ও আসবে তো
_______

যে আসে সে চলে যায়,
আপন ঠিকানায়
এমনি করে অতঃপর কেউ আসেনি আর
থেকে গেছে বদ্ধ ঘরে— যৌবন তাঁর
আসিবে কি করে?
সে জেনে গেছে তো
যে আসে পায়নাকো আর— এই আমারে
সে চলে যায়, সে গান গায়— নৃত্য করে
সে হাসে পুষ্পহাসি,
সে কাঁদে গগনবিদারি— শব্দে
দ্বাররুদ্ধ করে দিয়ে
বুঝে নিয়ে তার কবেকার চাপাবেদনা;
সে ডুকরে ডুকরে কাঁদে—কেউ জানে না
নিষ্ঠুর নিয়তি! বিবেক বুদ্ধি সব নিয়ে গেছে কেড়ে
শুধু হৃদয় নিংড়ানো ভালোবাসার ফুলটি তার
আমার একান্ত পাওনা—
দূর থেকে সুবাস তার,
এখনো ভেসে আসে!
ও আসবে তো,
দক্ষিণের জানালায় তার ঘ্রাণ পাওয়া গেছে
পলাশ শিমুল লাল লাল ফুল— সবুজ পাতা
ভালোবাসার আবির গায়ে মেখে— নগ্ন পায়ে।
ও আসবে তো,
আমায় ভালোবেসে
আমিও চাইনা কিছু আর
দু’জনার সব চাওয়া— ভালোবাসায় বিলীন হয়ে গেছে..
আমাদের অপ্রগলভ প্রেম অবশেষে হয়ে গেছে উজ্জ্বল দৃষ্টান্ত
যেন ঐ ধ্রুবতারা!
ও আসবে তো,
সঙ্গমে সৃষ্টিতে বৃষ্টিতে যাবেনাকো আর কোথা ।


মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: একটা কবিতা লিখতে ঘাম বের হয়ে যায়।
আর আপনি একই সাথে দু'টা পোষ্ট করেছেন।

অনেক ধন্যবাদ।

১২ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।

১৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: আসলে তিনটি কবিতা লিখি আরো একটা লেখার কথা মাথায় দেয় উকিঝুকি । কবিতা তো আর আমি লিখি না ।

২| ১২ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:



যে যেখানে আছে, সেখানেই থাকুক, কাছে আসার দরকার নেই; কার সাথে করোনা চলে আসে, বুঝার উপায় নেই

১৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: না চাঁদগাজী । করোনা সাথে করে আনুক। আমি করোনা দূর করে দিবো। এমন ভালোবাসা দিবো শত জনমের কষ্ট এক নিমিষে ভুলে যাবে । তৃপ্তির ঢেকুর তোলে বলবে আটটি পাখি।

৩| ১২ ই মার্চ, ২০২০ রাত ৯:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সব কুয়াশা ভেদ করে সত্য একদিন
প্রকাশিত হবেই।

১৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: এটা প্রকাশ্য দিবালোকের মত সত্য । ও কি জানে না। ঢং করে

৪| ১২ ই মার্চ, ২০২০ রাত ৯:৫৯

নেওয়াজ আলি বলেছেন: মনোরম লেখনী ।

১৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।

৫| ১২ ই মার্চ, ২০২০ রাত ১১:০১

ঠাকুরমাহমুদ বলেছেন:



হাজার মনের কাছে প্রশ্ন রেখে
একটি কথাই জেনেছি আমি
পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই।।

তবুও মানুষ করে হৃদয়ের গৌরব
বলে প্রেম সেইতো ফুলে যা সৌরব

আমি বলি মিছে সব মানুষের জন্য।
ফুলের মত মন মানুষের নেই
পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই।।

নিজের হাতের গড়া স্বার্থের শৃংখল
হয়ে গেছে আজতো পৃথিবীর সম্বল
যারা চায় চিরদিন চেয়ে তারা ধন্য
আসলে দেবার কারো কিছু আর নেই
পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই।।
---------------------------------------------------
শিল্পী -১ঃ চিরো সবুজ নায়ক জাফর ইকবাল
শিল্পী -২ঃ সুবীর নন্দী
সুরকারঃ মেখ সাদী খান
---------------------------------------------------

কবিতার জাদুকর সেলিম ভাই,
আশা করি আপনার কবিতার মন্তব্য এই গানে পেয়ে যাবেন। আমার ধারণা ভুল না হলে এটি আপনার প্রিয় গান হওয়ার সম্ভবনা ১০০ তে ১০০। আমারো খুবই প্রিয় গান। এ গানটি প্রথম যিনি ষ্টুডিওতে গান তিনি বাংলা চলচিত্রের চিরো সবুজ নায়ক জাফর ইকবাল, পরবর্তীতে বুলবুল অভিনিত মহানায়ক (১৯৮৫ সন সম্ভবত) ছবিতে জাফর ইকবাল ভাই অভিনয়ে সুযোগ না পেলে গানটি সুবীর নন্দী গেয়ে ব্লকবাস্টার হিট হয়ে যান।

১৫ ই মার্চ, ২০২০ সকাল ১০:০০

সেলিম আনোয়ার বলেছেন: প্রেম আছে প্রেম থাকবে
বাকি সব মরে যাবে
থেমে যাবে আঁধারের কুহেলিকা
অতঃপর আলোকিত হবে সারাবিশ্ব
হৃদয়ে প্রেম নাই যার আসলে সে নিঃস্ব
টাকা পয়সা যাবে না সঙ্গে কবরে
প্রেম যাবে— প্রেম যাবে তো;
প্রার্থনায় দানে মঙ্গল কর্মে
তাই বলি অবশেষে প্রেমই থেকে যায়
প্রেম নয় ব্যর্থতায় প্রেম হবে মিলনে
সঙ্গম সাধনায় বাকি সব উপসর্গ
নিরাময় হয়ে যায় হাওয়ায় মিশে যায়
প্রেম আছে প্রেম থাকবে
বাকি সব উবে যায় কর্পূরের মত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.