|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তাঁকে হত্যার পুরষ্কার—একশত উট
 তবু মনে তাঁর কোন দুঃখ নাই
 তায়েফের ময়দানে তাঁকে উন্মাদ বলে
 মাইলের পর মাইল পথর  ছোড়ে ছোড়ে
 ক্ষতবিক্ষত তাঁর পবিত্র দেহ,
 লেগে গেছে পা—য়ের জুতো
 মাথার পড়ে যাওয়া রক্ত
 জমাটবেঁধে— পায়ের সাথে
 নবী মোহাম্মদ সাইয়েদুল মুরছালিন
 তবু প্রার্থনারত—
 স্রষ্টা যেন করেন তাদের ক্ষমা 
 তিনি চাইলে তায়েফবাসী যেত মরে
 দুই পাহাড়ের কাঁকরে পিষে পিষে
 সেই  ঘটনা আছে সবার জানা ।
 সেই নবীকে যখন বলা হলো
 জন্মভূমি মক্কাশরীফ ছাড়তে হবে তাঁকে
 হৃদয়ে তার অ—নেক বেদনা
 সুপ্রিয় স্বদেশভূমি তোমায় ছেড়ে
 হায় থাকিবো কেমনে?
 অন্যকোথা অন্য কোনখানে।
 দু’চোখ তাঁর ভিজে আসে অশ্রুজলে
 স্ব দেশভূমি তোমায় ছেড়ে দূরে থাকি কি করে ?
 যখন তিনি যাচ্ছেন স্বদেশ ছেড়ে
 পিছন ফিরে মক্কার দিকে তাকিয়ে
 ব্যথাতুর দৃশ্যের হয় অবতারণা
 সুপ্রিয় জন্মভূমি যাচ্ছি আমি চলে হায়!
 আবার আসিবো ফিরে
 আল্লাহ তায়ালার অশেষ কৃপায়
 তোমার ঠিকানায়, 
 ত্রিভূবনের প্রিয় মোহাম্মদ
 দু’চোখে তার অশ্রু ঝরে
 সুপ্রিয় মাতৃভূমি মক্কা 
 তোমায় ছেড়ে দূরে থাকা দায় ।
 ১৪ টি
    	১৪ টি    	 +২/-০
    	+২/-০  ১৫ ই মার্চ, ২০২০  দুপুর ১:১৩
১৫ ই মার্চ, ২০২০  দুপুর ১:১৩
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
২|  ১৫ ই মার্চ, ২০২০  দুপুর ১:২৭
১৫ ই মার্চ, ২০২০  দুপুর ১:২৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবিতার শিরোনাম পড়ে আমি আত্মিকভাবে আনন্দিত হয়েছিলাম।
  ১৫ ই মার্চ, ২০২০  দুপুর ২:১৭
১৫ ই মার্চ, ২০২০  দুপুর ২:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কবিতার শিরোনাম আপনাকে আত্নিক আনন্দ দেয়াতে অনেক ভালো লাগছে । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৩|  ১৫ ই মার্চ, ২০২০  দুপুর ২:১০
১৫ ই মার্চ, ২০২০  দুপুর ২:১০
নেওয়াজ আলি বলেছেন: অনিন্দ্য সুন্দর লেখনী ।
  ১৫ ই মার্চ, ২০২০  দুপুর ২:১৮
১৫ ই মার্চ, ২০২০  দুপুর ২:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
৪|  ১৫ ই মার্চ, ২০২০  দুপুর ২:৩৫
১৫ ই মার্চ, ২০২০  দুপুর ২:৩৫
নৃ মাসুদ রানা বলেছেন: স্বদেশ প্রেম ঈমানের অংশ..
  ১৫ ই মার্চ, ২০২০  বিকাল ৩:০৯
১৫ ই মার্চ, ২০২০  বিকাল ৩:০৯
সেলিম আনোয়ার বলেছেন: শরীরের জন্য মাথা যেমন দ্বীনের জন্য নামায তেমন ।
লা শরিক আল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ । 
৫|  ১৫ ই মার্চ, ২০২০  বিকাল ৩:১৪
১৫ ই মার্চ, ২০২০  বিকাল ৩:১৪
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
  ১৫ ই মার্চ, ২০২০  বিকাল ৩:১৭
১৫ ই মার্চ, ২০২০  বিকাল ৩:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
৬|  ১৫ ই মার্চ, ২০২০  বিকাল ৪:০১
১৫ ই মার্চ, ২০২০  বিকাল ৪:০১
সাগর শরীফ বলেছেন: সুন্দর! দেশপ্রেমটা সবার ভিতরকার বিষয় তো, ফলাও করে দেখানোর কিছু নেই। যার যার জায়গা থেকে নিজ কর্তব্য পালন করলেই দায়িত্বটা সহজ হয় অনেকটা।
  ১৫ ই মার্চ, ২০২০  বিকাল ৪:০৪
১৫ ই মার্চ, ২০২০  বিকাল ৪:০৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
৭|  ১৫ ই মার্চ, ২০২০  বিকাল ৪:১১
১৫ ই মার্চ, ২০২০  বিকাল ৪:১১
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।
  ১৫ ই মার্চ, ২০২০  বিকাল ৪:২৩
১৫ ই মার্চ, ২০২০  বিকাল ৪:২৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা
©somewhere in net ltd.
১| ১৫ ই মার্চ, ২০২০  দুপুর ১:০৫
১৫ ই মার্চ, ২০২০  দুপুর ১:০৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ।