নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কে তুমি পাঠক? তর্জনী ও মুজিব তুমি

১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৫০


কে তুমি পাঠক?
-----------------
কে তুমি পাঠক?
স্থি র দাঁড়িয়ে—করিতেছো পাঠ!
তুমি কী তবে করিতে চাও পাঠ
এমনতরো লেখা ? শুধু একা
তুমি নিরবে দাঁড়িয়ে থেকে ভালোবেসে ইশারায়
তাই বলে দাও ।
তুমি তো জানো তুমি যা চাও
আমিও ঠিক ততটুকু—তোমায় তৃপ্তি দিতে চাই।
জানিগো কলমখানি মোর— তোমার একান্ত অনুরোধ!
আমি কি আর বসে থাকতে পারি
তাইতো লিখে যাই ‘‘বঙ্গবন্ধু— বাংলাদেশ”
তোমায় আমি যে ভালোবাসি তাই ।

উৎসর্গ: শুধু তুমি



তর্জনী

তোমার ঐ তর্জনীর ইশারায়
সকল অপশক্তি যেন ভেঙে চুড়ে যায়;
পাকস্বৈরাচারের ষড়যন্ত্রের সকল নীলনকশা
মাকড়শার পাতা জালের মতো
যেন দূর্বল— ক্ষীণকায়।
তুমি চাইলেই যেন জোয়ার ওঠে ..
তুমি চাইলেই ভাটা ..
বঙ্গবন্ধু-বাংলাদেশ যেন
একই সূত্রে বাঁধা ।

মুজিব তুমি

মুজিব তুমি বধ্যভূমি
সকল স্বৈরাচার পাকহানাদারের,
মুজিব তুমি ভিত্তিভূমি
জাতীয় স্মৃতিসৌধ
দেশমুক্তির সকল বিপ্লব আন্দোলনের,
মুজিব তুমি মায়ার সাগর
সাড়ে সাত কোটি বাঙালির
মুজিব তুমি বাংলা মায়ের সহজ সরল আবেগপ্রাণ সন্তান
মুজিব তুমি অগণিত কাচের মাঝে হীরকের সন্ধান
মুজিব তুমি পৃথিবীর বুকে বাংলাদেশের মানচিত্র
মুজিব তুমি লাল-সবুজ পতাকা, গরীব—দুঃখীর মিত্র ।


মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৫৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: সুন্দর কবিতা। +

১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১০

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।

২| ১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:০৫

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।

৩| ১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন:

১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১৯

সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা কমেন্টে এবং ভালোলাগায় ।

৪| ১৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:


অনুসরণ করার মতো, উনার সঠিক কোন পদক্ষেপ কি আছে? আমরা উনার মতো অবিরল প্রতিবাদ করেই যাচ্ছি; মনে হয়, এটা আমরা উনার থেকে পেয়েছি?

১৯ শে মার্চ, ২০২০ বিকাল ৫:০৪

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ কমেন্ট চাঁদগাজী, আমরা বলবো প্রতিবাদ করবো যা হবার হবে

সাড়ে সাত কোটি বাঙালি
সাড়ে সাত কোটি কম্বল
সুনিয়তি আমারটা কোথায় দয়া করে বল ?

৫| ১৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৩

নেওয়াজ আলি বলেছেন: ,বেশ ভালো লাগলো । ভালো থাকুন।

১৯ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা কমেন্টে এবং ভালোলাগায় ।

৬| ১৯ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১৮

আমি সাজিদ বলেছেন: মাইনাস বাটন আছে ?

১৯ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা কমেন্টে এবং ভালোলাগায় ।

৭| ১৯ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১৯

আমি সাজিদ বলেছেন: আপনি আমার খুব প্রিয় একজন কবি, এই ন্যাশনাল ক্রাইসিসে আপনি এই কবিতা না লেখলেও পারতেন প্রিয় সেলিম ভাই।

১৯ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা কমেন্টে এবং ভালোলাগায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.