|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
 
 
হিজাব
যুদ্ধ বিধ্বস্ত ধ্বংস স্তূপের নিচে
চাপা পড়া মৃতপ্রায় মেয়েটি —
নিশ্চুপ থাকে না মুখফোটে ওঠে বলে,
মুখে তার নেই হিজাব গায়ে কাপড় 
তাই তার একান্ত অনুরোধ
ছবি যেন না তোলে ।
অভিযোগ
সিরিয়ার নিষ্পাপ শিশুটি খুব তার অভিযোগ
তাদের কি নাই কোন ডর?
আল্লাহার কাছে সে— সবকিছু  দিবে বলে
কেন এত অত্যাচার, তাদের উপর? 
  
 
গোধূলির অস্তরবি
করোনায় আক্রান্ত মৃতপ্রায় বাবা
ছেলে তার ডাক্তার গণচীনে— খুব নামকরা,
বাবার আবদার আরো একবার 
গোধূলির আলোয় সূর্য ডোবার
দৃশ্যটি দেখার,
হতে পারে এই তার— শেষ অস্তরবি দেখা
ছেলে তার নিয়ে গেছে তাঁরে  খোলা আকাশের নীচে
ঘরের বাহিরে; সারা দেহ ঢাকা তাঁর— 
যেন হিজাবে মুখ ঢাকা সিরিয়ার— অত্যাচারিত নারিটা।
মুগ্ধ চোখে চেয়ে রয়েছেন বাবা— 
দেখছেন গোধূলির আলোয় অপূর্ব লাল টকটকে সূর্য,
সূর্যটা ডোবে যায়— পশ্চিমের আকাশে
অতঃপর বাবাটা মরে যায়—
অপরূপ রূপতার গায়ে মেখে
তা্ই সীমাহীন বেদনা পুত্রের বিষন্ন মনে
স্বান্তনা একটাই বাবা তার রেখেছে দু’চোখ অপরূপ রূপটায়
গোধূলির আলো মেখে —সূর্যটা ডো্বে গেছে;
বাবাটা সূর্যইতো ছিলো— ছেলেটার জীবনে
সে সূর্যটা  হায় ডুবে গেছে আজ
মাথার উপরে তার—এক বিশাল শূণ্য আকাশ
তিমির আঁধারে,  ছুমছাম নিরবতা চারিপাশ
রাতের আঁধার কেটে আবারো উঠিবে রবি— ভোরে,
তবু বাবা তার মেলবে না দুচোখ  আর কোনদিন
অনন্ত আগ্রহে অস্ত রবি প্রেমে,
জীবনটা যেন তার অঘোর আঁধারে।
  
 
ভয় নাই ! ভয় নাই!!
জীবনটা অনেক সুন্দর—
 জীবনে মৃত্যু আছে তাই
 ক্ষণিকের ধরণিতে মানুষ আর ক’দিন বাঁচে
 তাইতো জীবনটাকে —সাজাতে হয়
 সুন্দর একটা মৃত্যুর জন্য,
 সেই জীবন কতোই না সুন্দর! 
 যেন এক রক্তগোলাপ সদ্য প্রস্ফুটিত
 যে জীবন উৎসর্গকৃত
বিশ্বমানবতার সেবায় মহান স্রষ্টার অশেষ কৃপায়,
 চলো ওগো হই নিবেদিত তাই জীবের সেবায়
 মহান স্রষ্টার সন্তুষ্টি লাভের আশায় ।
 ক্ষণিকের পৃথিবীতে চিরস্থায়ী নেই কিছু
 তাই বলি চলো সকলে হই নিবেদিত—মানবতার কল্যাণে ।
 টাকা কড়ি সোনাদানা— সঙ্গে তো কেউ যাবে না 
 যাবে শুধু ঈমান আর আমল,
 কোন ভয় নেই কঠিন হাশরের দিনে
 আদর্শ যার নবী মোহাম্মদ,
 লা শরিক আল্লাহ মুখে তার জিকির—একাগ্র মনে,
 ভয় নাই ভয় নাই—সেই সব জীবনে
 সফল সমাপ্তি তাঁর, সুন্দর মরণে ...
   
 
 ১০ টি
    	১০ টি    	 +০/-০
    	+০/-০  ১৯ শে মার্চ, ২০২০  দুপুর ২:১৩
১৯ শে মার্চ, ২০২০  দুপুর ২:১৩
সেলিম আনোয়ার বলেছেন: আপনি ভালো থাকুন । মজলুমের ফরিয়াদ চলে যায় আল্লাহর দরবারে !!!
২|  ১৯ শে মার্চ, ২০২০  দুপুর ২:২২
১৯ শে মার্চ, ২০২০  দুপুর ২:২২
নেওয়াজ আলি বলেছেন: খুব সুন্দর হয়েছে
  ১৯ শে মার্চ, ২০২০  দুপুর ২:২৮
১৯ শে মার্চ, ২০২০  দুপুর ২:২৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৩|  ১৯ শে মার্চ, ২০২০  বিকাল ৩:০৩
১৯ শে মার্চ, ২০২০  বিকাল ৩:০৩
তারেক ফাহিম বলেছেন: সবগুলোই ভালো হয়েছে।
লা শরিক আল্লাহ মুখে তার জিকির—একাগ্র মনে,
ভয় নাই ভয় নাই—সেই সব জীবনে
সফল সমাপ্তি তাঁর, সুন্দর মরণে ...  তাই যেন হয়। 
  ১৯ শে মার্চ, ২০২০  বিকাল ৪:৫৯
১৯ শে মার্চ, ২০২০  বিকাল ৪:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
এটাই আমার সেরা কবিতা। দেখি লোকে কি বলে ।
৪|  ১৯ শে মার্চ, ২০২০  বিকাল ৩:১৪
১৯ শে মার্চ, ২০২০  বিকাল ৩:১৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বর্তমান, বাস্তবতা এবং ধর্ম সবগুলোই কবিতায় ঠাঁই পেয়েছে। ভালো লাগা।
  ১৯ শে মার্চ, ২০২০  বিকাল ৪:৫৯
১৯ শে মার্চ, ২০২০  বিকাল ৪:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৫|  ১৯ শে মার্চ, ২০২০  বিকাল ৩:৪৩
১৯ শে মার্চ, ২০২০  বিকাল ৩:৪৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনি ভালো থাকুন । মজলুমের ফরিয়াদ চলে যায় আল্লাহর দরবারে !!! 
ভালো। 
  ১৯ শে মার্চ, ২০২০  বিকাল ৫:৩৯
১৯ শে মার্চ, ২০২০  বিকাল ৫:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা আপনার জন্য
©somewhere in net ltd.
১| ১৯ শে মার্চ, ২০২০  দুপুর ২:০৬
১৯ শে মার্চ, ২০২০  দুপুর ২:০৬
রাজীব নুর বলেছেন: কবিতা, সূরা করোনা থেকে বাঁচাতে পারবে না।
সাবধান থাকতে হবে এবপ্নগ সচেতন থাকতে হবে।