নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তেমনি করে আমার এই হৃদয়ে

২৪ শে মার্চ, ২০২০ দুপুর ২:৩২

কোভিড নাইনটিন যায়না দেখা
তবুতো আছে— প্রবল পরাক্রমে,
অদৃশ্য থেকে এক ঘরে করে রেখেছে
যেন গোটা পৃথিবীর— অগণিত মানুষ
কারণ ওভাবেই মুক্তি মানুষের— ওগো মোর প্রিয়তমা,
অঘোষিত অবস্থান ধর্মঘট যেন করোনার নির্দেশে
অমান্য করিলে নিশ্চিত শাস্তি মৃত্যুর কড়াল গ্রাসে।
বিচক্ষণ যারা বাধ্যগত সন্তানের মতো
হোম কোয়ারেন্টাইনে বসে থাকে
প্রয়োজনে নির্দ্বিধায় যাবে আইসোলেশনে।
ভাইরাসতো ক্ষুদ্রতম সৃষ্টি যায় না দেখা— খালি চোখে
চলার পথে জনসমাগমে হাটে বাজারে;
তবুতো আছে —প্রচন্ড পরাভবে
স্রষ্টাও তেমনি আছেন অদৃশ্য থেকে
কুন ফাইয়াকুনের মালিক হয়ে
তেমনি করে প্রগাঢ় ভালোবাসা আছে
— আমার এই হৃদয়ে
ওগো মোর নিরুপমা তোমার জন্যে তা সযতনে রাখা।
তাই আমাকেই করো গ্রহণ স্পর্শে চুম্বনে সঙ্গমে
আমি কৃষ্ণ তুমি রাধা ক্ষণিকের এই চরাচরে
শাশ্বত এক প্রেমে— অটুট বন্ধনে


মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৪:২৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।

২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

২| ২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৪৩

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.