নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
হোমকোয়ারেন্টাইন
_____________
আমরা ঘরে বসে থাকি —আমরা ঘর পরিচ্ছন্ন রাখি,
দেশের জন্য দশের জন্য— দ্বাররুদ্ধ করে দিয়ে,
বিশ্বমানবতার সেবায়—আমরা ঘরে বসে থাকি ।
আমরা মুঠোফোনে— নেই খবর,
আমরা পরস্পরের সাহস জুগাই;
বেঁচে থাকার স্বপ্ন দেখাই
আমরা চুপচাপ ঘরে বসে থাকি।
ভালোবেসে তোমায় কাছে ডাকি
যদি কাছে পাই!
তোমার ফাটল থেকে প্রেরণা লেহন করি
জানি মন ভাল নাই,
টক জাতীয় ফলমূল খেয়ে
আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই ।
আমরা ঘরে বসে থেকে থেকে ভাবি
করোনা মহামারী থেকে আশু মুক্তির উপায়!
আমরা প্রার্থনা করি, সবাই যেন
বেঁচে থাকি মোকাবেলা করি—যেন না ডরাই ;
বিশেষ করে আমি
তোমায় কাছে যেন পাই—অপার ভালোবাসায় ।
গণহত্যা দিবস
_____________
পঁচিশে মার্চ ভয়াল কালো রাত
মেতে ওঠে যেন নারকীয় তান্ডবে;
অপারেশন সার্চ লাইট হয় সংঘটিত
বিশ্বের মানচিত্র থেকে
ঘুমন্ত বাংলার নাম চিরতরে মুছে দিতে।
বাংলার বুক তাই হয়েছিল
ক্ষতবিক্ষত— রক্ত স্নাত!
নির্বিচারে ইতিহাসের বর্বরোচিত সেই গণহত্যা
আজও যেন জেগে ওঠে —
বাঙালির স্মৃতির মানসপটে ।
সেদিন বাংলার আকাশ কেঁপে ওঠে
বাংলা মা কাঁদে— বঙ্গবন্ধু গ্রেফতার
বঙ্গবন্ধু নাই রূদ্ধকন্ঠ— তাই দুখিনী বাংলার।
পাক হানাদার স্বৈরাচার
রক্ত খেকো ড্রাকুলা নৃশংসতম বর্বরতায়
বাংলা মায়ের কোল রিক্ত নিঃস্ব করে,
তিমির আঁধারে মজলুমের ফরিয়াদ সেদিন
স্রষ্টার কাছে যেন পৌঁছে যায় এক নিমিষে।
একটি কলোরাত— একটি দীর্ঘ শ্বাস
অসীম বেদনা হয়ে যেন
বাংলার ঘরে ঘরে বার বার ফিরে আসে।
-------------------------------------------
২৫ শে মার্চ ১৯৭১ কালরাতে নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।
২৫ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
২| ২৫ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৫১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার কবিতা।
২৫ শে মার্চ, ২০২০ বিকাল ৫:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৩| ২৫ শে মার্চ, ২০২০ বিকাল ৫:০৫
নেওয়াজ আলি বলেছেন: অনুপম কবিতা
২৫ শে মার্চ, ২০২০ বিকাল ৫:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৪| ২৫ শে মার্চ, ২০২০ রাত ৮:১৩
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,
সময়োপযোগী কবিতা।
করোনা ও গণহত্যা। একটিতে মানুষ মরছে প্রকৃতির কারনে আর একটিতে মানুষ মরেছে কিছু বর্বর মানুষের জিঘাংসায়!
তবে দ্বার রূদ্ধ করে দিয়ে নিজেকে হোমকোয়ারেন্টাইন রেখে, ভালোবেসে কাছে পাওয়ার ইচ্ছেটা কেন হলো? করোনা ছড়াবে তো....
আজকের রাতটি একটি কালোরাত ------ একটি দীর্ঘশ্বাস!
৫| ২৫ শে মার্চ, ২০২০ রাত ৯:০৩
নায়লা যোহরা বলেছেন: কবিতাটি সুন্দর হয়েছে।
৬| ২৫ শে মার্চ, ২০২০ রাত ৯:০৩
ঢাবিয়ান বলেছেন: সচেতন থাকি এবং ন ডরাই , এই মনোবলটাই জরুরী এখন
৭| ২৫ শে মার্চ, ২০২০ রাত ১০:১৩
রাজীব নুর বলেছেন: দূর্দান্ত।
৮| ২৬ শে মার্চ, ২০২০ সকাল ১১:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: @আহমেদ জিএস কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। আমরা যেন করোনা থেকে মুক্তি লাভ করি। আজকের এই দিনে আমরা স্বাধীনতা লাভ করে ছিলাম। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইলো আপনার জন্য।
৯| ২৬ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: @ নায়লা যোহরা কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
১০| ২৬ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: @ঢাবিয়ান যথার্থ বলেছেন অনেক ধন্যবাদ কমেন্টে।
১১| ২৬ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: @রাজীব নুর কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানাই।
©somewhere in net ltd.
১| ২৫ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে