নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তুমি আসলে তাই প্রশান্তি এলো প্রাণে,
তুমি আসলে তাই আনন্দের সীমা নেই
এইখানে।
তুমি আসলে যেন অনন্ত যৌবনে
অতীত গ্লানি সব যেন যাই ভুলে
ভালোবাসি শুধু তোমাকেই ,
তুমি ছাড়া আর কিছু নেই
কেহ নেই সোনাপাখি, এই প্রাণপাখি সপেছি
শুধু তোমাকেই
তুমি থাকলেই যেন স্বর্গ
তুমি থাকলে কোন ব্যথা নেই, নেই নেই।
মনে হয় এ জীবনে সবই আছে..
প্রখর রৌদ্রে সুশীতল ছায়া শুধু তোমাতেই।
তুমি থাকলেই কবিতা প্রেম হয়ে আসে কলমে
এই কলম যেন নিবেদিত শুধু তোমাতেই
লও মোর কলম,
ভালোবেসে গ্রহণ করো তারে,
অনন্ত যৌবনে, ভুলে যাও অতীতের সব ভুল।
স্মৃতির এলবামে চেয়ে দেখো রাশি রাশি ফুল অপ্রগলভ প্রেমে
শুধু আমাকেই সেথা পাবে।
তুমি আসলে তাই প্রশান্তি লাগে বুকে,
তোমায় আমি
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি
এই কথাটি রেখো মনে
প্রকাশ্যে গোপনে সবখানে
এই জীবনে শুধু তুমি।
২| ২৬ শে মার্চ, ২০২০ রাত ৯:১৯
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা আপনার জন্য।
৩| ২৬ শে মার্চ, ২০২০ রাত ৯:২২
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,
কবিতাটি পড়ে মনে হলো এই গানটি গুনগুন করাই যায় ----
"তুমি এলে,
অনেকদিনের পরে যেন বৃষ্টি এলো................"
৪| ২৬ শে মার্চ, ২০২০ রাত ৯:২৬
সেলিম আনোয়ার বলেছেন: ও আসলেই এরকম করোনা মহামারী সব ভুলে যাই
। সত্যি বৃষ্টি আসতে পারে। গত দিন বাংলাদেশে নতুন কেউ আক্রান্ত হয় নি । মনে হয় ওর আগমনে।
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা শ্রদ্ধেয় আহমেদ জী এস।
৫| ২৬ শে মার্চ, ২০২০ রাত ১০:০৭
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর উপস্থাপন ।
৬| ২৬ শে মার্চ, ২০২০ রাত ১০:২৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবারই একজন সে থাকে!
আর সে আসে বলেই
মনের বনে কোকিল ডাকে
তা্ইতো নিজে জ্বলি তাকে জ্বালাই।
ধন্যবাদ আনোয়ার ভাই
এক কথায় তুলনা নাই।
৭| ২৬ শে মার্চ, ২০২০ রাত ১০:৩৬
কূকরা বলেছেন:
৮| ২৭ শে মার্চ, ২০২০ দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে আন্তরিক দন্যবাদ জানাই।
৯| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৪:১৬
সেলিম আনোয়ার বলেছেন: @নেওয়াজ আলী ধন্যবাদ।
১০| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৪:১৭
সেলিম আনোয়ার বলেছেন: @নূরু ভাই চমৎকার কমেন্। অসংখ্য ধন্যবাদ।
১১| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৪:১৮
সেলিম আনোয়ার বলেছেন: @ কূকরা ধন্যবাদ।
১২| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৪:১৮
সেলিম আনোয়ার বলেছেন: @রাজীব নূর ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৬ শে মার্চ, ২০২০ রাত ৯:১৭
রাজীব নুর বলেছেন: সুন্দর।