নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সখিগো খেলিবো প্রেমের খেলা!!!

২৭ শে মার্চ, ২০২০ রাত ৯:২৩

সখিগো খেলিবো প্রেমের খেলা,
কোথায় তুমি, কোন অজানায়?
কোথায় তুমি? খুঁজি তোমায়!
সখিগো কেটে যায় যে বেলা,
কর্পূরের মতো উবে, যেন এক নিমিষে
জীবন কাফেলা তুমি ছাড়া
যেন অসীম শূন্যতায়, তুমি কি বুঝোনা?
তোমার কী তবে নেই কোন অনুভব,
জৈবিক তাড়না? তবে কেন চাঁদ ওঠে?
তবে কেন সাগরের বুকে জোয়ার ওঠে?
তুমি কি সোয়াচ অফ নো গ্রাউন্ড
বঙ্গোপসাগর এ বুকে এতো পলি
ফেলে নদী তবু দ্বীপ জাগেনা,
তবুও তো পদ্মা মেঘনা যমুনা মিছে না।
আশার প্রদীপ জ্বেলে এই জীবনে
ওগো মোর নিরুপমা অপ্সরা রূপে
তুমি এসে পূর্ণ করো, ওগো মোর সাধনা।
জীবনটা তো অনেক ছোট
লজ্জা তুমি করোনা
ওগো তুমি বলে দাও তুমি শুধু আমার
তারপর তৃপ্তির ঢেঁকুর তুলে
অযাচিত সব ভুলে যাও ;
আমাকে আই লাভ ইউ বলে দাও!
তোমাকে ভালোবাসি আমি সাগর সমান
তুমি শুধু বুঝে নিও হিসেব কড়ায় গন্ডায়,
তুমি আমি সোনায় সোহাগা
ভালোবেসে তাই সমানে সমান।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২০ রাত ১০:৫৮

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লিখেছেন। +

২| ২৭ শে মার্চ, ২০২০ রাত ১১:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।

৩| ২৮ শে মার্চ, ২০২০ রাত ১২:৩৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

৪| ২৮ শে মার্চ, ২০২০ রাত ১২:৪১

সেলিম আনোয়ার বলেছেন: @ রাজীব নুর ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.