নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

চলো একসাথে দূরে থেকে আমরা সবাই বাঁচি

২৮ শে মার্চ, ২০২০ সকাল ৮:৩৯

একসাথে দূরে থাকি,
চলো দূরে থেকে সবাই বাঁচি,
মাত্র তো ক'টা দিন
অদৃশ্য শত্রু করোনা ভাইরাস
তাতে হয়ে যাবে লীন,
আবারো উত্তাল মার্চে
ঘরে ঘরে দুর্গ গড়ে
চলো সবাই একসাথে তার মোকাবেলা করি
চলো সবাই মিলে একসাথে দূরে থেকে
আমরা সবাই বাঁচি,

হতে হবে না সন্ন্যাসী অথবা গৌতম বুদ্ধ
খুব বেশি দিন নয় মাত্র দিন চৌদ্দ।
তবে ই মেলে যদি মুক্তি
পরস্পর সংস্পর্শে এলে আছে যে
সকলের প্রাণ নাশের সংশয়
শুধু ঘরে ঘরে দুর্গ গড়ে তুলে
সামাজিক দূরত্ব বজায় রেখে
আমাদের আবারো হবে জয়।
এবারের শত্রুরা পাকহানাদার নয়
এবারের শত্রুরা অদৃশ্য
একাত্তরের মতো দৃশ্যমান নয় ।

তাই এবার আর লাগিবে না অস্ত্র
এবার শুধু সচেতন হয়ে
ঘরে ঘরে কোয়ারেন্টাইন গড়ে
আমরা সবাই হতে পারি সূচিশুদ্ধ
মাত্র তো ক'টাদিন তবেই মিলিবে মুক্তি
সংক্রামক মরণব্যাধি করোনা থেকে
এবারের সংগ্রাম বেঁচে থাকার,
এবারের সংগ্রাম বিশ্ব মানবতার,
এবারের সংগ্রাম একসাথে দূরে থেকে
মনে মনে কাছে থাকিবার
তবেই আসিবে বিশ্ব মানবতার বিজয়।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০২০ সকাল ৮:৫৯

নেওয়াজ আলি বলেছেন: দারুণ লেখা

২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৩:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।

২| ২৮ শে মার্চ, ২০২০ সকাল ৯:৫৬

হাসান কালবৈশাখী বলেছেন:
এবারের সংগ্রাম বেঁচে থাকার,
এবারের সংগ্রাম বিশ্ব মানবতার,
এবারের সংগ্রাম একসাথে দূরে থেকে
মনে মনে কাছে থাকিবার
তবেই আসিবে বিশ্ব মানবতার বিজয়।

খুব সুন্দর উদ্দিপনামুলক কাব্য। খুব দুর্দান্ত লিখেছেন বস।

২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৩:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।

৩| ২৮ শে মার্চ, ২০২০ সকাল ১০:৫২

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন।

২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৩:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।

৪| ২৮ শে মার্চ, ২০২০ সকাল ১১:২৯

সেলিম আনোয়ার বলেছেন: হোম কোয়ারেনটেনে উদ্বুদ্ধ করতে এই লেখা। যারা আর কিছু পারবে না তারা শুধু ঘরে বসে এই মহামারী বিস্তার রোধে ভূমিকা রাখতে পারে।

৫| ২৮ শে মার্চ, ২০২০ দুপুর ১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: @ নেওয়াজ আলী , কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।

৬| ২৮ শে মার্চ, ২০২০ দুপুর ১:৪৮

নীলসাধু বলেছেন: এই মুহূর্তে অনেক যায়গা থেকে আসা ফান্ড ডিস্ট্রবিউশানের জন্য নিম্নের জিনিসগুলো খুব তাড়াতাড়ি লাগবে;

< বাজারের ব্যাগ – ৫০,০০০ (১৫ কেজি জিনিস ধরে এমন)
< কাগজের ঠোঙ্গা – ১৫০,০০০ (১ কেজি জিনিস ধরে)
< খাবারের বক্স, মিষ্টির বক্স – ৫০,০০০
< প্লাস্টিক কিংবা রাবার বুট – ২০০
< প্রাইভেট কার – ৩টা (ভাড়া দেয়া হবে)

... কারো যদি সামর্থ্যে বা আয়ত্তে থাকে এগুলোর কিছু একটা দেয়ার তাহলে প্লিজ 01878116234 বা 01878116232 নম্বরে জানান

অথবা ইমেইল করুন [email protected]

২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৩:১৭

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগের বাহিরেও আপনার বার্তাখানি পৌছে দিলাম। প্রার্থনা থাকলো আপনারা যেন সফল হোন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.