নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তুমি আমি অবিচ্ছেদ্য এক সত্তা যেন অমোঘ প্রেমে

২৯ শে মার্চ, ২০২০ সকাল ১১:২২

তোমার আমার এই সব প্রণয়,
শুধু কেন যে প্রলম্বিত হয়,
এখন তো অনেকের জীবন পনের দিনের
জীবনের দৈর্ঘ্য টা তুমি এমনই ধরে নিতে পারো,
কখন কার জীবনের বিদায় ঘন্টা বেজে যায় কে জানে?
তুমি কী ধৈর্য্য ধরিবে আরও?
তুমি কি যাচাই করিবে আরও?
প্রতীক্ষার পাল তুলে হয়ে আরও মরোমরো
ক্রমাগত প্রেম তুচ্ছ করে গরল পান করে
ছলনা তুমি করিতে পারো এবার ছাড়ো,
আমি শুধু এটুকু চাই তুমি যেন ছলনা করে
মৃত্যুটাকে এড়িয়ে যেতে পারো,
আমাকে ভালোবাসিবে তাই
কবিতা লিখে ডাকি থাকিগো তোমার অপেক্ষায়,
তবুও তুমি নিরুত্তর নিরুপমা
তুমি কি তবে সর্বংসহা পৃথিবী হতাশার তরজমা
সবটুকু প্রেম ছিনিয়ে নিয়ে ভস্ম করে,
শুধু ভাসিয়ে দিতে পারো গঙ্গাজলে
নাকি তুমি মানবী রক্ত মাংসের শরীরে গড়া!
মৃত্যু শাসিত এই জীবনে তুমি আমি দুজনে
আজ মরণ উপত্যকায় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে।
এইসব মানবিকতা এই সব নিষ্ঠুরতা
তারই দোলাচলে দোলে ওঠে,
যেন জীবন নামের রঙিন পর্দাটা,
পর্দার আড়ালে আসল সত্যটা
তোমার আমার প্রেমের মগ্নতা ,
স্বপ্নের ক্যানভাসে ।
শিল্পীর রং তুলিতে যেন হয় আঁকা
নগ্ন আমি নগ্ন তুমি নগ্ন মগ্ন প্রেম আড়ালে ঢাকা
অপার মুগ্ধতা রতির সুখ সুখের আবেশ বিষন্নতা দূর বনবাসে
দারুন মায়ায় ডাকি তোমায় ,
চুপ থাকা কি তোমার শোভা পায়
এমন প্রেমে? সবার চোখে যমদূতের ছায়া;
মৃত্যু ভয় ,এমন সময় করোনা আর অপচয়,
আমার প্রেমেই স্বার্থকতা কবিতা হয়ে
টিকে রয় , এখনো নয় কখনো নয়
এমন প্রেমের কখনো কি আর মৃত্যু হয়!
ভয় করো না লক্ষিটি আমার প্রেমের পক্ষিটি
এই লও আমার কলম মুদো আঁখি সোনাপাখি
এভাবেই লেখা হয় এভাবেই সেই কবিতা
ভালোবাসা যাতনা নয় ভালোবাসা সুখ পাখি
পাখির দুটি ডানা একটি তুমি আরেকটি আমি
তুমি আমি অবিচ্ছেদ্য এক সত্তা যেন অমোঘ প্রেমে।



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০২০ সকাল ১১:৫১

রাজীব নুর বলেছেন: চমৎকার শব্দের বুনন।

২| ২৯ শে মার্চ, ২০২০ দুপুর ১২:০৬

সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর ১৩০০ পোস্টে ১ম কমেন্ট অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা । এই কবিতা দিয়ে ই পূর্ণ হলো শতক। কৃতজ্ঞতা সুপ্রিয় শায়মা হক।

৩| ২৯ শে মার্চ, ২০২০ দুপুর ১২:১৯

কালো যাদুকর বলেছেন: মৃত্যুর পারে এসে
শান্তিতে মরতে দাও,
একটু ছায়ানিড়ে
তোমার কোলে মাথা রেখে,
তোমার চোখে চোখ রেখে।

এতোগুলো লিখা লিখলেন কিভাবে, কবিকে অভিনন্দন।

৪| ২৯ শে মার্চ, ২০২০ দুপুর ১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কালো যাদুকর
জানি না কেমনে
তবুও গেল প্রেম
অনন্ত যৌবনে
ও কি জানতে পেরেছিল তবে
এমন ই হবে
আমার তরী পৌঁছে যাবে
কাঙ্ক্ষিত ঠিকানায়
তার অনুপ্রেরণায়
কোন এক মহেন্দ্র ক্ষণে।

৫| ২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৩:০৮

নেওয়াজ আলি বলেছেন: আমি তোমাকে নিয়ে জাপ দিতে চাই মরণ সাগরে। তবে সেই মরণের স্বাধীনতা চাই।

৬| ২৯ শে মার্চ, ২০২০ রাত ১০:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলী কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.