|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তুমি শুধু আমারই  অনেক ভালোবেসে!!!
__________________________________
সোনার মেয়ে বলিনি তো
আমি ঘোড়া লম্বা এক রেসের
বলেছি তো   আমি শুধু ধূলিকণা
তোমার চলার পথের , 
তুমি নগ্ন পায়ে হেঁটে 
আমায় ছুঁয়ে দেবে, 
তাতেই আমার প্রাপ্তিযোগ হবে ,
তুমিই তো তবু গন্তব্য নির্ধারণ করে দিলে
তোমার প্রেমের কোমল পদ্মাসনে
যোগ্য করে তবেই আমাকেই বসাবে ,
আমি শুধু চলার পথের সঙ্গী হতে চেয়ে
সুদীর্ঘ এক পথ চলা হলো,
প্রিয়তমাগো তোমায় সাথে নিয়ে।
একে একে অনেক কবিতা হলো
শুধু তোমায় ভালোবাসতে গিয়ে।
এখন তো সমুখের ঐ আরশিটাও বলে বসে
তুমি শুধু আমারই  অনেক ভালোবেসে।
 ১০ টি
    	১০ টি    	 +০/-০
    	+০/-০২|  ৩০ শে মার্চ, ২০২০  রাত ১:২০
৩০ শে মার্চ, ২০২০  রাত ১:২০
সেলিম আনোয়ার বলেছেন: আপনার মন ভালো হয়ে যাক। বর্তমান সময়টা বৈশ্বিক ক্রান্তিকালে করোনা মোকাবেলায় মানুষের ব্যর্থতা সীমাবদ্ধতা নির্বুদ্ধিতা আমাকে ও পীড়া দেয়।
৩|  ৩০ শে মার্চ, ২০২০  রাত ১:৫৭
৩০ শে মার্চ, ২০২০  রাত ১:৫৭
কাছের-মানুষ বলেছেন: কবিতা ভাল হয়েছে। শব্দচয়ন এবং সাবলীলতা লক্ষণীয় কবিতায়।
আমি মুগ্ধ।  
৪|  ৩০ শে মার্চ, ২০২০  রাত ২:১৫
৩০ শে মার্চ, ২০২০  রাত ২:১৫
সেলিম আনোয়ার বলেছেন: কাছের মানুষ কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা রইল আপনার জন্য।
৫|  ৩০ শে মার্চ, ২০২০  রাত ৩:১৫
৩০ শে মার্চ, ২০২০  রাত ৩:১৫
শের শায়রী বলেছেন: কবি ইদানিং কেন যেন মৃত্যুকেই ভালোবাসতে ইচ্ছা হয়।
৬|  ৩০ শে মার্চ, ২০২০  ভোর ৬:৪৪
৩০ শে মার্চ, ২০২০  ভোর ৬:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় শ্রদ্ধেয় শের শায়েরী আমরা করবো জয় একদিন।
কবিতা হয়ে যাক
একদিন বিজয় মিছিল হবে
___________________
একদিন বিজয় মিছিল হবে
সামাজিক দূরত্ব বজায় রেখে থেকে
কোভিড নাইনটিন এর সাথে
আমরা সবাই লড়াই চালিয়ে যাব।
প্রয়োজনে ঘরে ঘরে  হোমকোয়ারেন্টাইন
দূর্গ গড়ে তুলে দিয়ে আমরা সবাই লড়বো,
আমরা সবাই স্পর্শের বাহিরে গিয়ে
প্রয়োজনে আইসোলেশনে থেকে
কোভিড নাইনটিন মুক্ত বিশ্ব গড়ার সুদৃঢ় প্রত্যয়ে
প্রাণপণ বেঁচে থাকার 
লড়াই চালিয়ে যাব।
কোভিড-১৯ ঝেঁটিয়ে বিদায় করে
আবারো একাত্তরের মতো ঐক্যবদ্ধ হয়ে
একে একে বাংলাদেশের সব এলাকায়
করোনা মুক্তাঞ্চল সুনিশ্চিত করে
সমগ্র বাংলাদেশ আমরা করোনা মুক্ত করবো।
আরেক বিজয় দিবস সম্মিলিত প্রচেষ্টায়
আমরা সবাই আনবো,
প্রয়োজনে একাত্তরের মতো 
শেষ রক্ত ফোঁটা দিয়ে 
আমরা সবাই লড়াই চালিয়ে যাবো,
একদিন বিজয় মিছিল হবে
বিশ্ব মানবতার বিজয় একদিন হবে
প্রিয়তমা একদিন আমাদের মানব ভ্রূণ পরিপুষ্ট হয়ে
অভিষ্ট লক্ষ্যে ঠিকই পৌঁছে যাবে
সবার মুখে মুখে তার স্তূতি পাঠ হবে
একদিন তোমার আমার বিজয় মিছিল হবে
বিশ্বমানবতার বিজয় যে আসন্ন।
প্রয়োজনে লকডাউন শেষ পর্যন্ত
সামাজিক দূরত্ব সুনিশ্চিত করে
আমরা লড়াই চালিয়ে যাবো
করোনা ভয় করোনা মনে রেখো বল
একদিন আমরা করবো জয় নিশ্চয় !!
৭|  ৩০ শে মার্চ, ২০২০  সকাল ৮:৫৬
৩০ শে মার্চ, ২০২০  সকাল ৮:৫৬
নেওয়াজ আলি বলেছেন: প্রাঞ্জল শব্দের অলংকরণ।
৮|  ৩০ শে মার্চ, ২০২০  সকাল ১১:৪৩
৩০ শে মার্চ, ২০২০  সকাল ১১:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলী কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
৯|  ৩০ শে মার্চ, ২০২০  দুপুর ১:২৭
৩০ শে মার্চ, ২০২০  দুপুর ১:২৭
রাজীব নুর বলেছেন: কবিতা সব অবস্থায় পড়া যায়।
কবিতা মানুষের মনকে সুন্দর করে। নরম করে।
১০|  ৩০ শে মার্চ, ২০২০  রাত ৯:০৫
৩০ শে মার্চ, ২০২০  রাত ৯:০৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
©somewhere in net ltd.
১| ৩০ শে মার্চ, ২০২০  রাত ১:১৪
৩০ শে মার্চ, ২০২০  রাত ১:১৪
চাঁদগাজী বলেছেন:
মন ভালো নেই, আজকাল আপনার কবিতা পড়া হচ্ছে না প্রায়ই