নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

জানপাখি একদিন বিজয় মিছিল হবে !!!

৩০ শে মার্চ, ২০২০ সকাল ১১:৩৬

জানপাখি!!!
________

সোনাপাখি,
আমায় ভালোবেসে
তুমি গতরাতে হয়েছিলে রাতজাগা পাখি,
ভালোবেসে তাই তো তোমায় আমি জানপাখি
বলে ডেকে থাকি,
সোনার মেয়ে রাত্রিশেষ____ মুদো ও আঁখি
অতঃপর গভীর নিদ্রা যাও প্রশান্তির নূপুর পায়ে
তাতে কী? সেখানেও পাবে শুধু এই আমাকেই
দেখিবে আমরা দু'জন সেথা প্রেমে মাখামাখি।
সোনার মেয়ে এই জীবনে ভরা বসন্ত যেন
ওগো তোমার উপস্থিতি, ঘুম ভেঙে তুমি দেখিবে
আমাকেই, আমি কবিতা লিখি;
প্রেমের দর্পণে শুধু তোমায় আমি দেখি।
অনন্ত যৌবনা তুমি পাহাড় নদী সাগর
সততা ব্যস্ত সেথা আমি দূরন্ত যাযাবর।

একদিন বিজয় মিছিল হবে
___________________
একদিন বিজয় মিছিল হবে
সামাজিক দূরত্ব বজায় রেখে থেকে
কোভিড নাইনটিন এর সাথে
আমরা সবাই লড়াই চালিয়ে যাব।
প্রয়োজনে ঘরে ঘরে হোমকোয়ারেন্টাইন
দূর্গ গড়ে তুলে দিয়ে আমরা সবাই লড়বো,
আমরা সবাই স্পর্শের বাহিরে গিয়ে
প্রয়োজনে আইসোলেশনে থেকে
কোভিড নাইনটিন মুক্ত বিশ্ব গড়ার সুদৃঢ় প্রত্যয়ে
প্রাণপণ বেঁচে থাকার
লড়াই চালিয়ে যাব।
কোভিড-১৯ ঝেঁটিয়ে বিদায় করে
আবারো একাত্তরের মতো ঐক্যবদ্ধ হয়ে
একে একে বাংলাদেশের সব এলাকায়
করোনা মুক্তাঞ্চল সুনিশ্চিত করে
সমগ্র বাংলাদেশ আমরা করোনা মুক্ত করবো।
আরেক বিজয় দিবস সম্মিলিত প্রচেষ্টায়
আমরা সবাই আনবো,
প্রয়োজনে একাত্তরের মতো
শেষ রক্তফোঁটা দিয়ে আমরা সবাই
লড়াই চালিয়ে যাবো,
একদিন বিজয় মিছিল হবে
বিশ্ব মানবতার বিজয় একদিন হবে
প্রিয়তমা একদিন আমাদের ভ্রূণ পরিপুষ্ট হয়ে
অভিষ্ট লক্ষ্যে ঠিকই পৌঁছে যাবে
সবার মুখে মুখে তার স্তূতি পাঠ হবে
একদিন তোমার আমার বিজয় মিছিল হবে
বিশ্বমানবতার বিজয় আসন্ন ।
প্রয়োজনে লকডাউন
সামাজিক দূরত্ব সুনিশ্চিত করে
লড়াই চালিয়ে যাবো
করোনা ভয় করোনা
একদিন আমরা করবো জয় নিশ্চয় !!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০২০ সকাল ১১:৫২

শাহারিয়ার ইমন বলেছেন: +++

২| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১২:০৬

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।

৩| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময় কবিতা।

৪| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:৪০

নেওয়াজ আলি বলেছেন: । মন পুলকিত হল।

৫| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ২:৪০

মুহাম্মদ তমাল বলেছেন: অত্যান্ত সুন্দর হয়েছে।

৬| ৩০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৩

সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।

৭| ৩০ শে মার্চ, ২০২০ রাত ৯:০৮

সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলী কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা রইল আপনার জন্য।

৮| ৩১ শে মার্চ, ২০২০ সকাল ৭:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: মুহাম্মদ তমাল শেষ লাইন হবে সতত ব্যস্ত সেথা আমি দূরন্ত যাযাবর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.