নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

নিরুপমা লজ্জা তুমি পেয়োনাকো আর!!!

০১ লা এপ্রিল, ২০২০ রাত ১০:১৬


তোমার এই সব লজ্জায়
কোথাকার পানি বলো কোথায় চলে যায়!
তুমি এতো ভূক্তভূগী তবু তো বুঝোনা
এখনো ছাড়িতে পারোনা এই সব . নিরুপমা ,
আমাকে ভালোবেসে কার কাছে পাঠালে
উপহার তোমার অপরূপ সৃষ্টি লোকে সবই বুঝে
তোমার ঢং দেখে আর বাঁচি নে,
তোমার এইসব দক্ষতা আমার জন্যই নিবেদিত,
কবিতার মুকুটে যেন শোভা পায় তাই
যেখানে শুধু তোমার একান্ত অধিকার ,
তুমি বারংবার লজ্জার বশে ..
তোমার ভীরু বুক যেন দুরু দুরু কাঁপে,
প্রেম এমনই হয়
আমাকে দিতে গিয়ে
নতুন বউয়ের মতো যেন ঘোমটা টানো লজ্জাবণত মুখে,
তোমার প্রেমের অর্ঘ্য যেন কানের পাশ দিয়ে ছুটে যাওয়া তীর, লক্ষ্য ভেদ না করে
তাই বলি ওসব ছাড়ো মুক্তো ঝিণুক
তুমিতো হতে পারো, আমাদের ভ্রূণ
পরিপুষ্ট হোক জঠরে তোমার,
চিরন্তন শাশ্বত এক প্রেমে,
রাধা আমার রাধা কালোত্তীর্ণ এক প্রেমে
তুমি আর আমি যেন অনন্ত কাল ধরে
অটুট বন্ধনে বাঁধা।
এ বাঁধন যায় না যেন ছিঁড়ে
ফেরারি এই মন শুধু তোমাকে ই খুঁজে ফেরে
প্রেমের অভিসারে ভালোবাসি শুধু তোমাকেই
মুছে ফেল জড়তা জানুক সকল লোকে,
হাজার চোখের তারায় অসীম আকাশে
যেন তারার হাঠ বসে, তুমি সেথা নগ্ন চাঁদ আমি প্রেম মগ্ন ধ্রুবতারা ওষ্ঠে ওষ্ঠে হোক আঙুলে আঙুলে চলুক
তোমার যৌবনে আমি দেবপানকৌড়ি ডুব, হারিয়ে যেতে চাই তোমার মাঝে অনন্ত যৌবনে, যা বলে বলুক লোকে
ওগো মোর সোনাপাখি ,
লজ্জা তুমি পেয়োনাকো আর।






মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ১১:০৫

Subdeb ghosh বলেছেন: চমৎকার!

২| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ১১:০৮

ফয়সাল রকি বলেছেন: ভালো।

৩| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ১১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা রইল আপনার জন্য।

৪| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ১২:২৩

একজন আরমান বলেছেন:
বরাবরের মতো ভালো হয়েছে সেলিম ভাই।
তবে আজ মন্তব্য করতে খুব ভালো লাগছে। কারণ অনেক বছর বাদে আজ ব্লগে ঢুকলাম !
শুভকামনা রইলো।

৫| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ২:০০

নেওয়াজ আলি বলেছেন: সুকোমল ভাবনা

৬| ০২ রা এপ্রিল, ২০২০ সকাল ৮:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: @ একজন আরমান আপনাকে ব্লগে পেয়ে ভালই লাগলো

৭| ০২ রা এপ্রিল, ২০২০ সকাল ৮:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলী কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা রইল আপনার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.