নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তোমায় আমি ভালোবাসি ভালো !!!

০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৯

তোমায় আমি ভালোবাসি ভালো,
এখনের দিনগুলি মোর হোক না
যতই আঁধার কালো,
মনে রেখো মোর প্রিয়তমা
আমার আছে এক মঙ্গল দীপ উজলা
ভালোবাসার আলো,
সোনার মেয়ে আশার ঐ প্রদীপ খানি
এবার তুমি জ্বালো।
তুমি আমি কাব্য লিখে লিখে
আমরা দু'জন পাখির কূজন ঋতুরাজ বসন্তে
আমরা দু'জন নবান্ন আয়োজন যেন হেমন্তে।
আমরা দু'জন সাদা মেঘের ভেলা শরৎকালে
আমরা দু'জন অঘোর বরষা ঘোর বর্ষা কালে।
তুমি আমার শীতের উষ্ণ চাদর যখন শীতকাল
তুমি আমার যেন পাকা আম যখন গ্রীষ্মকাল।
আমি তুমি কপোত- কপোতী প্রেমের সরোবরে,
আমাদের নেই বিচ্যুতি কোন রৌদ্র বৃষ্টি ঝড়ে।
আমাদের দুজনার মাঝে আছে অপার ভালোবাসা,
আমাদের এই অটুট বন্ধন
যায় না যেন টুটে।
আমার আগমনে ওগো মোর নিরূপমা
তোমার ঐ মনবাগানে যেন সতত
রক্ত গোলাপ ফোঁটে,
আমি সেথা করিবো অবগাহন অনন্ত যৌবনে।

উৎসর্গ : সুপ্রিয় শায়মা হক

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৯

ইসিয়াক বলেছেন: খুব সুন্দর।

২| ০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৫:১০

সেলিম আনোয়ার বলেছেন: ইসিয়াক কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। এই টা করোনা মুক্ত আমার বিশুদ্ধ কবিতা।

৩| ০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন:





কবিতার জাদুকর সেলিম আনোয়ার ভাই কবিতা দুর্দান্ত হয়েছে তবে আমার মন্তব্য হচ্ছে গানে গানে: -
চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে - জীবনে তোমায় যদি পেলাম না
শ্বেত পাথরের রাজপ্রাসাদে - থেকে আর কি হবে
জীবনে তোমায় যদি পেলাম না।।

৪| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৯:০৫

নেওয়াজ আলি বলেছেন: নান্দনিক লেখনী ।

৫| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৯:৩১

রাজীব নুর বলেছেন: কবি, কবিতা পড়ে ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.