নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আমি যেন ধ্যান মগ্ন ধবল বক!!!

০৪ ঠা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪২

তুমি উদ্ধত বুকে মুখ ফুটে
বল হে কবুল; তোমার পানে
আমার এই অনন্ত পথচলা,
নহে কোন ভুল, যদি তা হতো
এই মায়ার পৃথিবীটা সৃষ্টি হতো না,
এইখানে ফুটিত না কোন ফুল,
গাহিতো না কোন পাখি,
হইতো না কোন ভ্রমর আকূল
শ্রবণ করিতে না নদীর কলকল ধ্বনি
অনন্ত কৌতুহলে।
এতো গান এত কবিতা
অযাচিত যেত সবই তা
হয়নি তো...
তাইতো তুমি সেই রাতে গেয়ে ওঠো
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে,
দোলনায় দোল মুক্ত হাওয়ায় খোলা চুলে
দু'চোখ রাখো অনন্ত আকাশে।
অপ্রগলভ প্রেমের শিহরণ
আজও যেন লাগে তোমার কিশোরী বুকে
শুধু আমাকেই ভালোবাসো বলে।

আমি যেন ধ্যান মগ্ন ধবল বক,
তোমার আশে___ সুদৃঢ় বিশ্বাসে।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ৮:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন:

আমি যেন ধ্যান মগ্ন ধবল বক,
তোমার আশে___ সুদৃঢ় বিশ্বাসে।



আমি নিশিদিন তোমায় ভালোবাসি,
তুমি অবসরমত বাসিয়ো
নিশিদিন হেথায় বসে আছি,
তোমার যখন মনে পড়ে আসিয়ো - - - - - -



২| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:


কবিতায়ও মন বসছে না।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ৮:৫৩

রাজীব নুর বলেছেন: চমৎকার।

৪| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১২:১৯

সেলিম আনোয়ার বলেছেন: ঠাকুরমাহমুদ কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।

যে প্রতীক্ষা ব্যর্থ হবার নয়।

৫| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১২:২২

সেলিম আনোয়ার বলেছেন: চাঁদ গাজী কবিতা পড়ে যদি ভুলে থাকা যায় মন্দ কি।

করোনা নিয়ে সবার আগে লিখলেও এখন মনে হয় দুশ্চিন্তা মুক্ত রাখাই শ্রেয় তরো।

৬| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.