নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

‌একটাই অনুরোধ!!?

০৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪০

সেই একটাই অনুরোধ।

তুমি এসো না বন্ধু এই খানে
যদি কষ্ট লাগে
তুমি বসে থেকো ঘরে
চুপটি করে, আরাম কেদারায়,
তুমি শুয়ে থেকো ফুলেল শয্যায়।
তবুও তোমার নগ্ন পায়ে
যেন কোন কাঁটা না বিঁধে;
কলঙ্কের দাগ না লাগে যেন তোমার কোমল গায়;
যদি লাগে তা কোন দিন তবে মনে রেখো
অসহনীয় লাগিবে সে ব্যথা এই অন্তরে
তুমি সুখে থেকে নিরাপদে থেকে
এভাবেই ওগো মোরে করিতে পারো ঋণী
আমি সোনার নৌকো আর তুমি স্রোতস্বীনি,
আর আমার প্রেমের কাঁটা
যদি কখনো বিঁধে তোমার গায়ে,
তুমি রেখে দিও তারে পরম যতন করে,
ভেবে নিও বিধেছে তা
অপার সম্ভাবনায় দারুন মায়ায় বুকে
এমন তরো প্রেম
বলো ক'জনার ললাটে জুটে?
কন্যা তুমি গ্রহণ করিও তারে
বিনয় সহকারে,
এই মম অনুরোধ!
কর জুড়ে চাইছি ক্ষমা হয় যদি কোন ভুল
মনের ই অজান্তে , আমি ও তো মানুষ
দুই দিনের এক ফানুস।
দিনে দিনে অনেক বেলা হলো
এবার তুমি আমাকেই ভালোবাসি বলো
যদি লজ্জা লাগে খুব
তুমি না এসো না এই খানে
দোহাই তোমার , আমার প্রেমের বিড়ম্বনা
করিও ক্ষমা ।

আবার ও সেই একটাই অনুরোধ।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবি সাহেব কেমন আছেন?

লাগিবে শব্দটাক লাগবে করলে মানান সই হবে। আর পারলে স্রোতস্বীনি বদলি প্রচলিত প্রতিশব্দ দিলো ভালো হবে।

২| ০৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৬

Subdeb ghosh বলেছেন: চমৎকার লেখনি

৩| ০৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩৬

শের শায়রী বলেছেন: মুগ্ধ পাঠ প্রিয় কবি।

৪| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫৭

নেওয়াজ আলি বলেছেন: লেখা ভালো

৫| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২৪

রাজীব নুর বলেছেন: চমতকার কবিতা।

৬| ০৬ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১২

সেলিম আনোয়ার বলেছেন: মোহাম্মাদ আবদুলহাক আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন?
সুপরামর্শের জন্য ধন্যবাদ।

৭| ০৬ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: Subdeb ghosh কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।

৮| ০৬ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: শের শায়েরী অশেষ কৃতজ্ঞতা সঙ্গে থাকার জন্য।

৯| ০৬ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলী কমেন্টে ধন্যবাদ।

১০| ০৬ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর সুন্দর কমেন্ট। অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.