নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আক্রান্ত!!!

০৬ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪১

জীবন টা যেখানে
রাস্তায় পড়ে থাকা লাশ,
এই খানে সেই খানে
অযত্নে অবহেলায় ,
শবদেহ বয়ে নিয়ে চলে
চারটে শিশু তার চেয়ে থাকে
লক ডাউনে থাকা বিপন্ন মানবতা
ক্ষুধা দেবতা অনন্ত আক্রোশে,
স্কন্ধে যেন ফেলে প্রশ্বাস
প্রতিক্ষার সময় তার হয়তো ঘনিয়ে আসে
একান্ত অধিকারে করিবে মানবেরে গ্রাস,
জানি না তো আর,
করোনার ভয়াল থাবায় নিয়তির উপহাস
মনে হয় লাশের মিছিল হবে
মনে হয় বদ্ধঘরে মরে দূর্গন্ধ বের হবে
মনে হয় দেখা হবে না ..
তবুও আশায় বুক বাঁধি এই অসচেতন জনতা
লোভী গার্মেন্টস মালিকদের লোভের শিকার হয়ে
প্রশাসনের ক্রমাগত ভুলের মাশুল না হয়ে
যেন বেঁচে থাকে যেন বেঁচে থাকে স্বদেশ
যদিও চলছে যেন উদ্ভট উটের পিঠে চড়ে..
মনে পড়ে শুধু রাস্তা ঘাটে কুকুরের মতো
ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা লাশ..
অযাচিত মৃত্যুর মিছিলে অবশেষে চাপা পড়ে অহংকার।



মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১১

রাফা বলেছেন: ইতিহাস ঘুড়েফিরে আসতেই থাকবে।
তবু আমরা ইতিহাস থেকে নেবোনা কিছুই।
এটাই আমাদের একমাত্র পণ।

২| ০৬ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: ইতিহাস থেকে নয় বিবেকে বুদ্ধি থেকেও নয়।

৩| ০৬ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৪৬

শের শায়রী বলেছেন: ক্ষুধার কষ্টে কারো সন্তান যেন না কাঁধে। খুব ভয় হচ্ছে কবি, খুব ভয়।

৪| ০৬ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা টি আরো ঘষামাজার দরকার আছে
সরকার মানুষকে ভয় দেখাতে ব্যর্থ হচ্ছে আর তার পরিণতি ভয়াবহ হচ্ছে। ভুয়া করে হলে কঠিন কিছু ইনসিডেনটের নিউজ প্রকাশ পেলে মানুষ ভয় পেয়ে রাস্তায় বের হতো না।

৫| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ২:২৭

নেওয়াজ আলি বলেছেন: প্রতিদিন সরকারী চাল চোর ধরা পড়ছে। কিছুদিন পর নিজেরা কাটিকাটি করবে ভাগ নিয়

৬| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ৩:১২

সেলিম আনোয়ার বলেছেন: প্রণোদনার ৭২ হাজার কোটি টাকা প্রপারলি ব্যবহার হবে তো নাকি পুরো টাকা মেরে খাবে কে জানে?

৭| ০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: চমতকার।

৮| ০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩০

সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.