|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কে হয়েছে আর কার হওয়া উচিৎ ছিলো,
ফেসবুকে আর বন্ধু মহলে মনের অজান্তেই
করে ফেলি জরিপ কে হলে হতো উপকার?
দশের দেশের সকল মানবের আর হয়েছে কে?
মেধা কিংবা টাকার জোর আসল যোগ্যতা নয়
সবার আগে চাই মানবের সেবায় সদা নিবেদিত এক প্রাণ, প্রয়োজন তাই মানসিকতার যাচাই
বাড়ির লোভে গাড়ির লোভে সুন্দরী নারীর লোভে শুধু সামাজিক মান মর্যাদা স্ট্যাটাসের লোভে টাকার লোভে বেছে নিয়ে এমন পেশা
নার্স কিংবা ডাক্তার কি লাভ হলো অভাগা
এই দেশ টার , 
অথচ কতো মানুষ ঘুমায় না রাতে
অসহায় মানুষের পাশে না পেরে দাঁড়াতে,
কতো মহৎ প্রাণ ডুকরে ডুকরে কাঁদে সারারাতে
কষ্ট লাগে প্রাণে তাঁরা কেন হতে পারেনি ডাক্তার
দেশের এই ক্রান্তিকালে খুব উপকার হতো
মানবসেবা যাদের ব্রত তারা যদি  হতেন ডাক্তার
যারা খুঁজে আরাম আয়েশ ভোগ বিলাসিতা অসাধু উপায় সেসব ডাক্তার এ মনটা কাঁদায় 
ঘৃণা তাদের হৃদয় থেকে এসব পেশায় তাদের কি শোভা পায়? দেশের দশের অমঙ্গল শুধু
যে জীবন নিবেদিত
সংক্রামক এই ব্যাধির কবল থেকে বাঁচাতে মানুষের সেবা শুশ্রূষায় 
কতো জনের প্রাণ যে গেল এমন কাজে
তারাই এখন শ্রেষ্ঠ সন্তান এই পৃথিবীর
শ্রদ্ধা তাদের হৃদয় থেকে যারা নিবেদিত
মানব সেবায় শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই
হৃদয়ের এই গহীন থেকে।
 ১২ টি
    	১২ টি    	 +২/-০
    	+২/-০২|  ১০ ই এপ্রিল, ২০২০  দুপুর ১২:৩৭
১০ ই এপ্রিল, ২০২০  দুপুর ১২:৩৭
নেওয়াজ আলি বলেছেন: নান্দনিক উপস্থাপন
৩|  ১০ ই এপ্রিল, ২০২০  দুপুর ১:০৬
১০ ই এপ্রিল, ২০২০  দুপুর ১:০৬
রাজীব নুর বলেছেন: ভালো কবিতা লিখেছেন।
৪|  ১০ ই এপ্রিল, ২০২০  দুপুর ১:৩৬
১০ ই এপ্রিল, ২০২০  দুপুর ১:৩৬
ঢাবিয়ান বলেছেন: খুব ভাল লিখেছেন
৫|  ১০ ই এপ্রিল, ২০২০  বিকাল ৪:০০
১০ ই এপ্রিল, ২০২০  বিকাল ৪:০০
সেলিম আনোয়ার বলেছেন: সাইন বোর্ড শুভ কামনায় অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা রইল আপনার জন্য।
৬|  ১০ ই এপ্রিল, ২০২০  বিকাল ৪:০০
১০ ই এপ্রিল, ২০২০  বিকাল ৪:০০
সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলী ধন্যবাদ।
৭|  ১০ ই এপ্রিল, ২০২০  বিকাল ৪:০১
১০ ই এপ্রিল, ২০২০  বিকাল ৪:০১
ঠাকুরমাহমুদ বলেছেন: 
সেলিম আনোয়ার ভাই, 
আমাদের সময়ে পাঠ্য বইয়ে প্রচুর কবিতা গল্প ছিলো যা থেকে মানবতা জানা যেতো মানবতা শেখা যেতো। এখন কিন্তু সেসব নেই। ছোট শিশুটিকে শেখানো হচ্ছে প্রফেশন! বয়ষ পাঁচ থেকে প্রফেশন শিখে আর যাইহোক মানবতার জয় গান কেউ শিখবেনা। যা শিখবে তার নাম হঠকারী, অন্যায় আর অপরাধ।
তারপরও আশা করি - আশার স্বপন (স্বপ্ন) দেখি হয়তো কোনোদিন মানবতার সোনালী সূর্য উঠবে আর সেই আশায় হয়তো এখনো আকাশের পানে তাকিয়ে থাকি। 
আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আমার জন্য দোয়া করবেন ভাই। 
৮|  ১০ ই এপ্রিল, ২০২০  রাত ৯:১৪
১০ ই এপ্রিল, ২০২০  রাত ৯:১৪
জাহিদ অনিক বলেছেন: তবুও মানুষ স্বপ্ন দেখে-- অভিমান করে--- ভালোবাসে --কবিতা লেখে। 
শুভেচ্ছা কবি
৯|  ১০ ই এপ্রিল, ২০২০  রাত ১০:৩১
১০ ই এপ্রিল, ২০২০  রাত ১০:৩১
সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
১০|  ১০ ই এপ্রিল, ২০২০  রাত ১০:৩২
১০ ই এপ্রিল, ২০২০  রাত ১০:৩২
সেলিম আনোয়ার বলেছেন: ঢাবিয়ান কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।
১১|  ১০ ই এপ্রিল, ২০২০  রাত ১০:৩৫
১০ ই এপ্রিল, ২০২০  রাত ১০:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: ঠাকুরমাহমুদ মানবতা নৈতিকতা শিশু কাল থেকেই শিখানো উচিৎ।
কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা আপনার জন্য।
১২|  ১০ ই এপ্রিল, ২০২০  রাত ১০:৩৭
১০ ই এপ্রিল, ২০২০  রাত ১০:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: জাহিদ অণিক হ্যাঁ তবু কবিতা হয় কবিতা দুদণ্ড শান্তি দেয় অশান্ত রুগ্ন পৃথিবীর বুকে।
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০২০  দুপুর ১২:১৮
১০ ই এপ্রিল, ২০২০  দুপুর ১২:১৮
সাইন বোর্ড বলেছেন: ভাল থাকুক সবাই, সেরে উঠুক পৃথিবী...