নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কালবৈশাখী ঝড়ে বন্ধু তোমায় মনে পড়ে,
ঝড়ের বেগে যেমন বাতাস ছুটে
আসতে তুমি তেড়ে ঠিক তেমন করে।
ঝড়ের রাতে যেমন চারিদিকে নামে অন্ধকার
মাঝে মাঝে বজ্র নিনাদ আলোর ঝলকানি
মেঘের চোখ রাঙানি তেমন বিরাগ তোমার ।
অযাচিত বিচ্ছেদে যেন নামে দৈব দূর্বিপাক
সুখ নেই প্রাণে, বৃক্ষ মাথা নোয়ায়
যেন কুর্ণিশ করে জমিনে
তবু যেন বিপদ কেটে যায়;
প্রকৃতি আছে রেগে তাই যেন বিদ্যুৎ চমকায়,
ভয়ে যেন পৃথিবীর বুকটা কেঁপে ওঠে,
পথের ধূলি উড়ে চলার পথে পথিক থেমে যায়।
মুষলধারে যদি সুশীতল বৃষ্টি নেমে আসে !
আমরা বসে থাকি আমরা যেন চাতকপাখি
তারই প্রতীক্ষায়;
আমরা চেয়ে থাকি বৃষ্টির অভিপ্রায়ে।
২| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
৩| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০৩
চাঁদগাজী বলেছেন:
কিছুদিন থেকে আপনার কবিতা পড়া হচ্ছিল না; প্রান আছে কবিতায়।
৪| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ১:০৭
সাজিদ উল হক আবির বলেছেন: ইদানীং কার কার কবিতা পড়ছেন, প্রিয় সেলিম ভাই?
৫| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ২:১৫
নেওয়াজ আলি বলেছেন: অনিন্দ্য সুন্দর লেখনী ।
৬| ১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৪
সেলিম আনোয়ার বলেছেন: চাঁদ গাজী কমেন্টে এবং পাঠে অনেক কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।
৭| ১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৬
সেলিম আনোয়ার বলেছেন: আবির ব্লগের কবিতা ফেসবুকে পোস্ট করা কবিতা পড়ছি।
যা ভালো লাগছে সব পড়ছি।
৮| ১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৭
সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলী কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন।