নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বজ্রপাত কবিতা লেখার উদাত্ত আহ্বানে !!

১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৪


গতরাতে ছিলাম আমি বসে
আরাম কেদারায় দক্ষিণ বারান্দায়
এলো মেলো ঝড়ো হাওয়ায় বিষন্ন মনে
ভাবছিলাম লিখবো না আর
একটি কবিতাও, কি লাভ হবে ওসব লিখে
জীবনের অযাচিত হিসেব কষে?

জীবন যখন বাস্তবতার রোষানলে
জীবন যখন নিত্য শিকার
মৃত্যুর কড়াল গ্রাসে,
চিত্ত তথন তখন সুদূর পরাহত
যদি না থাকে কোনমানবতা,
যদি নিবেদিত না হয় কেহ
মানবের কল্যাণে!
তবে কী হবে বলে কবিতা লিখে?

এমন সময় তীব্র আলোর ঝলকানি,
ঠিক যেন আমার মাথার মাঝ বরাবর
উত্তর দক্ষিণে সরল রেখায়
আমার বাড়ির ছাদে
আকাশ যেন ক্ষোভেই ফেটে পড়ে!
কে জানে হয়তো তখন তুমি আকাশ দেখনি
উত্তর দক্ষিণে সেই আলোর ঝলকানি,
তাই হয়তো তোমার চোখেই পড়েনি..

প্রচণ্ড নিনাদে আকাশ যেন সাক্ষ্য দিয়েছে
তোমার আমার প্রেম রূপ কথা নয় সত্য কাহিনী
তুমি কী এখন তবে রয়েছো বধির ?
শুনতে পাও না কল কল পদ ধ্বনি
জীবন নদীর!

এখনো সমূলে ধ্বংস হয়নি যে মানবতা
সর্বংসহা পৃথিবীর বুক থেকে,
এখনো কিছুটা রয়েছে বাকি অবিনশ্বর
প্রেমে, এখনো অাছে গো অবশেষ ।

আমি যদি বলি লয় হবে না এখনি পৃথিবী
ইউরোপের বৃদ্ধরা যখন চিকিৎসা না নিয়ে
সুযোগ করে দেয় টগবগে যুবক যুবতীর
করোনা চিকিৎসার নিজের জীবন উৎসর্গ করে
এখনও রাখছে নজির মানবতার,
প্রধানমন্ত্রীর পদটি ছেড়ে
পুরোনো পেশা চিকিৎসাতে দৃষ্টান্ত এখনো আছে
এমনো আছে ভিক্ষা বৃত্তির
সকল টাকা অকাতরে বিলিয়ে হয়েছেন ত্রাতা কতো চিকিৎসক
দুনিয়া জুড়ে নিজের জীবন উৎসর্গ করে
করছে তারা মানব সেবা এখনো আছে মানবতা
এখনো তাই ডেকে ওঠি
ওগো মোর সোনাপাখি,
তোমার আমার পই পই প্রেম
অপ্রগলভ এক ভালোবাসা
পানকৌড়ির মত আমি তাতে ডুবে থাকি
তোমায় আমি আজও তাইতো ডাকি‌
কবিতা লিখে লিখে উদাত্ত আহ্বানে ঘৃণা ছেড়ে প্রেমের দিকে।

ভোট নয় ত্রাণ নয় তুমি করেছো এই মনটা চুরি
অবহেলে টাকা কড়ি
সেই চুরির অপরাধে শাস্তি কি
শুধু জানি কিছু শাস্তি অবশ্যম্ভাবী
পেতে হবেই যেমন করে পেল মজিদ
বঙ্গবন্ধুর খুনি ফাঁসি কাষ্ঠে ঝুলে
তোমারও অদৃষ্ট জানি লেখা আছে
আমার করে তোমার অমূল্য করখানি করে সমর্পন আমি তুমি কপোত-কপোতী কালবৈশাখী এই ঝড়ে
তাই তোমার কথাই মনে পড়ে।

বজ্রপাত যেন স্রষ্টার অভিসম্পাত
তোমার নিরবতায় প্রকৃতি উঠেছেন জেগে
সুতীব্র প্রতিবাদে অযাচিত তাণ্ডবে বজ্রনিনাদে,
তুমি যেন এখনই বলে দাও
তুমি যেন শুধু আমার হয়ে যাও
প্রেমের অনুরাগে।


মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩১

নেওয়াজ আলি বলেছেন: অনন্য   লেখা। শুভেচ্ছা । দোয়া করবেন।

২| ১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ধৈর্য্য ধরে পড়ার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো আপনার জন্য।

৩| ১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৯

রাজীব নুর বলেছেন: বড় কবিতা।

৪| ১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৯

রাজীব নুর বলেছেন: বড় কবিতা।

৫| ১২ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ চমৎকার লাগলো।
চারিদিকে ঘোর অমানিশার মধ্যেও প্রেম বা ন্যায় এগিয়ে চলুক আপন ছন্দে।‌

শুভকামনা প্রিয় কবি ভাইকে।

৬| ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। কবিতা বড়ই হলো।

৭| ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: পদাতিক চৌধুরী ভালো থাকবেন সবসময় এই শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.