নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

অপরাধী রে তুই রাজাকার!!!

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৯

কে ঐ যায় ঘরের বাইরে!
কে ঐ যায় দেখে তারে,
এই হৃদয়টা কেঁপে ওঠে !
অজানা আশঙ্কায়, ফেরাও তারে
কেন সে যায় এই অসময়ে?
কেন সে মৃত্যু ডেকে আনে?
কোভিড নাইনটিন যদি চলে আসে ঘরে
বাঁচবে না কেহ আর
সংক্রামক ব্যাধির হবে ব্যাপক বিস্তার ।
আরও তো কতো লোক গৃহবন্দি থেকে
সুসময়ের অপেক্ষায় করিছে দুঃসহ সময় পার,
ধৈর্য্য সহকারে রূদ্ধদ্বার।
তাদের অক্লান্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে
ঐ যে অপরাধী সিরিয়াল কিলার
অপ্রয়োজনে যে যায় ঘরের বাইরে
ঘৃণা করো তারে সে তো বারে বারে
যমদূত ডেকে আনে জল্লাদেরই মতো
প্রত্যাখ্যান করো তারে
সে যে ভীষণ অপরাধী
তার মাঝে কি নেই শিষ্টাচার
বুঝাও তারে সে যেন
যায় না ঘরের বাইরে;
দেশটার কথা একটু ভাবে।
এই অপরাধের নেই ক্ষমা
অপরাধীরে এই লড়াইয়ে তুই রাজাকার,
তুই রাজাকার।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১১

বিজন রয় বলেছেন: এখানে রাজাকার কি প্রতীকী?

২| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৬

শাহরিয়ার কবীর বলেছেন:


ক=তে
করোনা তুই রাজাকার,তুই রাজাকার !!! ;)

৩| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৪

চাঁদগাজী বলেছেন:


'৭১'এ ছিল স্বজাতির মগজহীন জল্লাদ, রাজাকার, আজকে ২০২০'এ চীনের জল্লাদ

৪| ১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৬

সেলিম আনোয়ার বলেছেন: বাউন্ডুলে মানুষ চরম আত্মঘাতি এখন।

৫| ১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১০

আরোগ্য বলেছেন: বাঙালির শুভ বুদ্ধির উদয় হোক।

৬| ১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১৬

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৭| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৮:২৪

সেলিম আনোয়ার বলেছেন: বিজন রয় হ্যাঁ প্রতিকী। ঘরের বাইরে গিয়ে করোনা নিয়ে আসা মানে রোগবিস্তারে সহায়তা করা। রাজাকার রা হানাদার বাহিনীর সহায়তা করেছে আর এরা কোভিড নাইনটিনের।

৮| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫৩

নেওয়াজ আলি বলেছেন: সমাজের নষ্টরাই নতুন রাজাকার

৯| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫২

সেলিম আনোয়ার বলেছেন: এখন যারা কোভিড নাইনটিনের বিস্তার ঘটায় তারা ই খারাপ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.