নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
অচেনা বৈশাখে জানি তোমায় কেউ ডাকেনি কাছে,
ডাকিবে কি করে মানুষের মাঝে
এখন অদৃশ্য গরল মরণ ছোবল অশেষ..
একপ্রশ্বাসেই তার হতে পারে সব শেষ!
একটুখানি ছোঁয়া একটু চুম্বন যেন সাপের বিষাক্ত এক ছোবল তাতে হতে পারে মরণ,
অচেনা বৈশাখে তাই মানুষ দূরে দূরে থাকে,
এবারের পহেলা বৈশাখ তাই এতই ব্যতিক্রম,
এবারের বৈশাখে নেই গ্রাম্য মেলা; জনসমাগম।
এবারের রাজপথ তাই যেন একেবারেই ফাঁকা,
এবারের পথগুলোতে নেই কোন আল্পনা আঁকা।
রমনার বটমূলে এবার হয়নি কোনো গান,
এবারের বৈশাখী আয়োজনে যেন
নেই কোন প্রাণ, তুমিও যে নেই সাথে
এবারের অচেনা বৈশাখে,
তবুও তুমি যেন শব্দ হয়ে থাকো
আমার কবিতায় অপূর্ব বিন্যাসে।
তাইতো আজও আমি লিখি..
লিখে লিখে তোমায় বাঁচিয়ে রাখি
অনেক মমতায়,
এবারের বৈশাখে সূচি হবে ধরা
মানবিক এক পৃথিবী হবে এবার, এই মম প্রত্যাশা।
নতুন পৃথিবীতে তোমার উপস্থিতি
হয় যেনগো নিয়ত অক্সিজেনেরই মতো
শুধুই আমার সাথে , তোমার আমার মাঝে
যেন পৃথিবীর সব প্রেম ভর করে
ভালোবাসার মিষ্টি অনুরাগে।
২| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ২:৩১
চাঁদগাজী বলেছেন:
কষ্টের সাক্ষী এক অসহায় বৈশাখ
৩| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ২:৪৪
নেওয়াজ আলি বলেছেন: লেখা পড়ে বিমোহিত হলাম।
৪| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৩:৩৫
সোহানী বলেছেন: শুভ নববর্ষ কবি ভাই।
৫| ১৫ ই এপ্রিল, ২০২০ ভোর ৬:৫৯
ইসিয়াক বলেছেন: শুভ নববর্ষ প্রিয় কবি।
৬| ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:০৫
সেলিম আনোয়ার বলেছেন: শুভ নববর্ষ শের শায়ে্রী অচেনা বৈশাখে।
৭| ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:০৭
সেলিম আনোয়ার বলেছেন: চাঁদ গাজী কষ্টের সাক্ষ্য হয়েই রইল।
৮| ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:০৮
সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলী ধন্যবাদ।
৯| ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:০৯
সেলিম আনোয়ার বলেছেন: শুভ নববর্ষ সোহানী । নিরন্তর শুভকামনা।
১০| ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১০
সেলিম আনোয়ার বলেছেন: শুভ নববর্ষ ইসিয়াক। ভালো থাকুন সবসময়।
১১| ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৯
বিজন রয় বলেছেন: আসলেই অচেনা বৈশাখ।
কিন্তু মানুষগুলো তো অচেনা নয়।
@ শের শায়রী, আপনি কোন দিন কোন বৈশাখী মেলায় যাননি কেন?
১২| ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৫১
রাজীব নুর বলেছেন: আগামী বছরও ৈশাখ পালন হবে না। কারন তখন রোজা থাকবে।
১৩| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: বিজন রয় কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
১৪| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫১
সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১:৩৯
শের শায়রী বলেছেন: যদিও কোন দিন কোন বৈশাখী মেলায় যাইনি, তার পরো ভালো লাগে মানুষের আনন্দ তবে এবার যেন এক অপরিচিত বৈশাখ। শুভ নববর্ষ প্রিয় কবি।