নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

এই জীবনের দায়ভার!!!!

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০৬

একজন লড়াকু বীর ডা মঈনুদ্দিন
কোভিড নাইনটিনের শিকার হয়ে,
গিয়েছে মরে অনাদরে অবহেলায়
যাবার পথে দু'চোখ দিয়েছে খুলে
সাধারণ জনতার ; বাস্তবতা আসলে কী?
দুই টি শিশু তার, দেখতে পাবে না আর,
বাবার মায়াভরা অবয়ব, বটবৃক্ষের ছায়াটার,
হৃদয়টা আজ তাই বিরহভার,
যে যায় মরে সে কী আর কভু আসে ফিরে?
বাবার শূন্যতা অপূরণীয়ই থেকে যাবে
কিংকর্তব্যবিমূঢ় বিধবা মা কি তার অবলম্বন
বেঁচে থাকার , হয়তো পথে বসে গেল
একটি অসহায় পরিবার!
এমন হয়তো আরও অনেক আছে
তাদের খবর কে রাখে ?
মহামারী এমনই ভয়াবহ
জাতীয় ঐক্য সময়ের দাবী তাই
আমরা ঘুরে দাঁড়াতে পারি
সম্মিলিত প্রচেষ্টায় স্রষ্টার অশেষ কৃপা
তবেই যদি আসে ধেয়ে আমাদের কাছে
স্রষ্টার প্রতিশ্রুতি এমনই নিরাপদে থেকে ঘরে
অন্যকে নিরাপদে রেখে
আমরাও মেটাতে পারি কিছুটা
এই জীবনের দায়ভার।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: খবরটি শুনে বা ওনাকে নিয়ে লেখা পোস্টে কি মন্তব্য করবো বুঝতে পারছি না।মানবজাতি একজন রক্ষককে যুদ্ধের ময়দানে হারালো।
বীর শহীদ তোমার মৃত্যু নাই। তুমি অমর।

২| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: পদাতিক চৌধুরী কথা হলো ওনি কতটুকু গুরুত্ব পেলেন।
এই মুহূর্তে ডাক্তারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কে আছে।
অথচ তিনি হেলিকপ্টার পেলেন না।

৩| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১:০৯

নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো । ভালো থাকুন।

৪| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ২:১০

রাজীব নুর বলেছেন: চমতকার। সুন্দর। প্রানবন্ত।

৫| ১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলি ভালো থাকার সময় এটি নয় মনে হয়।
গৃহবন্দি থেকে কেউ কি ভালো থাকে?

৬| ১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.