নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

লম্বা লম্বা চুলে তাঁর দুই রঙা দুই গোলাপ!!!!

১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:১৬

লম্বা লম্বা চুলে তাঁর দুই রঙা দুই গোলাপ,
তাই দেখে, উদাসী এই মন উচাটন
আমার কলম লিখে শুধু ভালোবাসার প্রলাপ।
একাকী নির্জনে মহেন্দ্র ক্ষণ যখন,
প্রলাপ কি আর তাহার ভালো লাগে?
অনন্ত আকাশটা যে তাঁর বাড়ির ছাদে।
আমার কিছুই নাই আছে কিছু ভুল
তারে কাছে পেতে, অনন্ত প্রচেষ্টায়
কমতি নেই তাতে কোন এমন সাধনায় ,
ক'জনে আর পারে বলো সহস্র কবিতায়..
কেউ পারেনি হায়..
আমার কবিতা শুধু তার বুকে
ঢেউ খেলিয়া যায়।
আমার কলম নৌকো তিনি তটিনী
এতো প্রেমে নিরট পাথরও যে গলে যায়।
আমার করা ভুলগুলো তো ফুলও হতে পারে
শুধু মানবিক এক পৃথিবী লাগে,
মাথার ফুলগুলো থেকে সুঘ্রাণ যেন
নাকে এসে লাগে
চেনা চেনা লাগে ফুল মনে প্রেম জাগে;
এ যেন সেই আমার করা অতীত ভুলগুলি
প্রস্ফুটিত গোলাপ হয়ে ফোঁটেছে তাঁর বাগে
সেখান থেকে দুটি ফুল
যেন মাথায় গুঁজে আছে,
দাঁড়িয়ে বাড়ির খোলা ছাদে
সোনার কন্যা যেন আর করে না কোন ভুল,
মম প্রাণে ব্যথা লাগে।
জীবনটা এখন যে অনেক ক্ষুদ্র লাগে
অনন্ত প্রেমের তুলনায়;
তিনি চাইলে কাটিয়ে দিতাম সুদীর্ঘ এক জীবন
শুধু তাঁরেই ভালোবেসে,
ফুলশয্যায় অথবা দোলনায় আমার পরাণ যাহা চায়
রবীন্দ্র গানে,
আমার প্রাণে লোভ লাগে; লোভ নয় লাভ,
আমার এই মন থেকে থেকে তারেই
শুধু চায়, জানি না তাঁর মাঝে
কী যাদুমায়া যে লুকিয়ে আছে?
তারে ভুলে থাকাই যেন দায়,
কেন জানি মনে হয় তারে ছাড়া
বেঁচে থাকাই দায়,
ভালোবাসি তাঁর ঐ মাথার লম্বা চুল,
মাথার গুজা গোলাপফুল; অপ্রগলভ প্রেমে
আমার এই মনটা যেন দোলে
তাঁর কানের লম্বা দুলে,
তাঁর প্রেমের ছোট্ট ঘরে একচ্ছত্র অনুমোদন চায়
অবলা এই প্রাণ অনন্ত যৌবনে;
আমি যেন সেথা বসত গড়তে পারি,
আমি যেন সেথা রাখাল বালক গরুর পাল লয়ে
আমি যেন সেথা লাঙ্গল চাষী শক্ত হাতে
অনেক যতনে...


মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩১

তারেক ফাহিম বলেছেন: আহ ভালোবাসা
ভালোবাসার তুলনায় জীবনকে ছোট লাগে

পাঠে ভালো লাগা।

২| ১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৪

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: ভালোলাগা অনেক কবি

৩| ১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৯

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,




লম্বা লম্বা চুলে তাঁর দুই রঙা দুই গোলাপ!!!
দারুন একটা শিরোনাম।

অনন্ত আকাশটা এখন আর বাড়ীর ছাদে নেই, আটকা পড়েছে চার দেয়ালে।

৪| ১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৪

জুন বলেছেন: লম্বা চুল এখন আর কারো নেই সেলিম আনোয়ার ।
ভালোবাসায় ভরপুর কবিতায় অনেক ভালোলাগা রইলো ।
+

৫| ১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৪

সেলিম আনোয়ার বলেছেন: তারেক ফাহিম ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়।

৬| ১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৫

সেলিম আনোয়ার বলেছেন: সৈয়দ জায়েদ আহমেদ অনেক ধন্যবাদ।

৭| ১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৭

রাজীব নুর বলেছেন:

আপনার জন্য কবি। চুরী করে এনেছি।

৮| ১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩১

সেলিম আনোয়ার বলেছেন: আহমেদ জী এস

অনন্ত আকাশ যখন চার দেয়ালে বন্দী
তখন চার দেয়াল তো নয় কারাগার
উন্মুক্ত আকাশে জীবন তখন যেন মুক্ত বিহঙ্গ
ভালোবাসার ঘরে বসে হয় বিচরণ অপ্রগলভ
প্রেমের নিত্য নতুন সঙ্গী।

৯| ১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪০

নেওয়াজ আলি বলেছেন: বড় লোকর বেটি গো .....

১০| ১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩০

সেলিম আনোয়ার বলেছেন: জুনাপি কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।

১১| ১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩১

সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর দারুন তো। অনেক সুন্দর ফুল।

১২| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০৭

সাইন বোর্ড বলেছেন: এই দুঃসময়েও ভালোবাসায় ভরে উঠুক অন্তর...

১৩| ১৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৩

ইসিয়াক বলেছেন: অসাধারণ লাগলো।

১৪| ১৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১৮

সেলিম আনোয়ার বলেছেন: সাইন বোর্ড সুন্দর কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

১৫| ১৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১৯

সেলিম আনোয়ার বলেছেন: ইসিয়াক কমেন্টে এবং ভালো লাগায় অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.