|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
রন্ধ্রে রন্ধ্রে মিশে থাকা অযাচিত দূর্নীতি
ভোরের রবির মতো অতঃপর  হলো প্রকাশিত
কোভিড নাইনটিন যেন সময়ের দর্পন
চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল
জানি না হায় এই জাতির কি পরিণতি
কোভিড নাইনটিন মস্ত বড়ো চ্যালেঞ্জ
মানব সভ্যতার, 
দানবের মতই  বিধ্বংসী ক্ষমতা তার,
সতর্ক না হলে  তাতে কেউ পাবে না নিস্তার
সরবরাহ কৃত পিপিই গুলো মানসম্মত নয়
চিকিৎসক দের জীবন তাই এতো ঝুঁকিময়
ত্রাণ বিতরণেও আছে বিশাল অনিয়ম
লোভে পড়ে ত্রাণ সামগ্রী সব অবিবেচকের মতো যদি গ্রাস  করা হয়,
 ক্ষুধার তাড়নায় দরিদ্রদের মৃত্যুর আশংকা 
অমূলকতো নয়।
 ত্রাণের চাল ত্রাণের তেল করলে পুকুর চুরি
নাখেয়েই মরবে সব অভুক্ত মানুষ ভুঁড়ি ভুঁড়ি।
অনর্থক রাস্তা ঘাটে হাটে মাঠে জনসমাগম
সংক্রামক এই ব্যাধির সংক্রমণ 
বহুগুণে বাড়িয়ে দিয়েছে 
কাণ্ড জ্ঞান হীন লোক গুলি
এভাবেই বাংলাদেশের ধ্বংস ডেকে এনেছে।
মাননীয় প্রধানমন্ত্রীর চেষ্টার ত্রুটি নাই
এই যুদ্ধে আর কেহই যেন সঙ্গে তার নাই
একাই তিনি করছেন লড়াই হাতে তার
যা কিছু আছে তাই দিয়ে অসীম সাহসিকতায়
যেন সম্মুখে সমরে
 দূর্ণীতি আর অব্যবস্থাপনা তার সকল উদ্যোগ যেন গলাধঃকরণ করে ফেলে  
তবুও তিনি অবিচল তার থেমে যাওয়া নাই
দেশের এই ক্রান্তিকালে তিনি যুধিষ্ঠির
এমন পরিস্থিতি মোকাবেলায় তার তুলনা নাই
বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা তিনি পাহাড়ের মতো অটল ওটুকুই ভরসা প্রার্থনা করি তার প্রচেষ্টা
হয়না যেন বিফল, হৃদয়ের গহীন থেকে তাঁরে শ্রদ্ধা জানাই,
আমরা শুধু ঘরে থেকে থেকেই
বিশ্ব মানবতার অশেষ কল্যাণ 
সাধন করতে পারি
আমাদের একটু অবহেলা একটু গাফিলতি
ডেকে আনতে পারে দেশের দশের 
কঠিন পরিণতি 
ঐ যে ডাক্তার ঐ যে মুদি দোকানদার ঐ যে পুলিশ ও যে কৃষক অদৃশ্য এই শত্রুর
বিরুদ্ধে টিকে থাকার লড়াইয়ে ওরাই হাতিয়ার
ওদের লাল সালাম ওদের জানাই সম্মান।
আমরা সবাই যেন এই প্রার্থনা করি,
আমরা যেন করিতে পারি জয়, করোনা মহামারী।
সম্মিলিত প্রচেষ্টায়, আমাদের হয়না যেন ত্রুটি।
আমাদের যেন করতে হয়না বরণ কঠোর পরিণতি।
 ১২ টি
    	১২ টি    	 +২/-০
    	+২/-০২|  ১৭ ই এপ্রিল, ২০২০  সকাল ১১:২৮
১৭ ই এপ্রিল, ২০২০  সকাল ১১:২৮
সাইন বোর্ড বলেছেন: জানিনা আমাদের সামনে কি অপেক্ষা করছে ।
৩|  ১৭ ই এপ্রিল, ২০২০  দুপুর ১২:৩৪
১৭ ই এপ্রিল, ২০২০  দুপুর ১২:৩৪
নেওয়াজ  আলি বলেছেন: 
 চা দোকানে এখনো ভালোই আড্ডা জমে।
৪|  ১৭ ই এপ্রিল, ২০২০  দুপুর ২:২০
১৭ ই এপ্রিল, ২০২০  দুপুর ২:২০
রাজীব নুর বলেছেন: গত কয়েকদিন দরে আপনার কবিতা গুলো অসাধারন হচ্ছে।
৫|  ১৭ ই এপ্রিল, ২০২০  বিকাল ৫:৫২
১৭ ই এপ্রিল, ২০২০  বিকাল ৫:৫২
সেলিম আনোয়ার বলেছেন: বিজন রয় কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা আপনার জন্য।
৬|  ১৭ ই এপ্রিল, ২০২০  বিকাল ৫:৫৩
১৭ ই এপ্রিল, ২০২০  বিকাল ৫:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: সাইন বোর্ড পরিস্থিতি আশঙ্কাজনক।
৭|  ১৭ ই এপ্রিল, ২০২০  বিকাল ৫:৫৪
১৭ ই এপ্রিল, ২০২০  বিকাল ৫:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলি চা দোকানের বন্ধ করতে হবে।
৮|  ১৭ ই এপ্রিল, ২০২০  বিকাল ৫:৫৫
১৭ ই এপ্রিল, ২০২০  বিকাল ৫:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর কবিতা আমি লিখি না।
৯|  ১৭ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:০৬
১৭ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:০৬
ইসিয়াক বলেছেন: দরকার হলে কার্ফু দিতে হবে।
সামনে কৃষি ক্ষেত্রে আরো বেশি নজর দিতে হবে। এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না। 
কবিতায় ভালো লাগা।
১০|  ১৭ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:১৭
১৭ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
১১|  ১৭ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:৩৮
১৭ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:৩৮
চাঁদগাজী বলেছেন: 
বাংলাদেশের প্রশাসনের লোকেরা গড়ে ৮ ঘন্টা সরকারী কাজ করেন?
১২|  ১৭ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:২২
১৭ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:২২
সেলিম আনোয়ার বলেছেন: এর কোন সদুত্তর আমার কাছে নেই। কেন যেন মনে হয় সব সূবিধাবাদী।
©somewhere in net ltd.
১| ১৭ ই এপ্রিল, ২০২০  সকাল ৯:৫০
১৭ ই এপ্রিল, ২০২০  সকাল ৯:৫০
বিজন রয় বলেছেন: প্রার্থনা।
যারা অত্যন্ত ঝুকি নিয়ে কাজ করছে তাদের লাল সালাম।