নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

পাখিদেরই আছে কেবল উড়ার স্বাধীনতা!!!!

২১ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:১৪


স্নিগ্ধ সকাল ঘুম ভেঙে উঠেছি সকালে
নির্মল বাতাস ফুসফুসে নিই ভরে
আনমনে চেয়ে থাকি ঘরের বাহিরে,
বসে করিডোরে অলস শহর
কেহই যে নেই ঘরের বাহিরে।
যান্ত্রিক নগর যেন ঘুমিয়ে আছে
দুচোখে তার কর্মমুখর দিনের প্রত্যাশা,
গোটা পৃথিবী জুড়ে
মানুষের যে নেই এখন চলার স্বাধীনতা!
লকডাউনে প্রেমটাউন জুড়ে অবাক শূন্যতা।
মুঠোফোনে সকল প্রেম ভরে প্রজাপতি মন
গৃহবন্দি এখন ,
সারা পৃথিবীটা যেন একটি বন্দী কারাগার
ভালোবেসে কাছে আসা সবার মানা।
শুধু পাখিদেরই আছে স্বাধীনতা,
পাখি গুলো মনের আনন্দে উড়ে
মৃদু মন্দ হাওয়া বয়ে যায়।
শিকারী এখন গৃহবন্দি
বাইরে যাওয়া যে তার মানা
বাহিরে কেবল থাকে কিছু মানুষ
ভিক্ষা বৃত্তি যাদের জীবিকা
ওরা কোভিড নাইনটিন বয়ে বেড়ায় সাথে
ওরা পরিযায়ি পাখি হয়ে রাজপথে ঘুরে
আমাদের বাস এখন_____ বন্দী কারাগার
আমাদের বাস এখন______ মরণ উপত্যকা
এই যে সুন্দর স্নিগ্ধ সকাল,
পাখিদেরই আছে কেবল উড়ার স্বাধীনতা।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:২৭

রাফা বলেছেন: ওরে তবুও তোরা যাসনে কেউ ঘরের বাহিরে.....

করোনা আমাকে উপলব্দি দিয়েছে অবরুদ্ধ শহরের নিপিরীত জনতার কষ্ট ও বেদনার ।
কাশ্মির/ফিলিস্তিন আরো কত কত শহর।

ধন্যবাদ,সে.আনোয়ার।ভালো থাকলে ভালো রাখা যায়।

২| ২১ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:৫২

ফারহানা শারমিন বলেছেন: আনমনে চেয়ে থাকি ঘরের বাহিরে।

৩| ২১ শে এপ্রিল, ২০২০ সকাল ৮:০১

সাদা মনের মানুষ বলেছেন: জানিনা কবে আমরা আবার কোয়ারেন্টাইন মুক্ত হয়ে পাখিদের মতো উড়তে পারবো।

৪| ২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৪

সাইন বোর্ড বলেছেন: পাখিদের পরীক্ষা করলে বোঝা যেত, ওদের মধ্যেও করোনা আছে কিনা । কবিতার অনুভব ভাল লেগেছে ।

৫| ২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: বরাবরের মতো ভালো। তবে আমরাও যে হাঁপিয়ে উঠেছি।‌‌‌‌কবে হবে এই ক্রান্তিকালের অবসান?

৬| ২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: পাখিরা নিষ্পা্প।

৭| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫০

নেওয়াজ আলি বলেছেন: সুসভ্য,  লেখা

৮| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: রাফা কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।

৯| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: ফারহানা শারমিন আমরা এখন সবাই যেন বন্দী খাঁচার পাখি।

১০| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: সাদা মনের মানুষ আমরা বন্দী জীবন যেন মুক্ত বিহঙ্গ হয়।

১১| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: সাইন বোর্ড বাদুড় থেকে নাকি কোভিড নাইনটিন এর
উৎপত্তি ।

১২| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: পদাতিক চৌধুরী যথার্থ কমেন্টে অনেক ধন্যবাদ।

১৩| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫০

সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর পাখিরা অবশ্যই নিষ্পাপ আর মানুষ আশরাফুল মাখলুকাত।

১৪| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫০

সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলী কমেন্টে ধন্যবাদ।

১৫| ২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৯

দজিয়েব বলেছেন: আমরাও কিন্তু উড়তে পারি ভাই, আমাদের মনে।

০৯ ই জুন, ২০২০ বিকাল ৪:২২

সেলিম আনোয়ার বলেছেন: দজিয়েব চমৎকার উপলব্ধি । কমেন্টে অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.