|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এতোদিন পরে তোমার উড়িবার হইলো সাধ,
আমি মেলেছি ডানা আমি থেকেছি চেয়ে নির্বাক,
অনন্ত প্রতীক্ষায়।
তুমি উড়োবে ইচ্ছে ঘুড়ি কবে মনের মতন করে
তুমি বেড়িয়ে আসবে কবে 
শামুকের খোলস ছেড়ে? লজ্জাবতী লতা 
তুমি স্বীকার করবে কবে?
তোমার আমার কালোত্তীর্ণ প্রেম 
আর কতদিন বলো 
রবে লুকিয়ে মেঘের আড়ালে?
জানি আমি ভীষণ রকম ঋণী তোমার প্রেমে
তুমি ও কী কম? আমার মতন এমন ভালোবাসা
বলো বেসেছে কে কোন কালে?
লাইলী-মজনু শিরি-ফরহাদ তারা কি
পেরেছে কবিতায় আমাদের মত করে?
আমাদের কালজয়ী প্রেম যেন সতত প্রবাহমান নদী
কোভিড নাইনটিন মহামারী জয় করে।
অতঃপর মেঘ কেটে গেল তুমি বেড়িয়ে এলে
বাধার পাহাড় ঠেলে তুমি দাঁড়ালে খোলা চুলে
ইচ্ছে ঘুড়ি উড়িয়ে দিয়ে জানিয়ে দিয় গেলে
তুমি শুধুই আমার অনন্ত কাল ধরে।
 ৬ টি
    	৬ টি    	 +০/-০
    	+০/-০২|  ২২ শে এপ্রিল, ২০২০  দুপুর ১২:৪৪
২২ শে এপ্রিল, ২০২০  দুপুর ১২:৪৪
নেওয়াজ আলি বলেছেন: অতুলনীয় লেখা।
৩|  ২২ শে এপ্রিল, ২০২০  দুপুর ২:২৬
২২ শে এপ্রিল, ২০২০  দুপুর ২:২৬
সেলিম আনোয়ার বলেছেন: Subded ghosh ১ম কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৪|  ২২ শে এপ্রিল, ২০২০  দুপুর ২:২৭
২২ শে এপ্রিল, ২০২০  দুপুর ২:২৭
সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলী ধন্যবাদ।
৫|  ২২ শে এপ্রিল, ২০২০  বিকাল ৩:২৮
২২ শে এপ্রিল, ২০২০  বিকাল ৩:২৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
৬|  ২৪ শে এপ্রিল, ২০২০  রাত ৯:৩৪
২৪ শে এপ্রিল, ২০২০  রাত ৯:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১| ২২ শে এপ্রিল, ২০২০  দুপুর ১২:১৬
২২ শে এপ্রিল, ২০২০  দুপুর ১২:১৬
Subdeb ghosh বলেছেন: ভালো লেগেছে।