নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

দূরন্ত বিপ্লব!!!!

২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:২০


তখন আমার বয়স মোটে আঠাশ,
সামনে এসে দিলো ধরা সোনার হরিণ
যেন অনন্ত এক আকাশ,
তখন আমার স্বপ্ন দেখার বয়স
চোখে আমার অনেকখানি রঙ
সামনে আমার সমৃদ্ধ এক ভবিষ্যতের হাতছানি
তখন আমি ভীষণ সুদর্শন
তখন আমার ঘর বাঁধার বয়স
তখন আমি অনেক ভালো ভীষণ রকম
এমন সময় অযাচিত এক ঝড় এসেছিলো
প্রচণ্ড সেই ঝড় সব কিছু ভেঙে দিয়ে গেলো
মনে হলো ধরণী যদি হয়ে যেত দ্বিধা
তখনই পারতো তাতে হতে আমার সমাধিটা,
আমার সঙ্গে ভাগ্য বঞ্চিত অনেক জনই ছিল
তাদের কথা ভেবে
ঘর ছেড়ে রাজপথ তাই সঙ্গী আমার হলো
পবিত্র শহিদ মিনার তখন আমার বাড়িঘর
বিপ্লবে সংগ্রামে তখন দিন শ্লোগান মুখর ।
তখন থেকেই পবিত্র শহীদ মিনার
আমার ঠিকানা, সুদীর্ঘ ছয়মাস
মৃত্যু ভয়ের পরোয়া তাই আমি করিনা ।
আমি তখন গরম খবর দৈনিক পত্রিকায়
আমি তখন গোল টেবিলে সবার আলোচনায়।
আমি তখন আন্দোলনের সফল রূপকার
প্রতিশ্রুতি আদায় করে তবেই ফিরি ঘরে
মোনাফেক তো সেই প্রতিশ্রুতি যে তোরে।
ওয়াদা দিয়ে ক'জনা এখন আছে কবরে
জানি না কি হাল হবে তাদের রোজ হাশরে।
শুধু জানি সত্যের হবেই হবে জয়
মজলুমের ফরিয়াদ কভু ব্যর্থ হবার নয়
স্রষ্টার দরবারে , মোনাফেকের অবস্থান
জাহান্নামের সর্বনিম্ন স্তরে, আবারো বলি
সত্যের জয় হবেই হবে এই অবণীর পরে।
এখন আমি চল্লিশের কোঠায়
চেহারায় এখন আর নেই সেই আগের রোশনাই
আমার এই জীবনে অকারণে কারো কোন অনিষ্ট করি নাই,
আদালতের রায় আমার পক্ষে আছে
প্রভুর দরবারে আমি শুধু ন্যায্য বিচার চাই।



মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৩২

নেওয়াজ আলি বলেছেন: Excellent

২| ২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

৩| ২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৮

দজিয়েব বলেছেন: বিপ্লবী কবিতা

৪| ২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৪

ফারহানা শারমিন বলেছেন: অসাধারণ।

৫| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২৪

সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলী কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।।

৬| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২৫

সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।

৭| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২৬

সেলিম আনোয়ার বলেছেন: দজিয়েব অনেক ধন্যবাদ।

আমি ও চির বিদ্রোহী রণ ক্লান্ত।

৮| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২৭

সেলিম আনোয়ার বলেছেন: ফারহানা শারমিন রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ আমার মতো পারে নি অমন করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.