নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

খোশ আমদেদ মাহে রমজান!!!!

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০৪

উঠেছে চাঁদ সুতোর মতো
অমিত এক সম্ভাবনার প্রতীক হয়ে,
আজ থেকে তাই হলো শুরু পবিত্র রমজান
আজ থেকেইই শৃঙ্খলিত ইবলিশ শয়তান ।
আমলের মর্তবাও গেলো বেড়ে বহুগুণে,
এই মাসের একটি নফল
অন্যমাসের ফরয বরাবর
একটি ফরয করলে আদায়
সত্তর ফরযের সওয়াব পাওয়া যায়,
এমনি করে সকল আমলে
অনেক বেশি পূণ্য মিলে মাহে রমজানে।
সেহরি আর ইফতারে হয় দোয়া কবুল রোজ
এই মাসে নেই হিসেব তাতে করলে ভূড়িভোজ।
রহমত মাগফিরাত নাজাত
পবিত্র এই মাসেই শুধু আছে
মহান আল্লাহর অশেষ কৃপায়
এমন মাস ভাগ্যবানের ললাটেই শুধু জুটে।
এই দিনে করলে দান সত্তর গুণ বেশি পূণ্যবান
ত্রাণ বিতরণে ও অমন নেকি বেড়ে যাবে,
চাওয়ার মতো চাইতে পারলে
কোভিড নাইনটিনের কবল থেকে ও
চিরো মুক্তি মিলে যাবে।
প্রশংসা করি তাই মহান আল্লাহর
এমন বরকতময় মাসে সুযোগ করে দেবার,
খোশ আমদেদ ‌মাহে রমজান
খোদার রাহে তাই মম শোকরান
তাঁরা কতনইনা ভাগ্যবান
যারা পেলেন এই রমযান
এমন পবিত্র ক্ষণে এই করি প্রার্থনা
কোভিড নাইনটিনের কবল থেকে
রক্ষা করো হে প্রভু পৃথিবীর সব মানুষ
দূর করো এই অযাচিত করোনা যন্ত্রণা।
করুনাময় প্রভু তাদের করোগো তুমি ক্ষমা,
দাও গো হেদায়েত, দয়ার সাগর
তা থেকে কাউকে তুমি বঞ্চিত করোনা।



মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মালয়েশিয়াতে আজ আমরা একটি রোজা করলাম।

২| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২০

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন আপনাকে। অভিনন্দন যারা সবাই বেঁচে আছে।

৩| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০৪

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,




খোশ আমদেদ।

শেষের লাইনটিতে আপনি সৃষ্টিকর্তার কাছে তাঁর দয়া থেকে পৃথিবীর কাউকেই বঞ্চিত না করতে বলেছেন। অথচ আজ
দুপুরে টেলিভিশনের খবরে জুমার নামাজের চিত্র দেখলুম। সেখানে সাক্ষাতকার গ্রহনকারীর কাছে একজন মুসুল্লিকে (?) বলতে শুনলুম, তিনি নাকি আল্লাহতায়ালার কাছে দোয়া চাইছেন সকল মুসলমানকে তিনি যেন করোনা থেকে ভালো রাখেন।
কেন মুসলমান ছাড়া পৃথিবীতে আর মানুষ নেই? এই সংকীর্ণ মানসিকতার অল্পবুদ্ধির মুসলমান (?) দিয়ে কি হবে মুসলিম জাতির ????

৪| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০৮

সেলিম আনোয়ার বলেছেন: শ্রদ্ধেয় আহমেদ জী এস

ওটা ক্ষুদ্র হৃদয়ের পরিচয়। প্রতিটি মানুষ ই গুরুত্বপূর্ণ।
আল্লাহ যেন সকল মানুষ কে হেদায়েত দান করেন।
সকল মানুষ কে করোনা মহামারী থেকে রক্ষা করে।

৫| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১১:০৪

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

৬| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৪৭

নেওয়াজ আলি বলেছেন: সুনিপুন ।

৭| ২৫ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৫

সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নূর কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।

৮| ২৫ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৫

সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলি ধন্যবাদ।

৯| ২৬ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫১

ইসিয়াক বলেছেন: মাহে রমজানের শুভেচ্ছা রইলো সেলিম ভাই্।

০৮ ই জুন, ২০২০ সকাল ১১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভেচ্ছা রইলো ইসিয়াক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.