নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এ যাত্রায় বেঁচে গেলে,
আমি হবো সেই চিলা ঘুড়িটা
অপার মুগ্ধতায় তুমি চেয়ে থাকো যার পানে
তোমার হাতে যার নাটাই,
কথা দিলাম তুমি যখন যেথায় চাবে
আমি উড়ে উড়ে পৌঁছে যাবো
ঠিক সেখানটায়, আকাশের সীমানায়
ইচ্ছে হলে সুতো টেনে টেনে
নিও গো আমায় তোমার কাছে টেনে
তোমার সোনার হাতে কোমল পরশে
একান্ত অধিকারে, রেখে দিও তারে
তোমার শয়ন খাট আর দেয়ালের চিপায় ঘরে
তুমি নিশ্চিন্তে দিও গো ঘুম তারপর
তোমার ইচ্ছে হলে
আবার তুমি সঙ্গী করো তোমার অবসরে
তোমার বাড়ির ছাদে অপার মুগ্ধতায়
যেথা আমি সেই ইচ্ছে ঘুড়ি
তোমার হাতে যার নাটাই, আসে যদি ঝড়
টেনে নিও এই আমারে তোমার কোলের উপর
এ যাত্রায় বেঁচে গেলে আমি হবো রং তুলি
তোমার ক্যানভাসে, তোমার মনের স্বপ্নগুলি
এঁকে দেবো মনের মতন করে,
এ যাত্রায় বেঁচে গেলে আমি হবো তোমার
সোনার অলংকার ইচ্ছে হলে পড়বে তুমি
আরশিতে চেয়ে দেখবে তুমি
ইচ্ছে হলে রেখে দেবে তালাচাবি মেরে
সিন্ধুকে তোমার।
এ যাত্রা বেঁচে গেলে তোমার চলার পথের
পথিক হবো আচরণে সঠিক হবো
তোমার নৃত্য গীতি হবো
তোমার ছাদে দোলনা হবো
চাঁদের হাসির বাঁধ ভাঙে যেথা ভরা পূর্ণিমায়
তোমার খেলার পাপেট হবো
সুইমিং পুলে তোমার ডুব সাতার হবো
তোমার সুখ পাঠ্য গল্প কবিতার বইটা হবো
আয়েশি এক দুপুরে তোমার পায়ের নূপুর হবো
ফাগুনের মোহনায় নৃত্য হয়ো তুমি
একান্ত বাধ্যগত ছাত্র হবো
তোমার নাটকের নাট্য মঞ্চ হবো
অনেক প্রেমে কথা কবো,
তোমায় পাঁজা কোলে তুলে চাঁদনী রাতে
রূপোলি জোস্না স্নানটা হবো
এ যাত্রায় বেঁচে গেলে
তোমার গভীর প্রণয় হবো প্রাণের ও বাঁধনে
এ যাত্রায় বেঁচে গেলে
তোমার আনন্দ ঘন ক্ষণটা হবো পরম যতনে
তোমার উতলা মনটা হবো
ঘুঘু ডাকা হিজলের বনটা হবে
এ যাত্রায় বেঁচে গেলে সমুদ্রের পাড়ে
আছড়ে পড়া ঢেউ হবো
সমুদ্র সৈকতে বালুচরে নগ্ন পায়ে
গোধূলির আলো গায়ে মেখে
তোমার খোলা চুলে আঙুল ছুঁয়ে
অস্তাচল ক্ষণটা হবো
দুচোখে চোখ রেখে নির্বাক
সুখপাঠ্য কবিতা হবো
তোমার আবৃত্তির সুখটান হবো
অঘোর বর্ষণ ক্ষণে গোটা এক শহর হবো
তোমার প্রেমে লকডাউন প্রেম টাউন হবো
তুমি তো জানো তুমি আমার ভেন্টিলেটর
মুমূর্ষু এই প্রাণে অক্সিজেন
তুমিই শুধু দিতে পারো
এই ফুসফুসের বিশোধনে মাত্র পনের দিনে
এ যাত্রায় বেঁচে গেলে
আমি তোমার শূন্যস্থান পূরণ হবো
আমি তোমার ঐ ঘুড়িটা তোমার ঐ মনচুরিটা
আমি শুধু যাবো উড়ে তুমি চেয়ে মুগ্ধ চোখে
ইচ্ছে হলে হ্যাঁচকা টানে টেনে নিবে
তোমার কুসুম কোমল বুকে
এ যাত্রায় বেঁচে গেলে অযাচিত ব্যথা গুলো
দূরে সরিয়ে আমি দেশের মাটি হবো
চলার পথে ধূলি হবো
আমি রাখাল ছেলে হবো তুমি হবে গায়ের বধূ
সোনাপাখি আমি তোমার ইচ্ছে পাখি
এ যাত্রা বেঁচে গেলে আমরা দু'জন
পাখির কূজন ভোরের রবি অনন্ত প্রেমে
তুমি আমি মাখামাখি।
ছবিঃ রাজীব নূর
০৮ ই জুন, ২০২০ সকাল ৯:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: আপনার দেয়া ছবি দো হলো ।
২| ২৫ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩০
সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর মোবাইল ভার্সনে ছবি দেয়ার সুযোগ নেই।
বাসায় সালমানের কারণে ল্যাপটপ বের করে কাজ করা যায় না। কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
৩| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩০
নেওয়াজ আলি বলেছেন: অনন্য লেখা। শুভেচ্ছা । দোয়া রইলো
৪| ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলি কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।
৫| ২৬ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫০
ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।
শুভকামনা।
০৮ ই জুন, ২০২০ সকাল ৯:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।
৬| ০৮ ই জুন, ২০২০ দুপুর ১২:৩৫
পদ্মপুকুর বলেছেন: আপনার কবিতা নিয়ে তো কিছু বলার নেই কিন্তু শিরোনাম নিয়ে কথা আছে। করোনার ছুটির প্রথমদিকে টিভিতে এই শিরোনামে একটা কবিতা প্রচারিত হতো, বিষয়টা আমার পছন্দ হয়নি। প্রথমত: 'এ যাত্রায় বেঁচে গেলে' কথাটাই একটা সুবিধাবাদী ফাঁকিবাজী বাঙালি স্টেটমেন্ট। সাধারণত বাঙালিরা যখন বিপদে পড়ে, তখন এই স্টেটমেন্ট ব্যবহার করে। বিশেষত পরীক্ষার আগে।
দ্বিতীয়ত: ব্যক্তিগত আগল ভেঙে ওই কবিতায় অন্যের হওয়ার যে সার্বজনীন কথা বলা হচ্ছিলো, তার পেছনে আদতে স্বার্থপর হওয়ার বাণীই ছিলো বলে আমার মনে হয়েছে। এ জন্য ব্যক্তিগতভাবে আমার ভালো লাগেনি। আমি এটা নিয়ে লিখবো বলে ভেবে রেখেছিলাম। হয়নি শেষ পর্যন্ত।
আপনার এটা অবশ্য সেরকম না, প্রেমের কবিতা। ভালো থাকবেন কবি।
০৯ ই জুন, ২০২০ দুপুর ২:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: শিরোনাম বা নামে কি আসে যায়। আমার যেখানে প্রশ্ন জেগেছে সেটা বদলিয়ে দিয়ে নিজের মত লিখে ফেলি। অনেক সুন্দর শিরোনামের কন্টেন্ট ভালো হয় না বা শিরোনামের প্রতি যথাযথ নাও হতে পারে। তখন কি হওয়া উচিৎ তেমন করে লেখা ।
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৫
রাজীব নুর বলেছেন:
কবিতার সাথে একটা ছবি দেন।
এই নিন আমি একটা ছবি দিলাম।