|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
উলুবনে মুক্ত ছড়িয়ে নেই কোন লাভ,
সময়ের অপচয় তাতে হবে শুধু সার।
উলুবন আগে তো ছিলনা এখন হয়েছে
ভালোবাসার বিনিময়ে তোমার ছলনায়
বিশ্বাসের মেরুদন্ড ভঙ্গ হয়েছে।
গোয়ালে পুড়া গরুর যেমন
বিজলীর আলোয়  ভয়,
তোমার আশ্বাস বাণী লোক দেখানো
অবিশ্বাসী প্রাণে শুধু  সেই সংশয়।
প্রহসনে প্রহসনে হৃদয়টা ক্ষতবিক্ষত
সোনাবন এখন তাই উলুবনেরই মতো
আসল উলু তো আসলে তুমি
ত্রাণ দান প্রার্থনা যাই করো
 তোমার সবই ভণ্ডামি...
জনসেবার টাকা লোভী গ্রীবায় করো আত্নস্যাৎ
উপরে উপরে তোমার অবয়বে মস্ত দাতার ভাব
দাতা নও তোমরা আসলে বিজ্ঞাপন দাতা
ভিক্ষুক নাজিমুদ্দিনরাই এসময়ের ত্রাতা।
এখন যে দারুন দুঃসময়,
লকডাউনে বন্দী পৃথিবী যেন থেমে গেছে
সাধু নামে অসাধুতা এখনও সচল আছে
অসাধু ব্যবসায়ী প্রকাশক কুকুরের ও অধম
মুখোশ যতই খাসা হোক আসলে মাক্কল ফল।
 ৮ টি
    	৮ টি    	 +২/-০
    	+২/-০২|  ২৬ শে এপ্রিল, ২০২০  বিকাল ৪:৫৮
২৬ শে এপ্রিল, ২০২০  বিকাল ৪:৫৮
রাজীব নুর বলেছেন: সেলিম ভাই খুব সুন্দর কবিতা। পড়ে ভালো লাগলো।
৩|  ২৬ শে এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:৪৮
২৬ শে এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:৪৮
ইসিয়াক বলেছেন: মানুষ আরো মানবিক হোক।
চমৎকার কবিতা।
৪|  ২৬ শে এপ্রিল, ২০২০  রাত ৮:৫০
২৬ শে এপ্রিল, ২০২০  রাত ৮:৫০
সাইন বোর্ড বলেছেন: চোরে না শোনে ধর্মের কাহিনী ।
৫|  ২৬ শে এপ্রিল, ২০২০  রাত ৯:০৫
২৬ শে এপ্রিল, ২০২০  রাত ৯:০৫
রাজীব নুর বলেছেন: আজকাল আপনি কবিতার সাথে ছবি দেন না কেন??
৬|  ২৭ শে এপ্রিল, ২০২০  সকাল ৯:৫৫
২৭ শে এপ্রিল, ২০২০  সকাল ৯:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: পদাতিক চৌধুরী কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
৭|  ২৭ শে এপ্রিল, ২০২০  সকাল ৯:৫৮
২৭ শে এপ্রিল, ২০২০  সকাল ৯:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
৮|  ২৭ শে এপ্রিল, ২০২০  সকাল ১১:৫৬
২৭ শে এপ্রিল, ২০২০  সকাল ১১:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: ইসিয়াক সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৬ শে এপ্রিল, ২০২০  বিকাল ৪:৩৩
২৬ শে এপ্রিল, ২০২০  বিকাল ৪:৩৩
পদাতিক চৌধুরি বলেছেন:
ভিক্ষুক নাজিম উদ্দিনরাই এখন ত্রাতা।
অসাধুরা মিশে আছে দানশীলের ছদ্মবেশ ধরে।
শুভেচ্ছা প্রিয় কবি ভাইকে।