নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রত্যয়

২৯ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪০

ভালোবাসার বিষাদ জোছনামাখা রাত
দূর হতাশার আঁধারে মুখ ঢেকে
তবু জেগে থাকে পৃথিবীর চোখ অমিত সম্ভাবনায়;
শুধু মনে হয় একদিন দূর হয়ে যাবে
সব জীর্ণ মতবাদ, একদিন পৃথিবী
আবারো সাজিবে নববধূ সাজ ,
আনন্দলোক আবারো উঠিবে জেগে
আবারো আসিবে রাঙা প্রভাত
ভোরের আবির মেখে, মুক্ত পৃথিবীর বুকে।
রংধনুর সাত রঙ উঠিবে আবার
বৃষ্টি বিধৌত পরিচ্ছন্ন পৃথিবীর আকাশে,
ইতিহাসের পাতায় আবারো লেখা হবে
বিশ্ব মানবতার বিজয়ের ইতিহাস।
পরিবর্তিত বিশ্বে ব্যথা ভরা কাব্য গুলো
পাতা ঝরা মর্মর ধ্বনিতেই মিশে যাবে
সময়ের কড়াল গ্রাসে । তবুও টিকে রবে
মানব ভ্রূণ, আরও পরিচ্ছন্ন
আরও পুত পবিত্র পৃথিবী দৃষ্টি গোচর হবে
ধ্বংস হবে প্রহেলিকা,
শুধু টিকে রবে আমাদের অপ্রগলভ প্রেম
চিরন্তন শাশ্বত সুন্দর রূপে।
আবারো হবে অবসান রূদ্ধদ্বার বন্দী জীবনের
অসত্য বিনাশ হয়ে আমাদের দুজনার
প্রেম ঠিকই রয়ে যাবে,
নতুন এক মানবিক বিশ্বে ।
ধরে নাও, এ বন্দী জীবন নয়
ধরে নাও, এ শুধু ক্ষণিকের শীতনিদ্রা
ধরে নাও, এই ক্ষণ পূর্ব প্রস্তুতির
সম্ভাবনার অঙ্কুরোদগমে,
এ যে নিয়তি, স্রষ্টার অমোঘ বিধান ..
আবারো তোমার আমার প্রেম হবে ;
কবিতার সম্ভারে ঐশ্বর্য লয়ে বুকে
প্রচণ্ড জৌলুশে; যেমন করে শীত শেষে
বসন্ত আসে ভালোবাসার আবির মেখে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

বজলুর রহমান কাদের বলেছেন: কবিতাটা ভালো লাগলো ভাই।তবে "আবারো" এই শব্দ টা নিয়ে আমি একটু কনফিউশনে আছি।

২| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩১

নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো ।

৩| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

৪| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: বজলুর রহমান প্রেমে জোয়ার ভাটা আছে। প্রেম বারবার আসে।

৫| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলি কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।

৬| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৫২

সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা রইল আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.