নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

জেগে ওঠো বিবেক, জেগে ওঠো মানবতা!!!!

৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:০৯

জেগে ওঠো বিবেক, জেগে ওঠো মানবতা!
_____________________________________
জেগে ওঠো বিবেক! জেগে ওঠো জেগে ওঠো,
ঘুমিয়ে থেকো না আর। জেগে ওঠো মানবতা!
জেগে ওঠো জেগে ওঠো ,
জীবন্ত আগ্নেয়গিরির জলন্ত লাভার মতো,
এখনই সময়! এখনই সময় !!
দূর থেকে ভেসে আসে অসহায় মানুষের আর্তচিৎকার,
পৃথিবীর বুক জুড়ে লাশের মিছিল বুভুক্ষের আর্তনাদ
সহিতে পারিনা আর।
এ যেন অযাচিত পরাজয় মানব সভ্যতার।
জেগে ওঠো সুমহান মানবতা,
বিভেদের মন্ত্রগুলি জ্বালিয়ে পুড়িয়ে করো ছারখার,
দূর করো বিভেদের সব ভ্রান্ত মতবাদ।
এখনই সময় হে মানবজাতি সকল বিভেদ ভুলে
একসাথে ঘুরে দাঁড়াবার,
এখনই সময় পরস্পরকে ভালবেসে
কোভিড নাইনটিন মহামারী রুখে দিতে
ইস্পাত কঠিন ঐক্য গড়ে একসাথে বাঁচার।
আমাদের পারতেই হবে যে,
আমাদের পারতেই হবে সকল বিভেদ ভুলে
করো হে মানব দৃঢ় অঙ্গীকার,
অন্য কোন পথ নেই অবশেষ আর
নাইলে অস্তিত্ব থাকিবে না আর।
ষড়রিপু পদদলে জাতীয় ঐক্য গড়ে
হিংসা বিদ্বেষ ভুলে বিশ্ব মানবতার ধ্বজা ধরে
জেগে ওঠো বিবেক; জেগে ওঠো মানবতা!
এর অন্যথা হলে রক্ষা নেই আর।
এখনই সময় এখনই সময় বিলম্ব করোনা আর।
পাপের পাহাড় ভেঙে হইতে হইবে পাড় ;
রূদ্ধদ্বার বদ্ধ থেকে ইস্পাত কঠিন দৃঢ়তায়,
সামাজিক দূরত্ব বজায় রেখে
দূরে দূরে থেকে যার যা কিছু আছে
অকাতরে বিলিয়ে দিয়ে সেবার মন্ত্রে দীক্ষিত হয়ে
অতীত ব্যথা ভুলে করিতে হইবে পাড়
অযাচিত এই পারাবার,
এখনই সময়, এখনই সময়!
আত্নসচেতনার বর্ম পড়ে ঘুরে দাঁড়াবার!
কোভিড নাইনটিন রুখে দাঁড়াবার।
জেগে ওঠো বিবেক, জেগে ওঠো মানবতা!
আমরা মানুষ সৃষ্টির লগ্ন থেকে
মহান স্রষ্টার অশেষ কৃপায়
পৃথিবীর ইতিহাসে অপরাজিত কাব্যের— আমরাই জন্মদাতা ।
জেগে ওঠো জেগে ওঠো অটুট বন্ধন,
জেগে ওঠো জেগে ওঠো ভ্রাতৃত্ববোধ,
মানবের মাঝে মানবতার ধ্বজা ধরে
জেগে ওঠো জেগে ওঠো বিবেক,
প্রবল পরাক্রমে কোভিড নাইনটিনের সলিল সমাধি করে;
জেগে ওঠো জেগে ওঠো....




মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৪৮

রাজীব নুর বলেছেন: বর্তমান সমাজে মানুষের বিবেক আছে কিন্তু সেটা জাগ্রত নয়।
সামনের দিন গুলোতেও জাগ্রত হওয়ার সম্ভব না।

২| ০১ লা মে, ২০২০ রাত ১২:১৫

নেওয়াজ আলি বলেছেন: রমজানে মন খোলে দয়া করেন । আমাদের দেশের শাসকদের মানবতা থাকলেই আমরা মৌলিক অধিকার পাবো বাঁচতে।

৩| ০১ লা মে, ২০২০ রাত ১:১১

সেলিম আনোয়ার বলেছেন: তবুও কামনা করি । তবুও আশায় বুক বাঁধি

রাজীব নুর কমেন্ট ধন্যবাদ।

৪| ০১ লা মে, ২০২০ রাত ১:১২

সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলি ফি আমানিল্লাহ কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।

৫| ০১ লা মে, ২০২০ রাত ১:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




রোজাদারগণ সেহরীর জন্য জেগে উঠবেন কিন্তু আমাদের বিবেক ও মানবতাবোধ কি আদৌ জেগে উঠা সম্ভব? যাত্রায় হঠাৎ হঠাৎ বিবেক মঞ্চে আর্বিভাব হতেন সশরীরে কারণ বিবেকের পাঠ করতেন আস্ত একজন মানুষ! কবিতার জাদুকর সেলিম আনোয়ার ভাই বাস্তবে বিবেক বলে কি কিছু আছে? থাকলে কোথায় ভাই?

৬| ০১ লা মে, ২০২০ রাত ২:২৬

আকতার আর হোসাইন বলেছেন: কি বলব বুঝতে পারছি না। মানুষ মানুষের জন্য। জীবব জীবনের জন্য। বিবেক জেগে উঠুক। সবাই যার যার সাধ্য অনুযায়ী এগিয়ে আসুক মানবসেবায়।

৭| ০১ লা মে, ২০২০ রাত ২:২৬

আকতার আর হোসাইন বলেছেন: কি বলব বুঝতে পারছি না। মানুষ মানুষের জন্য। জীবব জীবনের জন্য। বিবেক জেগে উঠুক। সবাই যার যার সাধ্য অনুযায়ী এগিয়ে আসুক মানবসেবায়।

৮| ০১ লা মে, ২০২০ রাত ২:৪৪

চাঁদগাজী বলেছেন:



করোনার কাছে আমরা অসহায়: আমাদের না আছে ঘরে খাবার, না আছে মাথাপিছু জমি, না আছে দৃঢ় চাকুরী; আমাদের না আছে ভেকসিন নিয়ে কাজ করার ক্ষমতা, না আছে ২ মাস ঘরে থাকার মতো রসদ। এই অবস্হা থেকে বের হওয়া যায় কিভাবে?

৯| ০১ লা মে, ২০২০ সকাল ৭:২৭

সোহানী বলেছেন: বিবেক কিভাবে জাগ্রত হবে? গুটি কয়েক লোক ছাড়া কেউই তো ভালো নেই!! সবারই একই অবস্থা।

১০| ০১ লা মে, ২০২০ দুপুর ১২:২৫

সাইন বোর্ড বলেছেন: সুন্দর দিনের প্রত্যাশায়...

১১| ০২ রা মে, ২০২০ রাত ২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: বিজ্ঞ ঠাকুর মাহমুদ তারপরও প্রত্যাশা রাখি সুন্দর মানবিক এক দেশ হোক।

১২| ০২ রা মে, ২০২০ রাত ২:৩২

সেলিম আনোয়ার বলেছেন: আকতার আর হোসাইন সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

১৩| ০২ রা মে, ২০২০ রাত ২:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: চাঁদগাজী সঠিক পরিকল্পনা প্রণয়ন এবং সেটি বাস্তবায়ন করা। সততার ধ্বাজাধারি যারা তাদের দায়িত্ব দেয়া। দূর্নীতি
ঝেঁটিয়ে বিদায় করা। সম্ভব হলে সবাই কে আত্নশুদ্ধির মন্ত্রে উজ্জীবিত করা। সততা এ নম্বর গুণ। বাংলাদেশে স্বাস্থ্য কোড মেনে কয়টি প্রতিষ্ঠান চলে ? গুণে দেখতে গেলে হতাশ হবেন। এটা বাস্তবায়ন করা জরুরি।

১৪| ০২ রা মে, ২০২০ রাত ২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সোহানী নেই তাতে কি ভালো হতে হবে।

১৫| ০২ রা মে, ২০২০ রাত ২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সাইন বোর্ড সুন্দর আগামী হোক।

১৬| ০২ রা মে, ২০২০ ভোর ৬:১৩

জাফরুল মবীন বলেছেন: সময়োপযোগি যথার্থ আহবান জানিয়েছেন কবি।

০৮ ই জুন, ২০২০ সকাল ৯:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ জাফরুল মবীন কমেন্ট এবং পাঠে । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

১৭| ০৪ ঠা মে, ২০২০ দুপুর ২:৩৩

আল-ইকরাম বলেছেন: অনেক ভাল লাগল কবিতাটি পড়ে। জাগরণের কবিতা। যে কোনো দুর্যোগে এধরণের কবিতা লেখা ও তা জন সম্মুখে আবৃত্তির প্রয়োজন আছে বলে আমি বিশ্বাস করি। শুভ কামনা রইল।

০৮ ই জুন, ২০২০ সকাল ৯:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কবিতাটি পড়ে ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.