নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
মনে হয় সুদীর্ঘ দিন আছি শীতনিদ্রায়
অচেনা এক শহরে মনে হয় জীবন থেমে গেছে
সেখানে শুধু যেন বেঁচে ওঠি ক্ষণিকের তরে
শুধু তোমায় মনে করে দক্ষিণের করিডোরে
স্বপ্ন বিভোর হয়ে আদিম উদ্দমতায়।
কর্মচঞ্চল ব্যস্ত জীবন থেমে গেছে
কোভিড নাইনটিনের প্রহসনে,
তবুও তো সময় থেমে থাকে না হায়।
সুষম গতিতে তার অবিরাম পথচলা,
রাতের আঁধারে দিনের আলোয়
তোমার ভালোবাসায় সাদা কালোয়
আশায় নিরাশায় দিন কেটে যায়।
থেকে যায় শুধু স্মৃতির ভস্ম সুযোগ বুঝে
সময়ের মাঝে ঠিকই জায়গা করে নেয়
স্মৃতি কাতরতা নস্টালজিয়া
তুমি অপারজিতা ফুল,
তোমার বুকে কাঁঠাল চাঁপার ঘ্রাণ
তোমার মাঝেই যেন অদৃশ্য সরোবর
তাতে সাঁতার কেটে কেটে খুঁজে পাই যদি
জীবনের বাতিঘর।
বলো দেবে কি তোমার শহরে বাসের চূড়ান্ত অনুমোদন
এখন ও বৃষ্টি পড়ছে
মন আমার বৃষ্টি ভেজা পাখি
আমি খোলা আকাশে দু'চোখ রাখি
হ্যাঁ শুধু পাখিদেরই আছে উড়িবার স্বাধীনতা
এই ইচ্ছে পাখি বন্দী তোমার খাঁচায়,
তোমার প্রেমে ভাসতে ভাসতে কবে যেন
বৃক্ষ হয়ে গেছি ,
তবুও তো বৃক্ষের মাথার উপর খোলা আকাশ
আর আমার মাথার উপর নিরেট ছাদ।
তাকিয়ে কী আর তোমায় দেখা যায়!
তবে চোখ বন্ধ করলেই দেখি
যেন শান্তির পায়রা জোড়া
নরম কোমল উম,
বেহেশতের আরাম কেদারা,
স্বপ্ন জাল একে শুধু জেগে থাকে
তোমার দুটি চোখ ক্রমাগত স্পষ্টতরো হয়ে ।
তোমার ঠোঁটে মধুর ফোয়ারা;
বিচ্ছেদের বন্দী খাঁচায়
এখন শুধু তুমিই আমার আনন্দলোক,
তোমাকে উদাত্ত আহ্বান জানাই প্রেমে
এমন বৃষ্টি মুখর বেলায়
মেঘ বৃষ্টি আলোর খেলায়
নিরুপমা,
তোমার আমার অনন্ত অভিসার হোক।
২| ০২ রা মে, ২০২০ রাত ২:২৯
সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
৩| ০২ রা মে, ২০২০ রাত ৩:৫৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৪| ০২ রা মে, ২০২০ ভোর ৪:১৪
নেওয়াজ আলি বলেছেন: Excellent
৫| ০২ রা মে, ২০২০ ভোর ৪:২৩
মুহম্মদ নাজির হোসেন বলেছেন: অসাধারন!
৬| ০৩ রা মে, ২০২০ বিকাল ৪:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর আপনাকেও ধন্যবাদ।
৭| ০৩ রা মে, ২০২০ বিকাল ৪:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলি ধন্যবাদ।
৮| ০৩ রা মে, ২০২০ বিকাল ৪:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: মুহাম্মদ নাজির হোসেন কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১| ০২ রা মে, ২০২০ রাত ১:২২
রাজীব নুর বলেছেন: বড় সুন্দর কবিতা। সহজ সরল সুন্দর।