নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
শুভ মধ্যাহ্ন বন্ধুগণ,
আজকের দিনটা কতইনা স্নিগ্ধ মনোরম
গ্রীষ্মের দাবদাহ নেই, দক্ষিণে হাওয়া বইছে ।
আমার মনে কোন দুঃখ নেই
ও এসেছে তো, হৃদয়ে তাই ব্যথার প্রশমন
বাঁধার পাহাড় ভেঙে যেমন পাহাড়ী নদী ছুটে আসে ঠিক তেমনি।
ও বুঝেছে তো,
অপ্রগলভ প্রেম হীরকসম দৃঢ় মহামূল্যবান
ও যেন এক দূরন্ত কিশোরী মুক্ত বলাকা
ও যেন উচ্ছল চঞ্চল পাহাড়ি বালিকা
ইচ্ছে ডানায় ভর করে
নব উদ্যমে ,
শুভ দুপুর পায়ের নূপুর হাতের কংকন
সুপ্রিয় বন্ধুগণ!!
গৃহবন্দি জীবন নয়তো আজীবন
হোম কোয়ারেন্টাইন ভেঙে আমরা আবারও মুক্ত বিহঙ্গ হবো ,সামাজিক দূরত্ব বজায় রেখে
নিরাপত্তা বেষ্টনী বিরচন আমাদের বাঁচিয়ে রাখে
আজকের এই দিনটির মতন।
আপাতত শুভ সূচনা
আগামীর দিনগুলিতে এমনি করেই যেন হয়
শুভ সকাল যেন সুদীর্ঘ কাল ধরে হয়
যুগ যুগ ধরে জিও বন্ধুগণ,
ও এসেছে তো বেঁচে থাকা কতইনা আনন্দের
জীবন চলার পথে একসাথে যখন
আমরা দুইজন।
২| ০৪ ঠা মে, ২০২০ দুপুর ১:২৭
সেলিম আনোয়ার বলেছেন: শুভ মধ্যাহ্ন ইসিয়াক।
৩| ০৪ ঠা মে, ২০২০ দুপুর ১:৪০
নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগল
৪| ০৪ ঠা মে, ২০২০ দুপুর ২:১৭
আল-ইকরাম বলেছেন: কবিতাটি পড়লাম। আমি কবিতা তেমন বুঝি না। তবে পড়ার চেষ্টা করি। এ কবিতাটি আমার ভাল লেগেছে।
৫| ০৪ ঠা মে, ২০২০ বিকাল ৪:৩১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
৬| ০৪ ঠা মে, ২০২০ বিকাল ৪:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলি কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।
৭| ০৪ ঠা মে, ২০২০ বিকাল ৪:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: আল ইকরাম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
বন্ধু যদি আমার আত্মার আত্মীয় হ ই তো। অনেক ভালো কিছু এত দিনে আমি করতাম। বন্ধু রে অনেক আদর ই আর কৃরতাম। অনেক সুখেই থাকতো।
৮| ০৪ ঠা মে, ২০২০ বিকাল ৫:৩০
সাইন বোর্ড বলেছেন: শুভ দিনের অপেক্ষা, ভাল লাগল অনুভবের কথা ।
৯| ০৪ ঠা মে, ২০২০ রাত ৮:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ কবি মধ্যাহ্নের '
কবিতার জন্য। এবার কি
রাতের কবিতা হবে !!!
১০| ০৫ ই মে, ২০২০ বিকাল ৪:১৬
সেলিম আনোয়ার বলেছেন: সাইন বোর্ড কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
১১| ০৫ ই মে, ২০২০ বিকাল ৪:১৮
সেলিম আনোয়ার বলেছেন: শ্রদ্ধেয় নূর মোহাম্মদ নূরু হয়েছিল তো
আপনি তো জানেন আমি কবিতা লিখি না
কবিতা আমাকে লিখে।
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মে, ২০২০ দুপুর ১:১৮
ইসিয়াক বলেছেন: চমৎকার