নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

স্মৃতির পাতায় !!!!

০৫ ই মে, ২০২০ বিকাল ৪:১৫

তুমি ভয় পেয়েছিলে খুব..
তোমার বাড়ির দরজায়
পৌঁছে গিয়েছিল শোরগোল,
তোমার মনে আশংকা ভর করে
দৈব দৃষ্টি দিয়ে তুমি যেন দেখেছিলে
এক ভয়ানক বিধ্বংসী রূপ;
প্রাণ খুলে তুমি বলেছিলে
তোমাকে আশ্বস্ত করেছিলাম
আমাদের আড্ডা জমেছিল খুব।

তুমি চাইলেই ইচ্ছে ডানায় পৌঁছে যেতাম
তোমাকে আমার দেয়া অভয়বাণী
আজও আলোড়িত করে কি না জানি না
আমাকে তা আজ ও স্মৃতি তাড়িত করে খুব।

সেদিন শাপলা চত্বরের ক্রন্দন রোল
যেন দৈবক্রমে হঠাৎ করেই থেমে গেলো
যেন শশ্মানেরই নিরবতা নেমে এলো
ব্যস্ততম যান্ত্রিক নগরে
তুমি আমি আর তথাকথিত জাতির বিবেকবোধ
চারিদিকে শুনশান নিরবতা একদম নিশ্চুপ।


মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০২০ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা। ভাষা সুন্দর।

২| ০৫ ই মে, ২০২০ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:


আনন্দময় স্মৃতি, দু:খের স্মৃতি? কবিরা কি মানুষের মন দেখতে পান?

৩| ০৫ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:২৩

সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।

৪| ০৫ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:২৮

সেলিম আনোয়ার বলেছেন: চাঁদ গাজী কবিরা প্রেমিকার মনে রাজ করে। সেটির প্রকাশ নিরোপমা বিভিন্ন ভাবে করে থাকে। প্রেম যদি বেদনা হয় সেটি ও মধুর হয়ে থাকে।

৫| ০৫ ই মে, ২০২০ রাত ১০:৫০

নেওয়াজ আলি বলেছেন: শাপলা চত্বরের লাশ লিচুর পাতার সাথে মিশিয়ে স্তুপ করে ডাস্টবিনে ফেলেছে। কওমী শফী ভুলে গিয়েছে হালুয়ারুটি পেয়ে

০৮ ই জুন, ২০২০ সকাল ৯:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কি আর বলবো সবাই টাকার উপাসনার ব্যস্ত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.