নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আকাশ ডাকে বজ্রপাতে
বৃষ্টি নামে বেদনার আর্তনাদে,
আকাশটারও বিরহ আছে;
দমকা হাওয়া চমকে চমকে
যেন আজ চোখ রাঙালো
তোমায় আমায় ধমকে গেলো,
দু'জনা কেন দূরে থাকি?
আমি যেন কাছে আসি..
তোমার হাতে হাতটা রাখি
আমরা দু'জন যেন থাকি প্রেমে
মধুরতম সম্বোধনে
করি শুধু ডাকাডাকি ।
বসন্তে কোকিল যেমন
আমরা যেন হংসমিথুন।
কাটিয়ে বেলা অবহেলা
দূরে ঠেলে প্রেমের সরোবরে
রিমঝিম ঝিম বৃষ্টি পড়ে
তোমার কথা মনে পড়ে।
তোমার কি তেমন করে?
প্রাণ আনচান আমার লাগি!
বসন্ত রাগ উঠে জাগি,
এমন ঝড়ের রাতে।
বৃষ্টির নূপুর পায়ে অনুনাদে।
মধুরতম সঙ্গমে, মায়াবী এক বন্ধনে
কালবৈশাখী ঝড়ো হাওয়া
মেঘ থম থম প্রলয় নাচন
বাঁধনহারা তাই আমরা দু'জন
আমরা দু'জন পাগল প্রায়
সঙ্গম অভিপ্রায়ে,কামনার বাহুডোরে।
যেন একটি পাখির ভীরু বুক; দুইটি ডানা
সুখের কাঁপন মধুর স্বপন কাব্যখানা
মাথা উপর অসীম আকাশ ভেঙ্গে পড়ে।
২| ০৯ ই মে, ২০২০ রাত ২:৪৪
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লেখা
৩| ০৯ ই মে, ২০২০ সকাল ১০:৪৬
জাফরুল মবীন বলেছেন: প্রেমকাব্যখানি সুপাঠ্য ও সুবোধ্য হয়েছে প্রণয় কবি।
০৮ ই জুন, ২০২০ সকাল ৯:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: জাফরুল মবীন
কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
©somewhere in net ltd.
১| ০৯ ই মে, ২০২০ রাত ১:২৩
রাজীব নুর বলেছেন: হুম, বেশ ঝড় হলো বিষ্টি হলো। আপনি সুন্দর একটা কবিতা লিখে ফেললেন।