|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আজিকে যখন তোমায় নিয়ে
লিখছি এই কবিতা মা,
মনের অজান্তেই
গড়িয়ে পড়ে অশ্রু কফোটা।
তুমি আমার মনে গভীরতম অনুভূতি মা
তোমার কথার অবাধ্য যেন আমি হই না।
মাগো তোমার জন্য
কিছুই যে করতে পারি নাই,
মাগো তোমার আঁচল তলে 
এই অভাগারে দিও তবু ঠাঁই।
 ১০ টি
    	১০ টি    	 +০/-০
    	+০/-০২|  ১০ ই মে, ২০২০  দুপুর ২:৩৮
১০ ই মে, ২০২০  দুপুর ২:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
৩|  ১০ ই মে, ২০২০  বিকাল ৩:০১
১০ ই মে, ২০২০  বিকাল ৩:০১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মায়ের জন্য কবিতা
মনটা শান্তি পেল ।
  ০৮ ই জুন, ২০২০  সকাল ৯:৩৪
০৮ ই জুন, ২০২০  সকাল ৯:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৪|  ১০ ই মে, ২০২০  বিকাল ৪:৩২
১০ ই মে, ২০২০  বিকাল ৪:৩২
সাইন বোর্ড বলেছেন: ভাল লাগল মাকে নিয়ে অনুভূতির কথা ।
  ০৮ ই জুন, ২০২০  সকাল ৯:৩৬
০৮ ই জুন, ২০২০  সকাল ৯:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
মায়ের তুলনা ত্রিভূবনে নাই
৫|  ১০ ই মে, ২০২০  রাত ৮:২৭
১০ ই মে, ২০২০  রাত ৮:২৭
শের শায়রী বলেছেন: কবি জীবনে যখন মারাত্মক কোন বিপদে পড়লাম তখন বুজলাম আসলে "মা" "মা"ই বৃদ্ধা মা যে কিনা ঠিক মত হাটতে পারে না সেও রাস্তায় নেমে আমার বিপদে দৌড়েছে। আসলে সব মা ই এমন। কবিতায় ভালো লাগা।
  ০৮ ই জুন, ২০২০  সকাল ৯:৩৬
০৮ ই জুন, ২০২০  সকাল ৯:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
মায়ের তুলনা ত্রিভূবনে নাই
৬|  ১০ ই মে, ২০২০  রাত ৮:৩৭
১০ ই মে, ২০২০  রাত ৮:৩৭
নেওয়াজ আলি বলেছেন: শ্রদ্ধা এবং ভালোবাসা
  ০৮ ই জুন, ২০২০  সকাল ৯:৩৬
০৮ ই জুন, ২০২০  সকাল ৯:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
©somewhere in net ltd.
১| ১০ ই মে, ২০২০  দুপুর ২:০৪
১০ ই মে, ২০২০  দুপুর ২:০৪
রাজীব নুর বলেছেন: মাকে নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন।