নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তুমি যেন ভোরের আলোকবর্তিকা,
প্রাণশক্তির নির্বাক বিস্ফোরণ আমার এই বুকে
তোমার উদয়ে আমার এই জেগে ওঠা
তোমায় ভালোবেসে আমি যেন পূর্ণ বিকশিত;
বিক্ষিপ্ত অগ্নিকুণ্ড থেকে বিনম্র পুরুষ এক।
তুমি আসলে আমি ছুটে আসি তোমার কাছে
যেমন নদী ছুটে যায় সাগরের বুকে ..
তুমি যেন রজনীগন্ধা ফুল প্রণয়েরই রাতে,
তুমি যেন বেলী ফুলের মালা খোঁপা বাঁধা চুলে।
প্রজাপতি উড়ে যায় উড়ে যায় বক
তুমি যেন ইচ্ছে পাখি মম মুক্তির শপথ,
তাইতো আমিও ছুটে আসি তোমার কাছাকাছি
কোকিলের মতই সঙ্গম অভিপ্রায়ে
তাই করি রোজ ডাকাডাকি।
তুমি এলেই যেন বসন্ত নামে অনুভূতির কার্নিশে,
তুমি যেন বৃষ্টির জল তৃষিত চাতক প্রাণে
তোমাতেই যেন হয় আশার নিত্য অঙ্কুরুদগম
অমিত সম্ভাবনাময়, সোঁদা মাটির গন্ধ শুঁকে
আমি যেন ছুটে আসি
তোমাতেই যেন আছে জীবনের কাঙ্ক্ষিত সমীকরণ,
পূর্ণ শশী পূর্ণিমা রাতে যেমন
আমি চির উজ্জীবিত হয়ে তাই ছুটে আসি
ওগো প্রিয়ংবদা
স্নায়ুর মানবিক উত্থানে যেন ঈশ্বরের অনুমোদনে।
তোমার মনের ছোট্ট ঘরেই হোক
চিরস্থায়ী আবাস আমার
নিশীথ স্বপ্নসম অনন্ত জৌলুসে।
নিরুপমা তুমি দাও ওগো সাড়া
ওগো মোর সুর লহুরী তিলে তিলে গড়া
তোমার আমার এই লাল নীল সংসারে..
২| ১১ ই মে, ২০২০ রাত ১২:৪৪
নেওয়াজ আলি বলেছেন: সুনিপুণ প্রকাশ
©somewhere in net ltd.
১| ১১ ই মে, ২০২০ রাত ১২:৩৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন।