নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তুমি কোথায় খুঁজি তোমায়
তুমি হীন এই পৃথীবিটায়
বেঁচে থাকাই হলো যেন দায়।
ভেবো না ভুলে গেছি
তুমি আমার প্রাণ ভ্রমরা
ব্যথা ভরা এই জীবনে
সঙ্গোপনে ভালোবাসার কুঞ্জবনে,
সযতনে রেখেছি তোমায়,
ব্যথা হারাবার পাঞ্জেরি মোর তুমি
তাই তোমাকেই খুঁজে বেড়াই।
তোমার উপস্থিতি যেন স্বর্গীয় অনুভুতি
তোমায় দেখিগো হৃদয়ের আয়নায়
তোমায় বুকে লয়ে ডুব সাঁতারে
হতে পারি পাড় বেদনার পারাবার ,
এক নিমিষেই; তুমি হীনা ক্ষণ বিরহভার।
তুমি উঠোগো মোর চন্দ্রিমা তুমি ফোটগো মোর ফুল বকুলের শাখে, গ্রীষ্মের দাবদাহে
বৃষ্টি যেন নামে, আসে যেন ঝড়
তারপর ভেঙে দিয়ে যায় যেন সব বাঁধা
তোমার আমার প্রেমে, আমরা বাঁধিবো ঘর ।
এখন মাঝরাত মনে হয় ক-তো রাত
দেখি না তোমায়, পাই না তাই ফুলের সুবাস
তিন রঙা তিন গোলাপ খোঁপায় গুজা তোমার
কাঁঠাল চাঁপা ঘ্রাণ চাই তোমার নগ্ন বুকে
ভেজা রক্ত জবা ফুল চাই প্রেমের পদ্মাসনে।
আমি রাজা তুমি রাণী
এই বাহুডোরে তোমায় যেন পাই..
তুমি কোথায় খুঁজি তোমায়
তুমিহীন বিষন্নতায় , বুকে চিনচিনে ব্যথা
ব্যথার প্রশমনে তোমার বিকল্প নাই
এসো গো নিরুপমা খেলবো প্রেমের খেলা
মাঝরাতে তোমায় খুঁজি তাই।
২| ১৩ ই মে, ২০২০ রাত ১:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: শুভ রাত্রি । কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।
৩| ১৩ ই মে, ২০২০ রাত ২:০০
ওমেরা বলেছেন: খুঁজে খুঁজে হয়রান হবেন না। কবিতা সুন্দর হয়েছে।
৪| ১৩ ই মে, ২০২০ রাত ৩:৫৮
রাজীব নুর বলেছেন: আপনাকে শুভ রাত্রি বললাম। এদিকে আমার চোখে ঘুম নেই।
৫| ১৩ ই মে, ২০২০ ভোর ৪:৩০
নেওয়াজ আলি বলেছেন: পড়ে মন পুলকিত ।
৬| ১৩ ই মে, ২০২০ সকাল ৯:১০
জাফরুল মবীন বলেছেন: প্রণয় কবির আরেকটি সুখপাঠ্য প্রেমকাব্য।
('পৃথীবিটায়' শব্দটির ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি)
৭| ১৪ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:১৭
সেলিম আনোয়ার বলেছেন: দৃষ্টি আকৃষ্ট হলো জাফরুল মবীন। ঠিক করে দেয়া হবে।
©somewhere in net ltd.
১| ১৩ ই মে, ২০২০ রাত ১:০১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
শুভ রাত্রি।