নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বহুদিন পর ...

১৩ ই মে, ২০২০ দুপুর ১২:৪৪

বহুদিন পর গেলাম অফিসে,
হেঁটে গেলেই হতো,
রিকশা করে গেলাম
প্রিয় শহর ঢাকা বহুদিন পর লক ডাউন ভেঙে
প্রাণভরে তাই দেখার সুযোগ পেলাম,
বহুদিন পর আবারো ব্যাংকে;
হাত ফাঁকা যে , চলার মতো টাকাই ছিলনা,
একাউন্ট থেকে টাকা ওঠাতে।
হোম কোয়ারেন্টাইনে রূদ্ধদ্বার জীবন
তবুও রাস্তা গুলো আগের মতই আছে
শুধু ভীড় একটু কম পাবলিক বাস নাই
অনেক গুলো হাত বলেছে চাই চাই চাই
সাধ্যমত করেছি দান, না বলি নাই
বাসায় ফেরার পথে ভুল করি নাই
খোকন সোনার জন্য একটি খেলনা কিনিতে
কিনেছি একটি পিপিই
প্রিয়তমা সেটি নীল রঙের;
তুমিই করো অনুমান,
কখনো কি তোমায় ভুলে যাই ?
তুমি আমার সারা বেলা সকল হাসি খেলায়।
ফেরার পথে কিনেছি দুইটি তরমুজ
একটি আমি নিলাম
তোমায় রেখে একেলা কেমনে খাই
অন্যটা তাই রিকশা ওয়ালার হাতে তুলে দিলাম
ধরে নাও তোমার হয়ে দান।
রিকশা ভাড়া দিয়ে বাসায় চলে এলাম।
ঢাকার আবহাওয়া পরিষ্কার আগের চেয়ে
প্রিয় শহর ঢাকা দেখি মুগ্ধ চোখে চেয়ে..



মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০২০ দুপুর ১২:৫৪

ডিএস তারেক বলেছেন: পৃথিবী সুস্থ হোক.....
পৃথিবী সুখের হোক

২| ১৩ ই মে, ২০২০ দুপুর ১:১৩

নেওয়াজ আলি বলেছেন: অনন্য লেখা। ভালো লাগলো।

৩| ১৩ ই মে, ২০২০ দুপুর ১:২৪

মীর সাজ্জাদ বলেছেন: সুন্দর অভিব্যক্তি

৪| ১৩ ই মে, ২০২০ দুপুর ২:৩৮

সাইন বোর্ড বলেছেন: একটু বের হওয়া অবশ্যই দরকার, তবু ভয় করে । আপনি গিয়েছিলেন জেনে ভাল লাগল ।

৫| ১৩ ই মে, ২০২০ দুপুর ২:৪০

রাজীব নুর বলেছেন: এই মধ্যদুপুরে আপনার কবিতা পাঠ করলাম।

৬| ১৩ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৩০

সেলিম আনোয়ার বলেছেন: ডিএস তারেক কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।

৭| ১৩ ই মে, ২০২০ রাত ১১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলি কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।

৮| ১৩ ই মে, ২০২০ রাত ১১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: মীর সাজ্জাদ কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।

৯| ১৩ ই মে, ২০২০ রাত ১১:৫১

সেলিম আনোয়ার বলেছেন: সাইন বোর্ড আজ আক্রান্ত ১১০০ +। ঘরে থাকাই শ্রেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.