নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

গান ওয়ালা খাঁটি সোনা !!!!

১৬ ই মে, ২০২০ রাত ২:৫৩

গান ওয়ালা!!!!
___________
ও গান ওয়ালা
গুনগুনিয়ে গাহিছো তুমি গান
বর্ষণ মুখর এক ক্ষণে ,
রিমঝিম ঝিম বৃষ্টি যেন
তোমায় আকুল করে,
তুমি আপন মনে তাই গেয়ে ওঠো
ভালোবাসার গান,
আমি মুগ্ধ হয়ে শুনি; স্বপ্নজাল বুনি
এই মনটা আমার যেন প্রজাপতি
তুমি যেন হৃদয় মালতি; খোলা আসমান।
মনে রেখো আমাদের ভালোবাসা
যেন সুপোরি আর পান।
সোনার মেয়েগো, তুমি অথৈ সাগর
আর আমি জলযান।


খাঁটি সোনা!!!!
___________
কিসের নেশায় দিন কেটে যায়
কিসের নেশায় রাত,
শুধু জানি রাতের আঁধার পেরিয়ে গিয়েই
আসে নতুন এক প্রভাত ।
অনেক রাতে আকাশের বুকে জেগে থাকে
পূর্ণিমার ঐ চাঁদ, তাই রূপোলি জোস্না ঝরে
আঁধার রাতে নক্ষত্রের মেলা
তারার আলো মিটি মিটি করে।
থেকে থেকে আসে ভেসে ঝিঁঝিঁ পোকার ডাক
এ চোখে ঘুম আসেনা জেগে সারা রাত
তোমার কথা ভেবে ভেবে ভোর হয়ে যায়
নতুন রবি ওঠে নতুন আশা জাগে এই বুকে
নতুন উদ্যমে তোমায় প্রেমে করি আহ্বান
দাও ওগো সাড়া তুমি ছাড়া আমি দিশেহারা
আমি হীরে নাকি কাঁচ সে তোমার বিবেচনা ।
তবে এটুকু বলতে পারি অনন্ত যৌবনে
তোমার প্রেমে আমি আজ খাঁটি সোনা।


মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০২০ রাত ২:৫৬

নেওয়াজ আলি বলেছেন: বেশ লিখেছেন। ভাল লাগলো l

২| ১৬ ই মে, ২০২০ রাত ৩:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা রইল আপনার জন্য।

৩| ১৬ ই মে, ২০২০ রাত ৩:৩৮

চাঁদগাজী বলেছেন:


"খাঁটি সোনা"য় ছন্দ ও ভাবের সুন্দর সমন্ময় ঘটেছে।

৪| ১৬ ই মে, ২০২০ রাত ৩:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।

৫| ১৬ ই মে, ২০২০ দুপুর ১২:২৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।

৬| ১৬ ই মে, ২০২০ দুপুর ২:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.