![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তোমার কাছে প্রেমের সংজ্ঞা কি?
ওগো প্রিয়তমা সত্যি করে বলো
আমার মাঝে তার সন্ধান মেলে কি?
এখন শুধু তোমার অশরীরী উপস্থিতি
তাতেই আমার অন্য কাজে ফাঁকি
মনে হয় এখন শুধু তোমায় নিয়ে লিখি ;
প্রিয়ংবদা শুধু তোমায় নিয়েই থাকি।
থাকতে যদি তুমি আমার পাশে
ভেবে দেখেছো কি,
কি করিতাম তোমারে সাথে লয়ে
ওগো সোনা পাখি।
তোমায় নিয়ে হারিয়ে যেতাম প্রেমের বন্দরে
চুকিয়ে দিতাম বেঁচা কেনা সব তোমার লাইগারে
তোমার প্রেমরাজ্য পেরিয়ে যেতাম ডুব সাঁতারে।
তোমার চোখে দু'চোখ রেখে তাকিয়ে অপলক
আমি হতাম ধ্যান মগ্ন একটি ধবল বক।
এই চোখে আছে লেখা সেই কবিতা
যার লাগি প্রিয়ে তোমার অনন্ত প্রতীক্ষা।
অঙ্গে অঙ্গে ছড়িয়ে ছিটিয়ে আছে আরও কতো
দিব্যি তোমার প্রশান্ত মহাসাগরেও জল নেই ততো।
তোমার নিয়ে কবিতা লিখে করিতাম তারে
উচ্চ স্বরে পাঠ ।
এই বুভুক্ষু বুকে জড়িয়ে তোমায় বলিতাম শুধু
এই বুকের ভেতর থাক।
মনের মাঝে জমা আছে
আরও কত না বলা কথা
এই বুকে কান পেতেই শুনতে পাবে তা।
হৃদপিণ্ডের চারটি প্রকোষ্ঠে তোমার অবস্থান
দৃষ্টান্ত দেবার মত তা
তোমার আমার প্রণয় উপাখ্যান।
২| ১৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কবিতা, অনেকটা লিরিকের মত।
৩| ১৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:১৯
জাফরুল মবীন বলেছেন: প্রণয় কবির প্রণয় আহবানে,দাও সাড়া দাও যে আছো দূরে।
কবিতায় ++
একটা + প্লাস আপনার জন্য; আরেকটা + তাহার জন্য :-)
৪| ১৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৯
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর উপস্থাপন ।
৫| ১৬ ই মে, ২০২০ রাত ১০:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
৬| ১৬ ই মে, ২০২০ রাত ১১:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: গিয়াসউদ্দিন লিটন ভাই কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০২০ বিকাল ৫:৫২
রাজীব নুর বলেছেন: চমতকার কবিতা।