নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আমফান সুপার সাইক্লোন !!!!

১৯ শে মে, ২০২০ বিকাল ৩:৫২


আমফান এখন অতি প্রবল ,
বঙ্গোপসাগরের উত্তাল বুকে
আসছে তেড়ে হয়ে উচ্ছল চঞ্চল
বাংলাদেশ লক্ষ্য করে।

কখন যে আছড়ে পড়ে, উপকূলে
প্রচণ্ড প্রলয় লীলা আর
বিধ্বংসী ক্ষমতা বুকে লয়ে
আকাশ বাতাস তাই কাঁপছে ভয়ে।


ফসলী জমি মৎস্য খামার
বসত বাড়ি চলার পথে ভেঙে চূড়ে
নদীর বুকে উঠবে জোয়ার
নৌকো মাঝি থেকো সব হুঁশিয়ার
মাঝদরিয়া ছেড়ে যেন নদীর তীরে
অথবা থাকো না হয় এবার ঘরে।

মনবধূয়া কি যে করে একলা ঘরে
আমায় কি তার পড়ে মনে? এমন সময়
বিশেষ করে বৃক্ষ যখন আছড়ে পড়ে
আকাশ যখন প্রকম্পিত বজ্রনিনাদে।

পাহাড় সমান অভিমান ভেঙে পড়ে
তবে কী তার মনে ভালোবাসার বৃষ্টি ঝরে?
শুধু আমার কথাই মনে করে ।

আমফান এখন সুপার সাইক্লোন
বঙ্গোপসাগরের বুকে ,
আসছে তেড়ে প্রচণ্ড এক ঘূর্ণিবাতে
উত্তাল ঢেউ উত্তাল সাগর যেন,
ক্ষণে ক্ষণে ভেসে আসে হৃদয়ের ক্যানভাসে।

সিডরের চেয়ে তার গড় গতিবেগ অনেক বেশি
অতীতে এমন প্রবল টর্ণেডোর মোকাবেলার রেকর্ড,
বাংলাদেশ আর ভারতের নাই
প্রায় দেশের সমান আকৃতি নিয়ে তার আগমন
পূর্বাভাস এমনই হায়।

ক্ষণে ক্ষণে তাই বাড়ছে উদ্বেগ মনে
প্রার্থনা করি তাই
ও খোদা আমরা যে ভীষণ অসহায়
তোমার কৃপা ছাড়া, রক্ষা করো মোদের
আমফানের তাণ্ডব থেকে
আমরা যেন হইনা‌ লয় জলোচ্ছ্বাসে
জীবনের হয়না যেন ক্ষয়।
করুনা করো তুমি প্রভু।

আমফানের মোকাবেলায় সুন্দরবন সুদৃঢ় করো
খোদা আমাদের রক্ষা কবজ করো তারে
সাক্ষ্য দিতেছি তুমি কুন ফায়াকুনের মালিক
ওগো অন্তর্যামী তুমি তো
দয়ালু ও পরম করুণাময়।

এই বুকেও তেমন প্রবল টর্ণেডো যেন
এক অপ্রগলভ প্রেমে রক্ষা করো মোদের
সেই প্রেমের ওগো হয় যেন জয়।








মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০২০ বিকাল ৪:২৮

সাইন বোর্ড বলেছেন: বিপদের মধ্যে আরেক বিপদ, প্রস্তুতি কতখানি, কে জানে ?

২| ১৯ শে মে, ২০২০ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: আম্ফান নামটি দিয়েছে থাইল্যান্ড। যার অর্থ আকাশ।
সে এখন ধেয়ে আসছে বাংলাদেশের দিকে তার সমস্ত শক্তি নিয়ে। উপকূলের সুন্দরবনও সমস্ত শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে তাকে প্রতিহত করার জন্য। যদি সুন্দরবন হেরে যায় তবে হেরে যাবে বাংলাদেশও। কারণ এই ঘূর্ণিঝড় সিডরের চেয়েও শক্তিশালী।

৩| ১৯ শে মে, ২০২০ রাত ৮:৪৭

নেওয়াজ আলি বলেছেন: মহা বিপদ সংকেত। আহ ঈদের সময় সব বিপদ ।

৪| ১৯ শে মে, ২০২০ রাত ১০:০৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: বেশ আগে একটা ভিডিও দেখেছিলাম ফটোগ্রাফারদের ট্রোল করা হয়েছিলো। ফটোগ্রাফাররা নাকি যা পায় তার ছবি তুলে! এমনকি 'বাতাস'এর ছবিও তুলে!

ঐ ভিডিও যারা বানাইছিলো, সবই ইয়ং জেনারেশন। ওরা ব্লগে আসে না। আসলে নির্ঘাৎ কবিদের নিয়ে একটা ভিডিও বানাইতো!

৫| ২০ শে মে, ২০২০ ভোর ৫:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: সাইন বোর্ড প্রচারণায় শতভাগ আসলে কতভাগ কে জানে?

৬| ২০ শে মে, ২০২০ ভোর ৫:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর তথ্য বহুল কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.