নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

এসো গো !!!!

২৩ শে মে, ২০২০ রাত ১০:৩০

এসো গো অপ্সরা
তুমি বিনা এই বুকে
এইখানে যেন মরূর খরা,
প্রশমন ওগো করো তারে।

এখন মাঝরাত পেরিয়ে গেছে
আকাশ থেকে বৃষ্টি ঝরছে
এমনইতো হওয়ার কথা।

তুমি এসেছো যে তাই
বৃষ্টি ঘেরা বঙ্গীয় বদ্বীপ
আমাদের মিলনের অপেক্ষায়..

এই বুকের যত জ্বালা
দূর করো হে, দূর করো
হে সুন্দর !

দূর হে, অযাচিত ব্যবধান
অপ্রগলভ প্রেমে কতটা বিগলিত হয় প্রাণ
সোনার মেয়ে করোগো অনুমান
আমার বিণয়ে এই খানে স্বর্গ সুধা
কর হে পান।

তোমার কন্ঠ থেকে আবারও ঝরুক
মধুর নহর, ভিজিয়ে দাও মন শহর

সুপ্রিয় সুন্দর বন রক্ষণব্যুহ রচনা করে
আর কত ক্ষতবিক্ষত হওয়া
তোমার কুসুম কোমল বক্ষ।

আর কত কাল রবে নিরবে
তোমার আমার অপ্রগলভ প্রেমে
আর কত কাল বল দূরে থাকা।

তুমি আগুন আমি পোকা
এখন ই দেবো ঝাঁপ
প্রেমের জলছাপ দেবো একে
তোমার প্রেমের সদর দরজায়।

তোমার জন্য স্বর্গ সুখ এইখানে
সযতনে আছে রাখা।
তুমি শুধু করো হে পরিধান
প্রেমের মন্ত্রযপে ।

করিতেছি আহ্বান এইখানে সব আছে
সোনার তরী যাদুমাখা
তুমি নদীর বুকে ভরা জোয়ারে এসো হে
এসো গো অপ্সরা ।

মেঘ বরণ কালচুলে খোলে দাও
প্রেমের সপ্তাকাশ ।
আসুক না হয় দমকা হাওয়া

বৃষ্টির নূপুর পড়ে এসো
নগ্ন পায়ে সন্তর্পনে এসো
আমার কলম খোলা।

চলার ফাঁকে পদচারণায় অনুপ্রেরণা ঢেলে
আমারেই বাসো ভালো।

শুধু আমারেই পাবে সেথা
সঙ্গোপনে প্রেমের অনুরণনে।

কত সুদীর্ঘ দিন পর তুমি এলে
ওগো মোর বাসন্তী হাওয়া
তাই যেন আজ মধুচন্দ্রিমা।

আজকের হিমেল হাওয়া
অমূলক নয়।
চলো প্রেমে হই মাতোয়ারা অনন্ত যৌবনে
তুমি আমি দুজনে মহেন্দ্র এই ক্ষণে
নৌকো নদী খেলাতে চলনা যাই হারিয়ে
নদী যেভাবে হারায় উত্তাল সাগরের বুকে।





মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০২০ রাত ১০:৩৮

চাঁদগাজী বলেছেন:


আপনার চিরবিরহের অবসান হলো না। কবিতা বেশী লম্বা হয়ে গেছে।

কবিতার একটা লাইনে " তুমি আগুন আমি পোকা" লিকেছেন, উহাকে আরেকটু রিফাইন করেন।

২| ২৩ শে মে, ২০২০ রাত ১০:৪২

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। ওটা আসলে উপমা।

৩| ২৩ শে মে, ২০২০ রাত ১০:৪৮

নেওয়াজ আলি বলেছেন: সুন্দরবনের পাশে আরেকটা বিদ্যুৎ কেন্দ্র করলে কেমন হয়।

৪| ২৩ শে মে, ২০২০ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৫| ২৪ শে মে, ২০২০ রাত ১২:৪৯

শায়মা বলেছেন: ৩. ২৩ শে মে, ২০২০ রাত ১০:৪৮০

নেওয়াজ আলি বলেছেন: সুন্দরবনের পাশে আরেকটা বিদ্যুৎ কেন্দ্র করলে কেমন হয়।


<<<<<<<<<< সুন্দরবনের পাশে কেনো ভাইয়া??? এমনিতেও কবিভাইয়ার মাথায় শর্ট সার্কিট.......

৬| ২৪ শে মে, ২০২০ রাত ১২:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবিভাই শুভেচ্ছা নিন
বাদল দিনে এত বড় কবিতা
পড়তে পড়তে ঘুম চলে আসলো।

৭| ২৪ শে মে, ২০২০ রাত ২:০৭

আমি সাজিদ বলেছেন: করোনার মধ্যে মেন্টালি যথেষ্ট ফিট আছেন দেখে বেশ ভালো লাগলো। জম্পেশ কবিতা হচ্ছে।

৮| ২৪ শে মে, ২০২০ রাত ৮:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ সুন্দরবন কে আরও সমৃদ্ধ সুন্দর করে পরিচর্যা করতে হবে।

৯| ২৪ শে মে, ২০২০ রাত ৮:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।

১০| ২৪ শে মে, ২০২০ রাত ৮:৫১

সেলিম আনোয়ার বলেছেন: শায়মা বললো... তুমি কি আছো ভালো?

১১| ২৫ শে মে, ২০২০ ভোর ৬:২৮

সেলিম আনোয়ার বলেছেন: নূর মোহাম্মদ নুরু ভাই কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.