|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
..........................
...........................
তুমি আমি পাশাপাশি শুয়ে  
যেন প্রেমের চাতকপাখি চেয়ে দেখি
উপরের অনন্ত আকাশ বাড়ির ছাদে..
রাতের আঁধারে করছি পাঠ শুধু দুজনে
অপ্রগলভ এক প্রেমের কবিতা যেন কুঞ্জবনে।
খোলা হাওয়া বহিছে শুধু
তুমি ফুল আমি মধু, 
প্রাণের উচ্ছাসে আবেগে,
আকাশের বুকে খুশি লয়ে
একফালি চাঁদ উঠে সুতোর মতো দৃশ্যমান,
দুজনারই চোখে তাই খুশির ঝিলিক
আসছে আনন্দ দিন আজিকে পুরুস্কারের রাত।
আধো আলো আধো ছায়া 
এমন ক্ষণে তোমায় পাওয়া মধুর লাগে
অপ্সরা আমি ডুবে তোমার রূপে 
ধ্যানমগ্ন সন্ন্যাসী এক
তুমি  কাঁঠালচাঁপা ম্যগনেলিয়া
নগ্ন পায়ে প্রেমের নূপুর, প্রজাপতি
আমার এই পেটের উপর, রঙিন পাখা।
তোমার চোখে আমার দুচোখ
লক্ষ্য ভেদী ইন্দ্রজাল
নির্ঘুম প্রেমের আল্পনা আঁকা
ভালোবাসার ক্যানভাসে
তোমার প্রেমের ঝলসাঘরে
আমার নিরব প্রবেশ; সুখের নহর উছলিয়া উঠে
দেখছি আকাশ গুণছি তারা 
একটা দুইটা তিনটা চারটা ...
দূরের তারা দিশেহারা কাছের আকাশ 
সুখের বাতাস আর কেহ নয়...
আকাশের বুকে  মেঘমালা 
যেন জমাট বাঁধা অভিমান যায় যে ভেসে
বাতাসে ভেসে ভেসে 
রাতের রূপান্তর দিনে
আঁধার থেকে বেরিয়ে আসার কাব্যগাঁথা
রূপকথা নয় বাস্তবতা শুধু দু'জনার চোখে
ফুটে ওঠে রজনী গন্ধা বুকে তোমার কথা গাছ
তোমার বুকে উঠে ঢেউ ছলাত ছলাত করে নদী
আমার সোনার নাও পবনের বৈঠা 
আমি তাতে দক্ষমাঝি প্রেমের সুবাস
তোমার ফাটল থেকেপ্রেরণা নিয়ে 
আমার এই পথ চলা ।
আজকের গগণে 
খুশির ফোয়ারা চাঁদের পালকি চড়ে
এসেছে দেখ সবার ঘরে ঈদ মোবারক ঈদ
শুন গো অপ্সরা,
তুমি আমি অনন্ত প্রেমে 
তাই আজ বাঁধনহারা।
 ২৪ টি
    	২৪ টি    	 +৪/-০
    	+৪/-০২|  ২৪ শে মে, ২০২০  রাত ৯:০৮
২৪ শে মে, ২০২০  রাত ৯:০৮
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,
ঈদ আপনার কবিতার কাঙ্খিত পুরষ্কার নিয়ে আসুক .....................
ঈদের শুভেচ্ছা।
৩|  ২৪ শে মে, ২০২০  রাত ৯:১৬
২৪ শে মে, ২০২০  রাত ৯:১৬
চাঁদগাজী বলেছেন: 
শতযুগের বিরহের অবসান?
৪|  ২৪ শে মে, ২০২০  রাত ৯:১৯
২৪ শে মে, ২০২০  রাত ৯:১৯
আখেনাটেন বলেছেন: আজকের গগণে
খুশির ফোয়ারা চাঁদের পালকি চড়ে
এসেছে দেখ সবার ঘরে ঈদ মোবারক ঈদ --- সুন্দর! 
প্রেমের কবির জন্য ঈদ মোবারকবাদ।
৫|  ২৪ শে মে, ২০২০  রাত ১০:৫২
২৪ শে মে, ২০২০  রাত ১০:৫২
সেলিম আনোয়ার বলেছেন: ইসিয়াক কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।
৬|  ২৪ শে মে, ২০২০  রাত ১১:২০
২৪ শে মে, ২০২০  রাত ১১:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অপ্সরার স্বপ্ন নিয়ে ঈদ কাটুক মহানন্দে!
অপ্সরা জানেতো কবি?  হা হা হা
  হা হা হা
ঈদ মোবারক
৭|  ২৫ শে মে, ২০২০  রাত ১২:৪৪
২৫ শে মে, ২০২০  রাত ১২:৪৪
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
৮|  ২৫ শে মে, ২০২০  রাত ১:০৬
২৫ শে মে, ২০২০  রাত ১:০৬
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর ,ঈদ মোবারক ।
৯|  ২৫ শে মে, ২০২০  রাত ১:১৫
২৫ শে মে, ২০২০  রাত ১:১৫
সেলিম আনোয়ার বলেছেন: শ্রদ্ধেয় আহমেদ জীএস
শুভ কামনায় অশেষ কৃতজ্ঞতা ।
নিরন্তর শুভকামনা রইল আপনার জন্য।
১০|  ২৫ শে মে, ২০২০  রাত ২:০৮
২৫ শে মে, ২০২০  রাত ২:০৮
সেলিম আনোয়ার বলেছেন: চাঁদগাজী যথার্থ বলেছেন। কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
১১|  ২৫ শে মে, ২০২০  রাত ৩:২৬
২৫ শে মে, ২০২০  রাত ৩:২৬
শিখা রহমান বলেছেন: ঈদ মোবারক কবি। স্বপ্নময় হোক আপনার ঈদ!!
১২|  ২৫ শে মে, ২০২০  ভোর ৫:২০
২৫ শে মে, ২০২০  ভোর ৫:২০
সেলিম আনোয়ার বলেছেন: আখেনাটেন কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।
১৩|  ২৫ শে মে, ২০২০  ভোর ৬:১৮
২৫ শে মে, ২০২০  ভোর ৬:১৮
সেলিম আনোয়ার বলেছেন: বিদ্রোহী ভৃগু কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। আজকে আবার আমার জন্মদিন । একেতো ঈদ তার উপর বিদ্রোহী কবির জন্মদিন দুটোর নিচে চাপা পড়ে গেছে। তার উপর আবার করোনা ক্রান্তিকাল । ৩ লক্ষ ৪৩ হাজার মানুষের মৃত্যু। তাই হোক আর ও এক বছর গত জীবন থেকে।
১৪|  ২৫ শে মে, ২০২০  ভোর ৬:১৯
২৫ শে মে, ২০২০  ভোর ৬:১৯
ডঃ এম এ আলী বলেছেন: 
মনোমুগ্ধকর কবিতায় অভিভুত । 
ঈদের শুভেচ্ছা রইল 
 
১৫|  ২৫ শে মে, ২০২০  ভোর ৬:২৬
২৫ শে মে, ২০২০  ভোর ৬:২৬
সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।
১৬|  ২৫ শে মে, ২০২০  ভোর ৬:২৯
২৫ শে মে, ২০২০  ভোর ৬:২৯
সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলি কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
১৭|  ২৫ শে মে, ২০২০  সকাল ১০:১৩
২৫ শে মে, ২০২০  সকাল ১০:১৩
সেলিম আনোয়ার বলেছেন: শিখা রহমান ভালোবাসার পাখি ঈদ মুবারক ভালো থাকুন সুস্থ থাকুন সুদীর্ঘ সফল জীবন লাভ করুন। দারুন সব কবিতা লিখে আমাদের বিমোহিত করুন। নিরন্তর শুভকামনা।
১৮|  ২৫ শে মে, ২০২০  সকাল ১০:৪৪
২৫ শে মে, ২০২০  সকাল ১০:৪৪
আমি সাজিদ বলেছেন: পেটের উপর রঙ্গিন পাখা পড়ে খিদা লেগে গেল! ঈদ মোবারক কবি।
১৯|  ২৫ শে মে, ২০২০  সন্ধ্যা  ৭:৪৮
২৫ শে মে, ২০২০  সন্ধ্যা  ৭:৪৮
সুমন কর বলেছেন: কেমন আছেন? কবিতা পড়িনি, ..............তবে আবার !!! হাহাহাহা
২০|  ২৫ শে মে, ২০২০  সন্ধ্যা  ৭:৫৫
২৫ শে মে, ২০২০  সন্ধ্যা  ৭:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: ডঃ এম আলী কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।
২১|  ২৫ শে মে, ২০২০  সন্ধ্যা  ৭:৫৬
২৫ শে মে, ২০২০  সন্ধ্যা  ৭:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: আমি সাজিদ কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য।
২২|  ২৬ শে মে, ২০২০  সকাল ১০:২৮
২৬ শে মে, ২০২০  সকাল ১০:২৮
সেলিম আনোয়ার বলেছেন: সুমন কর কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। ব্লগে সুস্বাগতম।
২৩|  ২৬ শে মে, ২০২০  দুপুর ১২:০১
২৬ শে মে, ২০২০  দুপুর ১২:০১
জুন বলেছেন: সেলিম আনোয়ার,  
অপ্সরা, মেনকা আর উর্বশীদের প্রেমে সবাই ডুবে,  তবে আপনি যদি শুপর্নখার প্রেমে ডুবতেন তাহলে ভাবতাম আপনি সাচ্চা প্রেমিক   
   
কবিতা পড়তে ভালোই লাগলো। 
+
২৪|  ২৬ শে মে, ২০২০  রাত ১০:২৩
২৬ শে মে, ২০২০  রাত ১০:২৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১| ২৪ শে মে, ২০২০  রাত ৮:৫০
২৪ শে মে, ২০২০  রাত ৮:৫০
ইসিয়াক বলেছেন: খুব সুন্দর ।
ঈদ মোবারক সেলিম ভাই।